মিডিয়াতে সাফা কবিরের আগমন বিজ্ঞাপন নির্মিতা আদনান আল রাজীবের হাত ধরে।তারই নির্দেশনায়সাফা প্রথম অভিনয় করেন ‘এট এইটিন অলটাইম দৌড়ের উপর ’ নাটকে। এরপর তিনি আতিক জামান পরিচালিত ‘একা মেয়ে ’ নাটকে অভিনয় করেন। দুটি নাটকেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিলো। এরপর সাফা কবির আরো অনেকগুলো নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ তিনি রেদওয়ান রনির পরিচালনায় ‘ভালোবাসা ১০১’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় চলে আসেন। কেমন লাগছে মিডিয়ার কাজ, জবাবেব সাফা কবির বলেন , ‘ অনেক ভালোলাগছে।ভালো কাজের রেসপন্স প্রতিমুহুর্তে পাচ্ছি এটা ভীষণ ভালোলাগার। আমি মূলত অভিনয় বেশি এনজয় করি। তবে মডেলিংটাও বেশ ভালোলাগে। নিজেকে দুটো মাধ্যমেই প্রতিষ্ঠিত করতে চাই। চাই সবার সহযোগিতা। ’ সাফা কবিরের যখন জন্ম হয় তখন তার বাবা হূমায়ুন কবির সবজু ব্যবসার কাজে রাশিয়ায় ছিলেন। যে কারণে তার দাদা সাফা’র আসল নাম রেখেছিলেন আনাটনী কেলি । তবে মিডিয়াতে তিনি সাফা কবির নামেই পরিচিত। ২৯ আগস্ট জন্ম নেয়াসাফা কবির পড়ছেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে সেকেন্ড সেমিস্টারে।
এই মডেল কন্যা মিডিয়া জগতে পা ফেলা পরিচালক রাহাত খানের‘প্রান চিনাবাদাম বার’ এর টিভি বিজ্ঞাপন দিয়ে। তবে মডেলিং চুক্তির দিক দিয়ে আশফাক বিপুলের পরিচালনায় এয়ারটেলের বিজ্ঞাপন হলসাফা কবির প্রথম বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের মাধ্যমেই সাফা কবির সকলের নজর কাড়তে সক্ষম হয় এবং নতুন নির্মাতাদের নিকট ব্যাপক গ্রহনযোগ্যতা অর্জন করে। সেইসাথেতরুন সম্ভাবনাময় ফিমেল তারকা হিসেবে সামনের দিকে পথচলার দ্বার খুলে যায়। তবে বিজ্ঞাপনী মডেল হিসেবে সাফা কবিরকে শেষবারের মত দেখতে পাওয়া যায় ২০১৩ সালে বিখ্যাত নির্মাতা অমিতাভ রেজার তৈরি ‘প্যারাসুট’ এর বিজ্ঞাপনে। তাছাড়া এন টিভিতে ‘স্টাইল এন্ড ট্রেনড’ নামক অনুষ্ঠানের উপস্থাপনা ছাড়াও সাফা ওটু, মানশাসহ প্রচুর ষ্টীল ফটোশুটের মডেলও হয়েছেন।
নাট্যজগতে সাফা কবিরের আগমন বলা চলে বিজ্ঞাপন ও নাট্যনির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে। তারই নির্দেশনায় সাফা প্রথম অভিনয় করেন এয়ারটেলের ‘এট এইটিন অলটাইম দৌঁড়ের উপর’ টেলিফিল্মে। তারপর তিনি আতিক জামান পরিচালিত ‘একা মেয়ে’ নাটকে অভিনয় করেন যেখানে তারঅভিনয় বেশ প্রশংসিত হয়েছিলো। এরপর শুরু হয় পথচলা সাফা অভিনয় করেন ইউনিভারসিটি, ব্লাক ম্যাজিক,জোনাক পোকা এবং ইচ্ছে ঘুড়ি ধারাবাহিক নাটকে। এর মধ্যে ২০১৪ সালে ভ্যালেনটাইন ডে উপলক্ষে রেদওয়ান রনি পরিচালিত ‘ভালোবাসা ১০১’ উল্লেখযোগ্য।সোস্যাল নেটওয়ারকিং সাইটে সুন্দরী ও আকর্ষণীয়া সাফার রয়েছে ব্যাপক উপস্থিতি। ফেসবুক ভেরিফাইডকৃত সাফা কবিরের ফেসবুক ফ্যান পেইজে বর্তমানে লাইকের সংখ্যা প্রায় ২,২৫,৮৯৯ এবং টুইটারেও রয়েছে অসংখ্য ভিউয়ারস ও ফলোয়ারস, যা একজন তরুণ তারকার ক্ষেত্রে সত্যিই বিস্ময়কর ব্যাপার! তারুন্যে উচ্ছাসে ভরপুর এই তারকাকে বলা হয়ে থাকে বাংলাদেশের সেরা ‘ইউটিউব’ সংবেদনশীল অভিনেত্রী। বন্ধুসুলভ সাফা সালমান মুক্তাদির জনপ্রিয় চ্যানেল স্যামন ব্রাউন মাছ এর ‘ওয়িবিসোড’ এ অংশগ্রহণ করেন। সাফা ভক্তদের জন্য আরেকটি সুখবর জানিয়ে দিচ্ছি, তা হল সাফা কবির ভাল গানও গাইতে পারে। ব্যান্ড ‘পিছলা’ সঙ্গিতায়োজনে তার গাওয়া ‘ টাইগার টি২০’ তরুণদের মাঝে দারুন সাড়াও ফেলছিল।সাফা কবিরের পছন্দের খাবার হল মাছ-ভাত তবে ভুনা খিচুড়ি, তেহারি, চাইনিজ ও পিৎজা মাঝে মাঝে খেতে পছন্দ করে। পছন্দের পোশাক জিনস, টি-শার্ট হলেও বিশেষ বিশেষ দিনগুলোতে কাতান শাড়ি, সালোয়ার-কামিজ পরতে ভালবাসে সাফা। প্রিয় সঙ্গীতশিল্পী বাংলাদেশের তাহসান ও এলিটা এবং ভারতের অরজিত সিং। মাঝে মাঝে সে কোল্ড প্লের গান শুনে থাকে। অবসর সময়ে বন্ধুবান্ধব মিলে মজা করে ছবি দেখে সাফা কবির। পছন্দের ছবিরতালিকায় রয়েছে ‘এ ওয়াক টু রিমেম্বার ও জিন্দেগি না মিলে দবারা। অন্যদিকে সুবনা মুস্তফা, তাহসান, তিশা, রনবির সিং ও আলিয়া ভাট হল তার প্রিয় অভিনয় তারকার মধ্যে উল্লেখযোগ্য। হালকা মেলোডিয়াস গান এই তারকার খুবই প্রিয় হলেও ভাললাগার মধ্যে আছে পুরোনো দিনের বাংলা ও হিন্দি গান। বান্দরবানের নীলগিরি সাফার অন্যতম পছন্দের একটি স্থান যেখানে যাবার সময়-সুযোগ হলে সে কখনই মিস করেনা।সাফা কবির , বলা যায় এই সময়ের সম্ভাবনাময় মডেল কিংবা অভিনেত্রীদের একজন। রাহাত রহমানের নির্দেশনায় ‘প্রাণ পিনাট বার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মূলত আলোচনায় আসেন তিনি। এই বিজ্ঞাপনের ‘ফেসবুকিং পারেনা’ সংলাপটি সাফা কবিরের কন্ঠে বেশ জনপ্রিয়তা পায়। তবে সাফা কবির প্রথম বিজ্ঞাপনে মডেল হন আশফাক বিপুলের পরিচালনায় এয়ারটেলের বিজ্ঞাপনে। সর্বশেষ তিনি অমিতাভ রেজার নির্দেশনায় ‘প্যারাসুট’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে
ছবি সহ আরো পড়ুন Amraito তে