স্বাগতম!

চলুন আজ ভ্যারিয়েবল সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা যাক। বীজগণিতের চলক-এর সাথে তো নিশ্চয়ই পরিচয় আছে। ঐ যে, “ধরি খাম্বার উচ্চতা a এবং খাম্বার ছায়ার দৈর্ঘ্য b” এই a আর b ই চলক বা প্রোগ্রামিং এর ভাষায় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল এর মান প্রোগ্রাম চলাকালীন সময় পাল্টাতে বা ভ্যারি করতে পারে এজন্য একে ভ্যারিয়েবল বলি আমরা।

তো জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার/লেখা যায় কিভাবে?

সিম্পল। var কিওয়ার্ড ব্যাবহার করে। var এর পর ভ্যারিয়েবলের নাম দিলেই সেটা একটা ভ্যারিয়েবল। তবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিছু শর্ত আছেঃ

  • ইংরেজি অক্ষর, সংখ্যা, _ (আন্ডারস্কোর) চিহ্ন এবং $ (ডলার) চিহ্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ব্যাবহার করা যাবে।
  • ভ্যারিয়েবল এর নাম শুরু করতে সংখ্যা ব্যাবহার করা যাবে না। তবে _ এবং $ ব্যাবহার করা যাবে।
  • ছোট হাতের (a) এবং বড় হাতের (A) অক্ষর আলাদা বলে বিবেচনা করা হবে। যেমনঃ abbas এবং  AbbaS আলাদা আলাদা ভ্যারিয়েবল।
  • জাভাস্ক্রিপ্টের রিজার্ভড কিওয়ার্ডগুলো ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যাবহার করা যাবে না।

রিজার্ভড কিওয়ার্ডঃ continue, debugger, default, delete, do, else, finally, for, function, if, in, instanceof, new, return, switch, this, throw, try, typeof, var, void, while, with, class, const, enum, export, extends, import, super, implements, interface, let, package, private, protected, public, static, এবং yield

ভ্যারিয়েবল টাইপসঃ

ভ্যারিয়েবল তো অনেক ভ্যালুই হোল্ড করে। তাই ভ্যালুর টাইপ অনুযায়ী ভ্যারিয়েবল টাইপ নির্ধারণ করা হয়। তবে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এবং নাম্বার টাইপের হয়। “”-এর মাঝখানে যা থাকবে তা স্ট্রিং আর “”-বাদে যেকোনো সংখ্যা নাম্বার। কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর ডেটা না রাখলে সেটা undefined । তবে যেহেতু কোনো ডেটা নাই সে হিসেবে আবার এটা null । গোলমেলে ব্যাপার, তাই না!

ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে।

চলুন একটু কোড লিখে দেখা যাক। (আমরা // -দিয়ে কমেন্ট বোঝাবো। কমেন্ট কোড হিসেবে রান হয় না।)

// An empty variable

var a;

// a variable containing string

var b = “Hello World”;

// a number type variable

var c = 12;

// print variables to console

console.log(a); // prints undefined

console.log(b); // prints Hello World

console.log(c); // prints 12

// Check the types of the variables

typeof(a); // “undefined”

typeof(b); // “string”

typeof(c) // “number”

 

এই হচ্ছে মোটামুটি ভ্যারিয়েবল। তবে const কিওয়ার্ড দিয়েও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়। আদতে সেটা ভ্যারিয়েবল না, কারণ, const কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা ভ্যারিয়েবল এর মান পরিবর্তন করা যায় না।

আগামি পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে জানবো।

 

আজকে কোনো গিফট নাই।

 

 

7 thoughts on "জাভাস্ক্রিপ্ট – ১"

  1. AL EMRAN Contributor says:
    Awesome . ভাইয়া অ্যান্ড্রয়েডে এগুলো কীভাবে রান করানো যায় ?
    1. Partha Author Post Creator says:
      Sololearn অ্যাপে রান হয়, Javascript for Android নামে অ্যাপ আছে, এমন আরও অনেক অ্যাপই পাওয়া যায় প্লে-স্টোরে।
  2. Tubelight Contributor says:
    keep it up vau
    ..?
    1. Partha Author Post Creator says:
      Thanks bro!
  3. atikur4816 Contributor says:
    Java phone ki hobe

Leave a Reply