মেয়েরা নিয়মিত যে সকল কসমেটিকস ব্যবহার করে থাকে তার মধ্যে লিপস্টিক অন্যতম। অনেক শুধু লিপস্টিক দিয়েই নিজেরসাজ সম্পূর্ণ করে থাকেন। প্রতিটি পোষাকের সাথে মিলিয়ে লিপস্টিক কেনা সব সময় সম্ভব হয় না। আবার বাজারের নন-ব্রান্ডের লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের ক্ষতি হয়ে থাকে। ঘরে যদি লিপস্টিক তৈরি করা যায় তবে কেমন হয়? কি, অবাক হয়এছেন? আপনি চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের লিপস্টিকটি।যা যা লাগবে (বেইজ তৈরি করতে)১ চা চামচ বিশুদ্ধ মোমের গুঁড়ো১ চা চামচ কোকো বাটার বা শিয়া বাটার১ চা চামচ নারকেল তেলপছন্দমত রঙযেভাবে তৈরি করবেন১। প্রথমে একটি ঢাকনা ছাড়া কাঁচের বয়ামে নারকেল তেল, শিয়া বাটার এবং মোম মিশেয়ে নিন।২। এবার এই কাঁচের বয়ামটি একটি গরম পানি রাখা পাত্রের উপর রাখুন।৩। সব কয়েকটি উপাদান ভাল করে মিশে গেলে বয়ামটি পানি থেকে সরিয়ে ফেলুন।এরপর আপনার পছন্দমত রং মিশিয়ে নিতে পারেন।৪। সব উপাদান মিশে গেলে ড্রপার দিয়ে খালি লিপস্টিকের টিউবে ভরে ফেলুন। আপনি চাইলে আপনার পছন্দমত কোটায় উপাদানগুলো রেখে দিতে পারেন।৫। এবার এটি কোন ঠাণ্ডা স্থানে রেখে দিন। ৮০ ডিগ্রীর নিচে তাপমাত্রা আছে এমন জায়গায় রাখতে হবে, না হলে লিপস্টিক গলে যাবে।পছন্দমত রঙ ও গন্ধের জন্য যা দেবেন · লাল রং এর জন্য:১/৮ চা চামচ বিটের গুঁড়ো অথবা ১ ফোঁটা লাল ফুড কালার।· ব্রাউন রঙের জন্য:১/৪ চা চামচ কোকো পাউডার, একচিমটি দারচিনি গুঁড়ো অথবা হলুদ গুঁড়ো।· ম্যাট রঙের জন্য:১/৪ চা চামচ বেনটোনিক ক্লেই· সুগন্ধের জন্য: এক ফোঁটা এসেন্সিয়াল অয়েল
Share: