তো শুরু করা যাক.
Auto Redirector দ্বারা প্রধানত সব ওয়েবসাইটে থাকে না।তাই আমি এটির Javascript কোডটি নিয়ে হাজির হলাম।
এটি আমি আপনাদের দুই ভাবে দিতে পারবো –
1. বাটনে ক্লিক করে
2. অটো সিষ্টেম
এখন বিস্তারিত জানুন
Auto Redirector কি
Auto Redirector হলো এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে নিয়ে যাওয়ার একটা মাধ্যম।এটি দ্বারা অনেক সহজে আপনি যে কাউকে আপনার সেট করা url এ নিয়ে যেতে পারবেন।এটি যেকোনো ওয়েব পেজ এ ব্যবহার করতে পারবেন।
এই মাধ্যমটি দুই ভাবে ব্যবহার করতে পারবে একটি হলো বাটন ক্লিক করে যেটা ওয়েব পেজ যোগ করবেন সেটাতে নিয়ে যাবে আর একটি হলো অটো এটা যে ওয়েব পেজ এ ব্যবহার করবেন সে কোডটি তে যে url দেবেন তা অটোমেটিক সেখানে নিয়ে যাবে।
প্রথম মাধ্যম: Button Click
এটির ব্যবহার খুবই সহজ কোড নিচের লিংক থেকে কপি করে দেখবেন যেখানে http://example.com আছে সেখানে আপনি বাটনটি ক্লিক করার পর যে ওয়েবসাইট যেতে চান সেটার url দিতে হবে।এভাবেই এই কোডটি ব্যবহার করতে পারবেন।
দ্বিতীয় মাধ্যম: Auto
এটি ব্যবহার করা অনেক সহজ।নিচে লিংক থেকে কোডটি কপি করলে দেখতে পাবেন http://example.com সেখানে আপনি ইচ্ছা মতো একটা ওয়েবসাইট url দিন।এই কোডটি যেখানে এড করবেন তারপর ওয়েবসাইটিতে ভিজিট করলে আপনাকে আর সেখানে না নিয়ে গিয়ে http://example.com এ যেটা সেট করবেন সেখানে নিয়ে যাবেন অটোমেটিক।আশা করি বুঝে গেছেন।
এটি Javascript কোড তাই যেকোনো ওয়েব পেজ এ ব্যবহার করতে পারবেন।
9 thoughts on "Javascript দ্বারা তৈরি করুন Web পেজ Auto Redirector সিষ্টেম।"