আমরা অনেকেই Wapkiz সাথে পরিচিত। যারা এই পোস্টটি দেখতেছে তাদের নিশ্চয়ই ওয়াপকিজে সাইট রয়েছে। আর আপনার চেস্টা করেন আপনাদের সাইটটিকে পিএইসপি সাইটের মতোন লুক দিতে। তাই প্রতিনিয়ত নতুন নতুন স্ক্রিপ্ট/ কোড যুক্ত করে সাইটকে আর্কষণীয় করার চেস্টা করেন।

ওয়াপকিজ সাইটের ফুটার এডস হাইড করতে এই পোস্টটি দেখতে পারেন – Hide Wapkiz Footer AD 100% Working 2020 Method

আর, আপনার হয়তো অনেকেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে আপনাদের Wapkiz সাইটে ভিজিট করলে Url এ “index.html” লেখাওটি থাকে। এর ফলে খুব সাহজে বোঝা যায় সাইটি ওয়াপকিজে তৈরি। এজন্য হয়তো অনেকে আমার মতোন ভেবেছেন এটা যদি মুছে ফেলা যেত। ??। তো, আর চিন্তা করার কোন কারণ নেই কেননা, আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে এই “index.html” লেখাটি আপনি আপনার সাইটের Url থেকে মুছে ফেলবেন ?।

আপনার যারা এর আগেও চেয়েছিলে “index.html” সাইটের url থেকে মুছে ফেলতে চেয়েছিলে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।

তো, যাক হোক এবার মূল কথায় আছি যে কিভাবে এটি মুছে ফেলব। আমরা এট করব সিম্পল একটা স্ক্রিপ্টটের মাধ্যমে। যেটা Windows Substring এর মাধ্যমে “index.html” কে ব্রাউজারের url থেকে মুছে ফেলবে।

কোডটি এখান থেকে কপি করে নিন। ট্রিকবিডিতে কোড দিতে সমস্যা হয়।

উপরের যে কোডটা আছে সেটাকে আপনার Wapkiz সাইটের Meta header এ বসিয়ে সেভ করে দিতে হবে। তাহলেও হয়ে যাবে। খুব সহজ একটি কাজ শুধু কোডটা কপি করে Meta Header এ পেস্ট করে দেওয়া। আশা করছি আপনার জানেন Meta Header কোথায় তাই আর বেশি কিছু বললাম না।

আশা করছি পোস্ট আপনার উপকারে আসবে। পোস্টটি কেমন লাগল তা জানাতে এবং কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।

techbarrta.com এই ফুল সাইটি বিক্রি করা হবে। যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন

এই ধরনের পোস্ট পেতে ঘুরে আসুন আমার সাইটে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে –

10 thoughts on "ওয়াপকিজ সাইটের Url থেকে index.html লেখা মুছে ফেলে আপনার ওয়াপকিজ সাইটকে পিএইসপি লুক দিন"

    1. Lucifa ??? Expert Author Post Creator says:
      welcome bro
  1. sazidkhanbd Contributor says:
    ভাই পেপাল verify এর জন্য Bank statement কিভাবে বানাবো তা নিয়ে লিখুন।
    1. Lucifa ??? Expert Author Post Creator says:
      cesta korbo ?
    1. Lucifa ??? Expert Author Post Creator says:
      ???
  2. Lucifa ??? Expert Author Post Creator says:
    ??? kaj kre bro
  3. Jihad24 Contributor says:
    Oi Lucifa ভাই হেল্প করেন এটা আমার প্রথম হেল্প পোস্ট। আমি Wikibn থেকে ওয়াপকিজ সাইটের index.html হাইড করার Script কোড নিয়ে Meta Header এ বসাইছিলাম।তারপর থেকে আমার ওয়াপকিজ সাইটের Header থেকে Designed By Wikibn নামটা যাচ্ছে না।কোডটা ডিলেট করার পরেও যাচ্ছেনা। T.T
  4. Nayon Contributor says:
    Theme preset korun

Leave a Reply