আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।
আজকে বেশি কথা বলবো না কারণ আর কয়েক মাস পড়েই আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা । তো বুঝতেই পারছেন সামনে পড়াশুনার কত চাপ রয়েছে।
আজকের বিষয়ঃ
কিভাবে আমি আমার সকল পরীক্ষার
মার্কশিট/ফলাফলের Pdf (পিডিএফ) ফাইল আমার মোবাইলের মাধ্যমে সেভ করব???
মূল প্রসঙ্গঃ
এতো দিন তো শুধু সকল পরীক্ষার রেজাল্ট/ফলাফল বের করলেন।
আজকে দেখাবো কিভাবে আপনি আপনার পরীক্ষার ফলাফল/মার্কশিট Pdf (পিডিএফ) ফাইল আকারে আপনার মেমোরিতে সেভ করবেন। বিষয়টা একদম সহজ।
চলুন শরু করি……….
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা Psc/Ebt রেজাল্ট বের করার জন্য আপনাদের প্রথমে Google chrome, Uc browser এমন ব্রাউজারে গিয়ে উপরের এড্রেস বারে গিয়ে লিখতে হবে
অথবা যাদের উপরের লিংক কাজ করছে না তারা নিচের লিংক থেকে ও দেখতে পারবেন।
www.dpe.gov.bd
অথবা
http://dperesult.teletalk.com.bd (ছাত্র/ছাত্রীর Id নাম্বার দিয়ে দেখবেন)
তারপর পেজ টা সম্পূর্ণ লোডিও হলে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন
যে পরীক্ষার রেজাল্ট বের করার একটা ফরম/ছক এসেছে।
তারপর আপনারা পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।
এবার স্ক্রীনশটের মার্ক করা যায়গার দিকে ভালো ভাবে লক্ষ্য করুন এবং পরবর্তি ধাপগুলো অনুসরণ করুন।
এবার সর্বশেষ Done এ ক্লিক করুন।
তাপর দেখুন এখন Pdf ফাইলটি আপনার মেমোরিতে ( Device storage ) এ সেভ হয়ে গেছে।
এবার সেভ করা ফাইলটি খুঁজে বের করার জন্য স্ক্রীনশটের মার্ক করা যায়গার দিকে ভালো ভাবে লক্ষ্য করুন এবং পরবর্তি ধাপগুলো অনুসরণ করুন।
এবার দেখুন Pdf ফাইলটি একদম সর্বোচ্চ জুম করলেও একদম পরিষ্কার ঝকঝকে দেখাচ্ছে।
এবার উপরের ঠিক একই নিয়মে Jsc/Jdc রেজাল্ট বের করার জন্য আপনাদের প্রথমে Google chrome, Uc browser এমন ব্রাউজারে গিয়ে উপরের এড্রেস বারে গিয়ে লিখতে হবে
http://eboardresults.com/app/stud/
তারপর পেজ টা সম্পূর্ণ লোডিও হলে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন
যে পরীক্ষার রেজাল্ট বের করার একটা ফরম/ছক এসেছে।
তারপর ফরম/ছক টি সঠিক ত্য দিয়ে পূর্ণ করুন এবং নিচের দিকে সমর্থন করুন/Get Result বাটনো ক্লিক করুন।
তারপর আপনারা পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।
এবার স্ক্রীনশটের মার্ক করা যায়গার দিকে ভালো ভাবে লক্ষ্য করুন এবং পরবর্তি ধাপগুলো অনুসরণ করুন।
এবার সর্বশেষ Done এ ক্লিক করুন।
তাপর দেখুন এখন Pdf ফাইলটি আপনার মেমোরিতে ( Device storage ) এ সেভ হয়ে গেছে।
এবার সেভ করা ফাইলটি খুঁজে বের করার জন্য স্ক্রীনশটের মার্ক করা যায়গার দিকে ভালো ভাবে লক্ষ্য করুন এবং পরবর্তি ধাপগুলো অনুসরণ করুন।
এবার দেখুন Pdf ফাইলটি একদম সর্বোচ্চ জুম করলেও একদম পরিষ্কার ঝকঝকে দেখাচ্ছে।
সতর্কতাঃউপরের ধাপগুলো সঠিক ভাবে অনুসরণ করতে পারলেই কেবল আপনি আপনার মোবাইলের মাধ্যমেই আপনাদের সকল পরীক্ষার ফলাফল/ মার্কশিট Pdf ফাইল আপনার মোবাইলের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন।
অর্থাৎ কম্পিউটারের দোকানে গিয়ে অযথা টাকা পয়সা ফুরাতে হবেনা।
বিঃদ্রঃ ভুল হলে ক্ষমা করবেন আর পোস্ট টি দ্বারা আপনি উপকৃত হলে একটা ধন্যবাদ দিয়েন তাহলে ভবিষ্যতে আর ও ভালো পোস্ট পাবেন আশা করি।এতোক্ষন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
ধীর গতি সম্পন্ন নেটের স্পীডে psc লিংক কাজ করেনা উচ্চগতির সম্পন্ন নেটে চেষ্টা করুন।
আপনি http://Www.dpe.gov.bd তে চেষ্টা করুন।
— বিষয়প্রাপ্ত নম্বরপ্রাপ্ত গ্রেডপ্রাপ্ত জিপিএবাংলা90A+ইংরেজী51B গণিত76A4.25বাংলাদেশ ও বিশ্ব পরিচয়64A-প্রাথমিক বিজ্ঞান83A+ধর্ম ও নৈতিক শিক্ষা86A+ সর্বমোট-450
Developed by Information Management Division (IMD), Directorate of Primary Education (DPE)
আর ধীর গতি সম্পন্ন নেটের স্পীডে psc লিংক কাজ করেনা উচ্চগতির সম্পন্ন নেটে চেষ্টা করুন।
আপনি http://Www.dpe.gov.bd তে চেষ্টা করুন।
আর ধীর গতি সম্পন্ন নেটের স্পীডে psc লিংক কাজ করেনা উচ্চগতির সম্পন্ন নেটে চেষ্টা করুন।
আপনি http://Www.dpe.gov.bd তে চেষ্টা করুন।
আপনার আগের পোস্ট গুলো খুব ভাল ছিল।
রানা ভাই আমার মেইলের রিপ্লে দেই না তাই।
প্লিজ ভাই রানা ভাইকে মেইল করে বলেন?
My Email: [email protected]
না দিয়ে http://dperesult.teletalk.com.bd এটা
দেন ।
Search করে সহজেই psc result এর সঠিক নিয়ম পাওয়া যায় না তার কারণ অহেতুক ট্রাই না করে পোষ্ট করার ফলে সঠিক জিনিসই থাকে না । ধন্যবাদ ।
আমি সবগুলো ট্রাই করেই পোস্ট লিখছি আমার পোস্টের স্ক্রীনশট গুলো ভালো করে দেখেন।
মন্তব্য করার জন্য
ধন্যবাদ।