আপনারা সবাই কেমন । আছেন আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন একটা জাভা গেমিং পোষ্ট ।

*পোষ্ট শুরু করার আগে কিছু কথা বলে নেই *



আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।

আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।

*তো অনেক কথা বললাম এবার গেমটির রিভিউ দেখে নেওয়া জাক *

গেম রিভিউ:-



Game Name: Bio Hunter

Game Size: 416 Kb

Game Version: 3.31.5

Game Type: .jar

Game Vendor: Auer

Game ScreenSize: 240*320

গেমটির Description তো দেখে নিলেন।এখন চলুন দেখে নেয়া যাক গেমটি কীভাবে খেলবেন।
গেমটি ডাউনলোড করার পর চালু করলে প্রথমেই নিচের স্ক্রিনশটের মতো সাউন্ড এর জন্য পারমিশন চাইবে।আপনারা যদি সাউন্ড দিয়ে খেলতে চান তাহলে yes প্রেস করবেন… আর যদি সাউন্ড ছাড়া খেলতে চান তাহলে no প্রেস করবেন।

yes অথবা no প্রেস করার পর নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ দেখতে পাবেন।এখানে আপনাকে কোনোকিছু প্রেস করতে হবে না।জাস্ট ওয়েট করুন।

অতপরঃ আবার আপনার কাছে সাউন্ডের জন্য পারমিশন চাইবে।আপনারা জাস্ট yes অথবা no করুন।

এরপর নিচের স্ক্রিনশটের মতো একটি পেজ পাবেন।এখান থেকে New Game এ ক্লিক করুন।

এখন নিচের স্ক্রিনশটের মতো দেখবেন অটোমেটিক কিছু লেখা হচ্ছে।লেখা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করুন..এরপর ওকে প্রেস করুন।

এরপর নিচের স্ক্রিনশটের মতো কিছু ছবি আসবে এবং পারমিশন চাইবে।যতক্ষন গেম চালু না হয় ততক্ষন পর্যন্ত ওকে প্রেস করতে থাকুন।


অতপরঃ দেখবেন গেম শুরু হয়ে গেছে।গেমটিতে নিজেকে নিয়ন্ত্রন করার জন্য আপনাকে ২,৪,৬ এবং ৮ প্রেস করতে হবে।আর শত্রুকে মারার জন্য ৫ বা ওকে প্রেস করতে হবে নিচের স্ক্রিনশটের মতো।

আশা করি গেমটির রিভিউ ভালোই লেগেছে।ওপরের নিয়ম ফলো করে গেমটি খেলতে থাকুন।গেমটি একটি একশন গেম এবং অনেক মজার গেম।গেমটি খেলতে আমারও অনেক ভালো লাগে…তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে দেরি না করে এবার চটপট গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:-

Download Game

আজকে এই পর্যন্তই।দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।



3 thoughts on "[hot post]জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম Bio Hunting অ্যাকশন গেম"

  1. Md Omor Faruq Contributor says:
    গেইমটি অসাধারন <3

Leave a Reply