আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমাতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটি সিম্পল নোটপ্যাড অ্যাপ তৈরি করা শিখাবো। তো চলুন শুরু করি। প্রথমে sketchware app টি ওপেন করুন। তারপর create new project এ ক্লিক করে একটি প্রোজেক্ট তৈরি করুন। আপনার অ্যাপ এর নাম এবং লোগো দিন।
তারপর নিচের মত একটি edit text অ্যাড করুন।
তারপর properties এ ক্লিক করুন। সেখান থেকে নিচের মত layout height ক্লিক করুন। সেখানে match_parent সিলেক্ট করে সেভ দিন।
তারপর তিনটি বাটন অ্যাড করুন।
তারপর একটি listview অ্যাড করুন।
এবার আপনার প্রথম বাটনটার নাম দিন সেভ। তারপরের টা delete এবং পরেরটা refresh দিন।
তারপর আপনার ইচ্ছামত কালার দিয়ে সাজিয়ে নিন। তারপর logic এ ক্লিক করুন।
তারপর onCreate এ ক্লিক করুন।
তারপর list এ জান এবং অ্যাড এ ক্লিক করুন।
তারপর নিচের মত string সিলেক্ট করে যেকোনো নাম দিয়ে Create এ ক্লিক করুন।
তারপর view এ জান এবং নিচের চিহ্নিত ওইজেট টা onActivity create এর নিচে রাখুন।
তারপর listview থেকে listview1 সিলেক্ট করুন।
তারপর list string থেকে আপনার বানানো string সিলেক্ট করুন।
আজ এটুকুই। আমার এমবি কম তাই বাকিটা পরের পোস্ট এ দিব। এছাড়া এতোগুলো ss দিলে পেজ লোড হতে দেরি হয়। তাই আজ আসি। পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন।
next post koba fabo?