আজকের Tutorial এ আমি দেখাবো আপনারা কিভাবে HTML এবং JS দিয়ে Live HTML Viewer বানাবেন।অর্থাৎ, HTML Code লিখে Submit করলে এর Output দেখাবে।

 

প্রথমেই HTML code করতে হবে। নিচে কোডটি দেয়া হলো:

এখানে একটি textarea,button এবং div বানিয়ে নিতে হবে এবং এর একটি id দিতে হবে।এখন এটি দেখতে এমন হবে:

[এখানে আমি একটু css add করেছি]

 

এবার Javascript code করতে হবে।নিচে js code দেয়া হলো:

এখানে একটি Variablesubmit button এর element টি নিতে হবে।আমি এখানে showHTML নামের variable এ এটা নিয়েছি।এরপর একটি event listener add করতে হবে এবং একটি function নিতে হবে।তারপর একটি variableoutput div element এবং আরেকটি variabletextarea এর value assign করতে হবে।

এখানে আমি, output নামক variableoutput div element এবং code নামক variabletextarea এর value assign করেছি

এখন output divcode show করানোর জন্য লিখতে হবে:

output.innerHTML = code;

এখন submit button এ tap করলেই html code এর preview দেখা যাবে।

সম্পূর্ণ কোড:

HTML:

<textarea  id="code" cols="30" rows="10"></textarea><br>
<button id="showHTML">Submit</button>
<div id="output"></div>

JS:

const showHTML = document.getElementById('showHTML');
    
    showHTML.addEventListener('click',()=>{
      const output = document.getElementById('output');
      const code = document.getElementById('code').value;
      
      output.innerHTML = code;
})

 

 

 

2 thoughts on "HTML এবং Javascript দিয়ে বানিয়ে ফেলুন Live HTML Viewer"

  1. Rakibuzzaman Contributor says:

    HTML Viewer

    HTML Viewer
    Paste your HTML code below:

    View HTML

    function viewHTML() {
    var htmlCode = document.getElementById(“html-input”).value;
    document.getElementById(“html-output”).innerHTML = htmlCode;
    }

Leave a Reply