Android অ্যাপ ডেভেলপমেন্ট এর যে পর্ব গুলো নিয়ে পোস্ট করতে চেয়েছি আজ তার ২ পর্ব।

যা যা শিখবো :

আজকের পর্বে আমরা শিখবো Android studio এর মুল কম্পোনেন্ট এবং কিছু ব্যাসিক অ্যাপ এর কম্পোনেন্ট সমন্ধে। এর যন্য সুধু বাসিক পিসি চালাতে পারলেই হবে। নিচের বামদিকে যে মোবাইল এর মত উইন্ডো ওইটা Emulator এবং ডানে Studio.

TUT:

প্রথমে Android Studio ইন্সটল করুন। ইন্সটল করার পরে সকল কিছু সেটাপ হয়ে গেলে Studio ওপেন করুন। ওপেন করার পর নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।

উপরে Start a new project এ ক্লিক করুন।

Application Name এ আপনার অ্যাপ এর নাম দিন।

Project Location আপনি যেখানে প্রোজেক্ট ক্রিয়েট করবেন।

Package Name হল আপনার অ্যাপ এর পরিচিতি জা উইনিক হতে হবে। Package Name আপনি ডোমেইন যে আকারে লেখে সেভাবে লিখতে হবে।

এর পর। NEXT ক্লিক করুন|

অনেক গুল ব্যাসিক Template পাবেন যেকন টেস্ট করতে পারেন। আমরা আপাতত Basic Activity সেলেক্ট করব। এর পর NEXT ক্লিক করুন।

এর পর Finish এ ক্লিক করুন।

এর পর উপরের মত একটি Dialog আসবে ফুল লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Gradle build finished লেখা আসা অপেক্ষা করুন। Finish শেষ হলে আমরা এডিটিং শুরু করব।

উপরের স্ক্রিনশট থেকে সকল পার্ট গুল দেখে নিন।

App designer এ আপনারা অ্যাপ Design করতে পারবেন। Text Designer পার্ট এ Code Style এ আমরা অ্যাপ design করতে পারব।

Pallete থেকে কিছু Widget অ্যাপ Designer এর উপরে Drag করে ছেড়ে দিন। এর পর উপরের দিক থেকে Run বাটন এ ক্লিক করুন।

AVD থেকে আপনার এমুলেটর বা আপনার ফোন সিলেক্ট করুন। এবং OK ক্লিক করুন।

দেখুন অ্যাপ ইন্সটল হয়ে গেছে।

আইটাই আমাদের প্রথম অ্যাপ।

কীছূ Widget এর পরিচিতি:

উপরের Screen shot দেখে কিছু Widget এর নাম জেনে নেই।

এছারা আরো কিছু Widget এর নাম

উপরের টার নাম Toast।

এই টার নাম Spinner।

Context মেনু।

Colors :

উপরের এগুলো আমাদের সামনের পর্ব গুলয় দেখাব।

আপনারা Comment এ জানান আপনারা সামনে কি বিষয় এ পোস্ট চান।।

31 thoughts on "Android অ্যাপ ডেভেলপমেন্ট। সকল কম্পোনেন্ট পরিচিতি। এবং প্রথম অ্যাপ ডেভেলপমেন্ট।"

  1. Avatar photo বন্ধু Contributor says:
    দারুন পোস্ট
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      thanks
  2. Avatar photo BlaCk & WhitE (TaNjiD) Author says:
    আপনি কই ছিলেন আপনাকেই খুজছি।। চালিয়ে যান
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      sure, thanks
  3. Avatar photo Ex Programmer Contributor says:
    ওয়াও দারুন,,,,
    এভাবেই চালিয়ে যান,অনেক ভালো পোস্ট করলেন।
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      thanks
  4. Avatar photo Trickbd Support Moderator says:
    খুব ভালো উদ্যোগ।
    এই নকলের যুগে আসল ডেভেলপার পাওয়া বড়ই কঠিন।
    চালিয়ে যান।
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      thanks… Vai
    2. Avatar photo Md.Abid Perves Author says:
      ভাই আমার লাস্ট পোস্ট টা কি মানসম্মত নয়।
      ৭২৭ word এর পোস্টে এত কম পেইমেন্ট।
      বিষয়টা দেখবেন।
  5. Nick1007 Contributor says:
    Should continue
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      hmm
  6. Avatar photo SP Khalad Contributor says:
    wwow its Aswome
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      thanks
  7. Avatar photo Riadrox Legend Author says:
    ?????????????????????????????????????????????
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      ✌✌✌✌
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      ??
  8. Avatar photo YASIR-YCS Author says:
    গুরুত্বপূর্ণ পোস্ট??
  9. Avatar photo shaikat Contributor says:
    অসাধারণ। চালিয়ে যান
  10. Avatar photo Darkgamer1298 Contributor says:
    ei post tai dorkar cilo! c++ use kore app toiri korar bepare post cai bro
    1. Avatar photo Sabit Ahmad Author Post Creator says:
      c++ akhono ptoyojon nai jehutu productivity app develop korci. but shamne hoba
    2. Avatar photo Darkgamer1298 Contributor says:
      thanks
  11. Avatar photo Nurul Contributor says:
    মূল্যবান পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ ৪.৫ STAR
  12. Avatar photo Neymar Jr Contributor says:
    চালিয়ে যাও ভাই।
    হামেশা মে তুমহারা সাত হু।
    1. Avatar photo My_idiea Contributor says:
      সেহি বোলা কেয়া
    2. Avatar photo Neymar Jr Contributor says:
      তুম ই সামাজ লউ
    3. Avatar photo My_idiea Contributor says:
      ঠিক হে সামাজ লিয়া
  13. Avatar photo My_idiea Contributor says:
    সুন্দর পোস্ট

Leave a Reply