প্রেম-বিয়েতে চেনাশোনা নিয়ে চিন্তা থাকে না।

কিন্তু সম্পূর্ণ অচেনা একজনের সঙ্গে
চিরজীবনের মতো বাঁধা পড়ার আগে চিন্তা থাকে
বই কী!
কীভাবে চিনবেন তাকে?

আপনাদের জন্য রইল ১৫টি প্রশ্ন। এই ১৫টি
প্রশ্নের উত্তরই অন্যজনের সম্পর্কে
আপনাকে একটি স্বচ্ছ ধারণা দেবে।

দেখে নিন,
কী সেই প্রশ্নাবলি…

১. আগামী ৫ বছরে নিজেকে কোথায়
দেখতে চান? (উত্তরে বোঝা যাবে কতটা
উচ্চাকাঙ্ক্ষী)

২. এমন কোনও হবি আছে যার জন্য আরও সময়
দিতে না-পারার আক্ষেপ করেন? (বোঝা যাবে,
কতটা ক্রিয়েটিভ)

৩. কীভাবে বেড়াতে ভালবাসেন?

(অ্যাডভেঞ্চারাস না নেহাতই মধ্যবিত্ত মানসিকতা, তার
আঁচ পেতে পারেন)

৪. একা থাকলে কী করেন? (সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত
বোর হয়ে যান কি না, তার ইঙ্গিত পেয়ে যাবেন)

৫. কোন ড্রিংক আপনার পছন্দ? (পানাভ্যাসে
আভিজাত্য থেকে নেশাড়ু কি না, অনেক কিছুই
বোঝা যায়)

৬. আপনার বন্ধুদের সম্পর্কে কিছু বলুন। (এতে
বুঝবেন অন্যজন কোন ধরনের লোকের
সঙ্গে মিশতে ভালবাসেন)

৭. পরিবারে কার সবথেকে বেশি কাছের আপনি?
(পরিবার সম্পর্কে ধারণা করার জন্য শ্রেষ্ঠ প্রশ্ন)

৮. একা কখনও থেকেছেন? (স্বাবলম্বী কি না,
বুঝতে পারবেন)

৯. কী খাওয়া যায় বলুন তো? অর্ডার করুন প্লিজ।
(মানুষটির খাদ্যাভ্যাস সম্পর্কে স্পষ্ট ধারণা হবে)

১০. বিয়ের পরে রুটিন বদলাবেন? (আপনাকে কতটা
গুরুত্ব দিচ্ছেন, তার আভাস পাবেন)

১১. লিভ-ইন বা ওয়ান নাইট স্ট্যান্ড সম্পর্কে আপনার
মতামত কী? (বিয়ের উপর ভরসা আছে কি না, তা
বোঝা যেতে পারে)

১২. বাচ্চাদের ভালবাসেন? (নরম মনের মানুষ হলে
প্রতিক্রিয়া দেখেই বুঝবেন)

১৩. প্রিয় গান, সুর, সুরকার সম্পর্কে জানতে চান।
(মানুষটির কৃষ্টি সম্পর্কে ধারণা মিলতে পারে)

১৪. এই শহরে আপনার প্রিয় জায়গা কোনটা?
(উত্তরে বোঝা যাবে কী পছন্দ তাঁর)

১৫. কীসে কখনও আপস করবেন না? (দৃঢ়চেতা কি
না, তা বোঝা যাবে)

ধন্যবাদ**

আরও দারুন! দরুন! সব টিপস পেতে থাকুন Trickbd.com
এর সাথেই।

Leave a Reply