Be a Trainer! Share your knowledge.
Home » Java mobile » জাভা মোবাইলে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ/পরিবর্তন করুন। খুব সহজেই।

জাভা মোবাইলে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ/পরিবর্তন করুন। খুব সহজেই।

হেল্লো বন্ধুরা সবাই কেমন আছেন? আজকের পোস্ট হলো: আপনাদের দেখাব কিভাবে জাভা মোবাইল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং কিভাবে পরিবির্তন করতে হয়।

প্রথমে আপনার কাছে একটা যে কোনো ছবি থাকতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ছবি লাগবে।

তারপর তোমরা অপেরা মিনিতে প্রবেশ করে (যদি অন্য ব্রাউজার ব্যবহার করে থাকো তাহলে অপেরা ব্যবহার করাই ভালো কারণ আমি অপেরাতে দেখাচ্ছি।)
Background remover এ-ই লিংকে যাও তারপর দেখ নিচের মতো একটি ওয়েবসাইট তোমার কাছে চলে আসবে।

তারপর no file ক্লিক করে যেকোনো একটা ছবি সিলেক্ট কর। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবি সিলেক্ট করুন।


তারপর Image Type এ-র নিচে ক্লিক করে Default সিলেক্ট করুন।

সবশেষে convert এ ক্লিক করুন।

convert এ ক্লিক করার পর নিচের মতো আসতে পারে। ছবির সাইজ কম হলে আসবেনা।

Converting… আসলে কয়েকবার reload করে নিন।

কয়েকবার reload করার পর নিচের মতো আসবে।
Download Now এ ক্লিক করুন।

ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েগেছে এবার ছবিটি save করে নিন।

হয়েগেল আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ।

আগে-


পরে-


একইভাবে Background Change এ গেলে আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।

এরকম আরও নতুন নতুন ট্রিক শিখতে কমেন্ট করে জানিয়ে দিন।
My Blog Site: https://technlgyinfo.blogspot.com
Facebook page: 1Minute_Technology

2 years ago (Jul 20, 2023)

About Author (6)

MD. RAKIBUL ISLAM
author

Please visit my Website https://technlgyinfo.blogspot.com

Trickbd Official Telegram

6 responses to “জাভা মোবাইলে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ/পরিবর্তন করুন। খুব সহজেই।”

  1. Iqramul Contributor says:

    Apni java phone dia blogger use koren????

  2. Skingbd Contributor says:

    Nice..
    Amr Akta Post Onek Din Hoy Pending..Admin Approve Korsena..Ki Korbo..

  3. অবুজ ছেলে Contributor says:

    ar chaya valo lunapic.com ay site thaka ami background remove crop root etc kore

  4. King75 Contributor says:

    Akhane Theke Lunapic.com Onek Valo

  5. mdabdulkarim Contributor says:

    ধন্যবাদ

Leave a Reply

Switch To Desktop Version