বিজ্ঞানীরা বলছেন যেসব মানুষের বন্ধু কম তারাই নাকি বেশি স্মার্ট। ইংল্যান্ডের এভোলিউশনারি সাইকোলজিস্ট এর দুই অধ্যাপক সাতোশি কানাজাওয়া এবং নরম্যান লি’র গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

এই দুই গবেষক জানিয়েছেন, বুন্ধিমান এবং স্মার্ট ব্যক্তিরা খুব অল্পতেই সন্তুষ্ট হন। তাদের কোনও কিছু বেশি প্রত্যাশা থাকে না, তাই অল্প বন্ধুদের সঙ্গেই সেরা সময় কাটানোই তাদের প্রধান লক্ষ্য থাকে।

আমেরিকার ব্রুকিংস ইন্সটিটিউটের গবেষক ক্যারোল গ্রাহাম বলেন, ‘যারা বুদ্ধিমান হন এবং সেই বুদ্ধি জায়গা মতো ব্যবহার করতে জানেন, তারা সামাজিক জমায়েত সাধারণত এড়িয়েই চলেন। তাদের মাথা সব সময় ভবিষ্যত্‍ নিয়ে বড় চিন্তা চলতে থাকে। সময় পেলে বাড়িতে বসে নিজের কাজ করতে বেশি পছন্দ করেন তারা।

এমন কি কোন বন্ধু ছুটি কাটাতে গিয়ে কোথায় কী করলেন তা জানার বিশেষ আগ্রহ থাকে না তাদের।’

Leave a Reply