আসা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে Android অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে পোস্ট শুরু করতে যাচ্ছি। এর আগে আমার পোস্ট এ অনেক এই Android অ্যাপ ডেভেলপমেন্ট এর পোস্ট করতে বলেছিল তাই তাদের জন্য আমি এই পোস্ট সিরিজ শুরু করছি। যদি আপনাদের ভাল জবাব পাই তাহলে তারাতারি আরো পাট পোস্ট করার চেষ্টা করবো। আজকের পার্ট এ আপনাদের দেখাবো কিভাবে Android Studio ইন্সটল করবেন। তাহলে চলুন শুরু করি।।
Android Studio কী?:
Studio
Android Studio হল Android App ডেভেলপমেন্ট করার জন্য তৈরি করা সফটওয়্যার ডেভেলপার দের জন্য।এই Android অ্যাপ ডেভেলপমেন্ট আর সহজ তর হয়ে উঠেছে কারন এতে রয়েছে ড্রাগ অ্যান্ড ড্রপ UI ডিজাইনার, Auto Code কম্পলিট, ফুল ফিচারস যুক্ত Android Emuletor,
ইন্সটল করতে যা যা লাগবে:
- Pc বা ল্যাপটপ Windows ইন্সটল করা।
- মিনিমাম 4 জিবি র্যাম এবং যদি এমুলেটর ব্যাবহার করতে চান তাহলে 8 জিবি র্যাম।
- 6 জিবি ফাকা HDD।
- যদি এমুলেটর ব্যাবহার করতে চান তাহলে অবশ্যয় আপনার পিসি VT-x Supported হতে হবে।
NB:
জাদের PC নেই তারা আমার এই টিউটোরিয়াল গুলো স্মার্ট ফোন এ ব্যাবহার করতে পারবেন এর জন্য আপনাকে AiDe ব্যবহার করতে হবে।
Installation :
1. এখান থেকে লেটেস্ট ভার্সন এর Android Studio Size: 758MB ডাউনলোড করে নিন। আপনার OS এর জন্য। Android Studio সাইজ :
2. Studio.exe ফাইল ইন্সটল এর জন্য Double ক্লিক করেন।
এর পর নিচের মত একটা Screen আসবে।
3. Next ক্লিক করুন।
4. যদি Android Emuletor ইন্সটল করতে চান তাহলে Android Virtual Device টিক করে দিন। বা টিক তুলে দিন। এর পর আবার নেক্সট ক্লিক করুন।
5. পরবর্তী দুটি স্ক্রিনে, এটি আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও ইন্সটলেশন এর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনার ইচ্ছা মত যেকন লোকেশান সিলেক্ট পরবর্তী ক্লিক করুন এবং তারপর আপনাকে জিজ্ঞাসা করা হবে যেখানে অ্যান্ড্রয়েড স্টুডিও শর্টকাট ক্রিয়েট করতে চান । অবশেষে, ইনস্টল ক্লিক করুন।
6. সেটআপ সমস্ত প্রয়োজনীয় ফাইল ইন্সটল করা পর্যন্ত অপেক্ষা করুন। এটির ইন্সটলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে, “ফিনিশ” এ ক্লিক করুন।
7. আপনি ফিনিস ক্লিক করার পর এবং প্রথমবারের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও চালানোর পরে, এটি অন্য আরেকটি সেটআপ উইজার্ড দেখাবে। প্রথম উইন্ডোতে “Next” ক্লিক করুন।
8. ইনস্টলেশনের জন্য আমরা স্ট্যান্ডার্ড ক্লিক করব , আপনার প্রয়োজন হলে আপনি পরবর্তী কাস্টমাইজ করতে পারবেন। নির্বাচন করার পরে, Next ক্লিক করুন।
9. এর পরে আমরা থিম সিলেক্ট করব। ইচ্ছা মত থিম সিলেক্ট করব।
10. এই window আপনাকে সকল SDk ডাউনলোড এবং এর সাইজ শো করবে জা আপনার অবশ্য ইন্সটল ও ডাউনলোড করতে হবে যার সাইজ 1.3 জিবি বা 1. 5 জিবি লাগবে।
10. সব ফাইল ডাউনলোড কম্পলিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ফিনিশ করুন এবং আপনার ইন্সটলেশন কম্পলিট হবে।
পরবর্তিতে অ্যাপ ডেভেলপমেন্ট এর পোস্ট করব।
কন সমস্যা হলে কমেন্ট এ জানান।
আপানার এই ইন্সটলেশন কম্পলিট করতে মোট 2.5 জিবি ইন্টারনেট লাগবে। তাই ইন্টারনেট সংযোগ থাকলে ভাল হবে।
ধন্যবাদ Sabit Ahmed। পরের পার্টগুলোর অপেক্ষায় রইলাম।
অনেক উপকার হবে।
আপনার মতো লোকই তো দরকার ছিলো!
Thanks….
waiting for next part.