Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
আজকে আমি আপনাদের মাঝে HTML টিউটোরিয়াল পর্ব ১নিয়ে হাজির হলাম। আমি যতোটুকু পারি তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।
আমাদের প্রায় সবারই সাইট আছে সাইটে HTML এর অনেক কাজ আছে এগুলো HTML দিয়ে করতে হয়।
আমি বেশি কথা বলবো না। আমি পর্ব করে পোষ্ট দিবো যাতে ভালোভাবে সবাই বুঝতে পারে।
তো চলুন শুরু করা যাক
আজকে আমরা জানবো ভূমিকা এবং ট্যাগ নিয়ে। প্রথমে এগুলো লাগব৷
ভূমিকা:
HTML এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ। ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে শিখতে হবে। এটা খুব সহজ এবং মজার।
আর Android Mobile এ এই Application টি দ্বারা HTML শিক্ষার জন্য কোন Nodepad দরকার হবেনা। তবে কিছু কিছু ক্ষেত্রে Internet এর প্রয়োজন হতে পারে।
এইচটিএমএল শিখতে যে শব্দগুলি ভালভাবে জানা দরকারঃ
•এইচটিএমএল এলিমেন্ট (Element)
•এইচটিএমএল ট্যাগ (Tag)
•এইচটিএমএল অ্যাট্রিবিউট (Attribute)
এ শব্দগুলি প্রায় সবসময় আসবে এবং এগুলির পরিষ্কার ধারনা থাকতে হবে।
ট্যাগ
HTML প্রোগ্রামের মধ্যে এবং দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body এগুলোকে Keyword বলে এবং বা চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে ট্যাগ বলা হয়। যেমন অর্থ head ট্যাগ।
HTML এ দুই ধরনের ট্যাগ রয়েছে , চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শুরু ট্যাগ এবং চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শেষ ট্যাগ বলে।
যেমন
সুতরাং,
কিছু কিছু ট্যাগ আছে এগুলির ক্লজিং ট্যাগ নেই যেমন ইনপুট ট্যাগ (), ইমেজ ট্যাগ (), লাইন ব্রেক ট্যাগ (
) ইত্যাদি। এই ট্যাগগুলি সামান্য একটু ভিন্ন।
ফেসবুকে আমি = MD Shakib Hasan
One thought on "[HTML টিউটোরিয়াল পর্ব ১] HTML Programming শিখুন এবং আপনিও হয়ে যান ওয়েব ডিজাইনার"