আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমাতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটি সিম্পল নোটপ্যাড অ্যাপ তৈরি করা শিখাবো। তো চলুন শুরু করি। প্রথমে sketchware app টি ওপেন করুন। তারপর create new project এ ক্লিক করে একটি প্রোজেক্ট তৈরি করুন। আপনার অ্যাপ এর নাম এবং লোগো দিন।

তারপর নিচের মত একটি edit text অ্যাড করুন।

তারপর properties এ ক্লিক করুন। সেখান থেকে নিচের মত layout height ক্লিক করুন। সেখানে match_parent সিলেক্ট করে সেভ দিন।


তারপর তিনটি বাটন অ্যাড করুন।

তারপর একটি listview অ্যাড করুন।


এবার আপনার প্রথম বাটনটার নাম দিন সেভ। তারপরের টা delete এবং পরেরটা refresh দিন।

তারপর আপনার ইচ্ছামত কালার দিয়ে সাজিয়ে নিন। তারপর logic এ ক্লিক করুন।

তারপর onCreate এ ক্লিক করুন।

তারপর list এ জান এবং অ্যাড এ ক্লিক করুন।

তারপর নিচের মত string সিলেক্ট করে যেকোনো নাম দিয়ে Create এ ক্লিক করুন।

তারপর view এ জান এবং নিচের চিহ্নিত ওইজেট টা onActivity create এর নিচে রাখুন।

তারপর listview থেকে listview1 সিলেক্ট করুন।

তারপর list string থেকে আপনার বানানো string সিলেক্ট করুন।

আজ এটুকুই। আমার এমবি কম তাই বাকিটা পরের পোস্ট এ দিব। এছাড়া এতোগুলো ss দিলে পেজ লোড হতে দেরি হয়। তাই আজ আসি। পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন।

16 thoughts on "(Sketchware tutorial) এবার নিজেই একটি সিম্পল নোটপ্যাড অ্যাপ তৈরি করুন কোনো কোডিং ছাড়া। (পার্ট ১)"

  1. Himel333Ahmed Contributor says:
    ধন্যবাদ ভাই ভালো লাগলো
    1. SA.RIDOM Author Post Creator says:
      ধন্যবাদ আপ্নাকেও
  2. SA.RIDOM Author Post Creator says:
    আপ্নাকেও ধন্যবাদ
  3. স্কেচওয়ার নিয়ে ট্রিকবিডিতে ইদানিং অনেক পোস্ট হচ্ছে।এডমিনরা আশা করি বিষয়টি দেখবেন যেন অতিরিক্ত পোস্টের ফলে ভালো পোস্টগুলো হারিয়ে না যায়।
    1. SA.RIDOM Author Post Creator says:
      ভাই এর একমাত্র কারণ হচ্ছে যারা জানে না তারা এগুলো শিখতে চায়। তাই অনেকেই অনেক অভিজ্ঞ author কে পোস্ট করার জন্য অনুরোধ করে। তাই তারা পোস্ট করে। আর sketchware জনপ্রিয় হওয়ার কারণ এতে কোনো কোডিং এর প্রয়োজন হয় না। তাই যাদের কোডিং সম্পর্কে জ্ঞ্যান নেই তারা এভাবে শিখতে পারবে।
    2. এটা ঠিক।তবে দৈনিক একটার বেশি না করলেই ভালো।
    3. SA.RIDOM Author Post Creator says:
      তা ঠিক বলেছেন।
  4. fahad23 Contributor says:
    nice one
  5. Kamrul Contributor says:
    bhai nice post,
    next post koba fabo?
    1. SA.RIDOM Author Post Creator says:
      নেক্সট পর্ব পোস্ট. করেছি। শুধু aprrove হওয়ার অপেক্ষা।
  6. CoCKroAcH Author says:
    vai ei gulate ki admob er code lagano jabe na
    1. SA.RIDOM Author Post Creator says:
      জি ভাই। এগুলোতে admob এর অ্যাড বসানো যাবে। তা নিয়ে পরে পোস্ট করব।
    2. Rejuan Hosain Contributor says:
      waiting korteci.
    3. SA.RIDOM Author Post Creator says:
      ok

Leave a Reply