★★★বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম★★★
আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা আল্লাহ্র অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
আজকের পোষ্টে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের নিজের তৈরি করা এন্ড্রোয়েড অ্যাপ এর ActionBar এর color change করব।
বি:দ্র:- শুধু sshot থেকে কোড গুলো দেখে দেখে বসিয়ে দিলেই কিন্তু আপনার কিছুই শিখা হবে না। বরং আপনি পোষ্টটি মনযোগ দিয়ে সম্পূর্ণভাবে পড়ুন।বুঝতে অসুবিধা হলে ভিডিও দেখুন।তারপরও সমস্যা হলে কমেন্ট করুন।এবং শিখার চেষ্টা করুন।চেষ্টা করলে মানুষের পক্ষে প্রায় অনেক কিছুই করা সম্ভব বলে আমি মনে করি।
প্রথমে আপনি AIDE app টি ওপেন করে আমাদের গত পর্বে যে Project create করেছিলাম সেইটা ওপেন করুন।
##এখন ১ম এ Add to project লেখায় ক্লিক করুন।এরপর com.android.support:appcompat-v7 এর project এ ক্লিক করে yes এ ক্লিক করুন।
follow sshot
##এবার src >> main>> rec >> values >> styles.xml
##এবং নিচের মতো করে ২টি item এড করুন। প্রথম item এর name দিন colorPrimary এবং ২য় item এর name দিন colorPrimaryDark. এবং আপনার নিজের ইচ্ছামত color code add করে নিন।
এবার সব কোড গুলো copy করে values-v21 folder এ গিয়ে styles.xml file এ past করে দিন।এবং সব save করুন।
##এখন MainActivity.java file এ চলে যান। extends Activity এর জাযগায় extends ActionBarActivity লিখুন।
follow sshot
#আমি আবারো বলতেছি পোষ্টি ভালো করে পড়ে তারপর sshot তা দেখে আগে বোঝে নিন।অত:পর কোড লিখুন।
এবার সব কিছু save দিয়ে দিন।
এখন অ্যাপ টি play button এ ক্লিক করে run করুন।
তারপর install করে ওপেন করে দেখুন।
ব্যাস ActionBar এর color change….☺☺
যদি পোষ্টটি কারোও বুঝতে সমস্যা হয়ে থাকে বা আরোও ভালোভাবে বুঝতে চান তাহলে নিচ থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।
আগামী পর্বে আমরা একটি মজার app তৈরি করবো। আর সেটি হলো camera অ্যাপ। তাহলে আপনারা সকলেই TrickBD তে চোখ রাখুন। আপনি যদি সবার আগেই Camera app টি তৈরি চান তবে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন।
যদি পোষ্টি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি Like দিন এবং Comment করুন।
Android App Development এর সকল ভিডিও এর update সবার আগে পেতে আমাদের ”Tube Bangla Prime” channel টি Subscribe করে নিতে পারেন।
hmm…vujar subidarthe arokom disi vaiya,,
apnr fb id link ta pete pari
আমাদের এই অ্যাপ টি ত এখন মোটামুটি কম্পলিট বলেই আমার মনে হচ্ছে। বাকি টা ত আপনারা নিজেরাই কাষ্টমাইজ করে নিতে পারবেন তাইনা।