বায়োমেট্রিক পদ্ধতিতে
মোবাইল ফোনের সিম নিবন্ধন বা
পুনঃনিবন্ধনের সময় গ্রাহকের কাছ
থেকে টাকা নেয়া হলে সংশ্লিষ্ট
‘রিটেইলারকে’ কালো তালিকাভুক্ত
করা হবে এবং তার অনুমোদন বাতিল
করা হবে বলে জানিয়েছেন
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম।
বৃহস্পতিবার সচিবালয়ে মোবাইল ফোন
অপারেটদের প্রধান নির্বাহী
কর্মকর্তা
ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে
তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার ফেইসবুক
পেইজে অনেক অভিযোগ এসেছে- সিম
নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা
আদায় করা হচ্ছে। এ পর্যায়ে বাড়তি
টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আলোচনা করে সিদ্ধান্ত

হয়েছে, অপারেটররা এ বিষয়ে তদন্ত
করে দোষীদের চিহ্নিত করে তাদের
ব্ল্যাকলিস্টেড করবে এবং তাদের
রিটেইলারশিপ বাতিল করবে।’
অপারেটরগুলোকে এ ব্যাপারে দ্রুততার
সঙ্গে উদ্যেগ নেওয়ার আহ্বান
জানিয়ে
প্রতিমন্ত্রী বলেন, ‘অতি দ্রুত দৃষ্টান্ত
দিতে হবে, এভাবে যারা টাকা আদায়
করছে তাদের মধ্যে কমপক্ষে দুই থেকে
তিনজনকে ব্ল্যাকলিস্টেড করে
জানাতে হবে।’
তিনি বলেন, যাদের ভোটার আইডি
কার্ড নেই তারা ৬ মাসের জন্য
ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর
এমনকি জন্মনিবন্ধন সনদ নম্বর ব্যবহার
করে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও
রিম রি- রেজিস্ট্রেশন করতে পারবেন।
পরে ভোটার আইডি কার্ড পেলে
পুনরায়
রেজিস্ট্রেশন করে নিতে হবে।
প্রতিমন্ত্রী আরোও বলেন, আমরা আশা
করব, মোবাইল কোম্পানিগুলো অতিদ্রুত
কিছু খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে
ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন— ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব
ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ
টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের
(বিটিআরসি) চেয়ারম্যান ড.
শাহজাহান
মাহমুদ এবং বাংলাদেশের ৬টি
মোবাইল
কোম্পানির প্রধান নির্বাহীরা ।
সূত্রঃপ্রিয় ডট কম

সবাইকে ধন্যবাদ । সুস্থ্য থাকুন ভাল
থাকুন এবং সব সময় Trickbd এর
সাথেই থাকুন ।


সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

2 thoughts on "সিম নিবন্ধনে টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম"

    1. hossain Contributor Post Creator says:
      welcome

Leave a Reply