আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে “opera mini 4.21” -এর হোমপেজের ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করা শেখাব । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

তো ওপেরা মিনি ৪.২১-এ ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করার জন্য প্রথমে ওপেরা মিনিতে প্রবেশ করুন ।

তারপর ফোনের মেনু বাটনে ক্লিক করুন । তারপর যথাক্রমে Tools, setting, general অপশনে ক্লিক করুন ।

তারপর একটু নিচের দিকে এসে “speed dial at home page” অপশনে টিক চিহ্ন দিন ।

তারপর “background at home page” অপশনে টিক চিহ্ন দিন ।

তারপর “background at home page” -এর নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার একটি অপশন পাবেন । যেমন নিচের ছবিতে দেখিয়েছি । ওখানে ক্লিক করে মেমোরি কাড থেকে একটি ছবি দিন ।

তারপর সেভ অপশনে ক্লিক করুন । আর তারপরেই দেখতে পারবেন হোমপেজে ছবিটি সেভ হয়ে গেছে । যেমনটি নিচের ছবিতে দেখিয়েছি ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । এই পোস্টটি হয়তো ট্রিকবিডিতে থাকতে পারে । অনেকেই ফেসবুকে আমাকে মেসেজ দেয় এগুলো নিয়ে । আমি তাদেরকে বলি ট্রিকবিডিতে আছে । কিন্তু তারা বলে যে নেয় । তাই এটা লিখে রাখলাম । ভূল হলে ক্ষমা প্রাথী ।

3 thoughts on "ওপেরা মিনির হোমপেজে ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করার উপায়"

    1. tricklover Contributor Post Creator says:
      thanks

Leave a Reply