হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন । আমি বরাবরের মত আপনাদের সাহায্যের জন্য আবারো একটি পোষ্ট নিয়ে উপস্থিত হলাম ।
বিদ্রঃ পোষ্টটি জাভা মোবাইল ইউজারদের জন্য ।
আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে, বঙ্গবন্ধু ব্রাউজারে কীভাবে পাসওয়ার্ড সেট করবেন ।তো চলুন শুরু করা যাক ।

আজকাল আমরা জাভা ব্রাউজার দিয়েও অনেক ধরণের পার্সোনাল কাজ করে থাকি । আমরা কখনই চাইনি যে, আমাদের পার্সোনাল ব্রাউজিং হিস্টরি কেউ দেখুক । এছাড়াও আমরা অনেক কারণেই চাই, যেন কেউ আমাদের পার্সোনাল ব্রাউজারে কেউ ঢুকতে না পারে, হোক সেটা জাভার । তাই আমি আপনাদের আজকে দেখাবো যে কীভাবে আপনার জাভা ফোনের বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করবেন ।

অতি প্রথমঃ

প্রথমেই আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে প্রবেশ করুন । নিচের স্ক্রিনশটের মত হোমপেইজ দেখতে পাবেন ।
এরপর আপনার ব্রাউজারের বাম পাশে MENU অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশটের মত দেখতে পাবেন । ,
তারপর toools অপশনে ক্লিক করুন । tools অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন ।
তারপর Settings অপশনে ক্লিক করুন । SETTINGS অপশনে ক্লিক করলে আপনি নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন ।
তারপর Restrictions অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন তারপর নিচের স্ক্রিনশট দেখুন এবার এখানে New Password এর বক্সে আপনার মনের মত পাসওয়ার্ড দিয়ে নিচের স্ক্রিনশটের মত Enable In Start অপশনটিতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন । তারপর সেইভ করুন । এখন আপনি আপনার ব্রাউজার থেকে বেড়িয়ে আবার ঢুকতে চেষ্টা করলেই পাসওয়ার্ড চাইবে । যদি আপনার পাসওয়ার্ড ভুল হয়, তাহলে আপনাকে ব্রাউজারে ঢুকতে দেবেনা, আপনাকে বের করে দেবে ।
তো বন্ধুরা আজ এপর্যন্তই, সবাই ভালো থাকবেন ।

নমষ্কার ।








10 thoughts on "আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করুন । খুবই সহজে ।"

  1. Blogger+Rakib Subscriber says:
    থাম্বনেইল দেখে ভেবেছিলাম কী না কী।
    এসে দেখি চমৎকার পোষ্ট।
    1. Mr.Juel Contributor Post Creator says:
      🙂
  2. rana2hin Contributor says:
    অপেরা মিনি মডিফাই করে নাম দিছে “বঙ্গবন্ধু ব্রাউজার” ??
    1. Mr.Juel Contributor Post Creator says:
      Hmm. Opera Mini 4.21
  3. Ashik350 Contributor says:
    Ei browser er Android phon er app link ta diben pls. Vaiya
    1. Mr.Juel Contributor Post Creator says:
      ভাই এটা জাভা ব্রাউজার Opera Mini 4.21 কে মডিফাই করে তৈরী করা হয়েছে । এটার এন্ড্রয়েড ভার্সন নাই । আপনি এই জাভা ব্রাউজারটি আপনার এন্ড্রয়েড ফোনেই ব্যবহার করতে পারবেন J2ME Loader এ্যপ থেকে । আমিও এই এ্যপটি ব্যবহার করি । এই এ্যাপটি আপনি প্লে স্টোরেই পাবেন । আর এই জাভা এপটি গুগলে সার্চ করলেই পাবেন ‘bongobondhu Browser Java App Download ” লিখে সার্চ করলেই ।
  4. Mr.Juel Contributor Post Creator says:
    ভাই এটা জাভা ব্রাউজার Opera Mini 4.21 কে মডিফাই করে তৈরী করা হয়েছে । এটার এন্ড্রয়েড ভার্সন নাই । আপনি এই জাভা ব্রাউজারটি আপনার এন্ড্রয়েড ফোনেই ব্যবহার করতে পারবেন J2ME Loader এ্যপ থেকে । আমিও এই এ্যপটি ব্যবহার করি । এই এ্যাপটি আপনি প্লে স্টোরেই পাবেন । আর এই জাভা এপটি গুগলে সার্চ করলেই পাবেন ‘bongobondhu Browser Java App Download ” লিখে সার্চ করলেই ।
  5. Amdadul Haque Milon Contributor says:
    ভাই জাবা ফোনে কি ফ্রি ফেইচবুক চালানোর কোন নিয়ম আছে?
    1. Mr.Juel Contributor Post Creator says:
      Sorry vaiya, nei
  6. badol roy Contributor says:
    very good post

Leave a Reply