Android অ্যাপ ডেভেলপমেন্ট এর যে পর্ব গুলো নিয়ে পোস্ট করতে চেয়েছি আজ তার ২ পর্ব।
যা যা শিখবো :
আজকের পর্বে আমরা শিখবো Android studio এর মুল কম্পোনেন্ট এবং কিছু ব্যাসিক অ্যাপ এর কম্পোনেন্ট সমন্ধে। এর যন্য সুধু বাসিক পিসি চালাতে পারলেই হবে। নিচের বামদিকে যে মোবাইল এর মত উইন্ডো ওইটা Emulator এবং ডানে Studio.
TUT:
প্রথমে Android Studio ইন্সটল করুন। ইন্সটল করার পরে সকল কিছু সেটাপ হয়ে গেলে Studio ওপেন করুন। ওপেন করার পর নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।
উপরে Start a new project এ ক্লিক করুন।
Application Name এ আপনার অ্যাপ এর নাম দিন।
Project Location আপনি যেখানে প্রোজেক্ট ক্রিয়েট করবেন।
Package Name হল আপনার অ্যাপ এর পরিচিতি জা উইনিক হতে হবে। Package Name আপনি ডোমেইন যে আকারে লেখে সেভাবে লিখতে হবে।
এর পর। NEXT ক্লিক করুন|
অনেক গুল ব্যাসিক Template পাবেন যেকন টেস্ট করতে পারেন। আমরা আপাতত Basic Activity সেলেক্ট করব। এর পর NEXT ক্লিক করুন।
এর পর Finish এ ক্লিক করুন।
এর পর উপরের মত একটি Dialog আসবে ফুল লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
Gradle build finished লেখা আসা অপেক্ষা করুন। Finish শেষ হলে আমরা এডিটিং শুরু করব।
উপরের স্ক্রিনশট থেকে সকল পার্ট গুল দেখে নিন।
App designer এ আপনারা অ্যাপ Design করতে পারবেন। Text Designer পার্ট এ Code Style এ আমরা অ্যাপ design করতে পারব।
Pallete থেকে কিছু Widget অ্যাপ Designer এর উপরে Drag করে ছেড়ে দিন। এর পর উপরের দিক থেকে Run বাটন এ ক্লিক করুন।
AVD থেকে আপনার এমুলেটর বা আপনার ফোন সিলেক্ট করুন। এবং OK ক্লিক করুন।
দেখুন অ্যাপ ইন্সটল হয়ে গেছে।
আইটাই আমাদের প্রথম অ্যাপ।
কীছূ Widget এর পরিচিতি:
উপরের Screen shot দেখে কিছু Widget এর নাম জেনে নেই।
এছারা আরো কিছু Widget এর নাম
উপরের টার নাম Toast।
এই টার নাম Spinner।
Context মেনু।
Colors :
উপরের এগুলো আমাদের সামনের পর্ব গুলয় দেখাব।
আপনারা Comment এ জানান আপনারা সামনে কি বিষয় এ পোস্ট চান।।
এভাবেই চালিয়ে যান,অনেক ভালো পোস্ট করলেন।
্
এই নকলের যুগে আসল ডেভেলপার পাওয়া বড়ই কঠিন।
চালিয়ে যান।
৭২৭ word এর পোস্টে এত কম পেইমেন্ট।
বিষয়টা দেখবেন।
carry on…✌
হামেশা মে তুমহারা সাত হু।