স্বাগতম আমাদের সাইটে। আশা করি আপনারা সবাই ভালই আছেন।
আর কেনই বা থাকবেন না,নতুন সব পোস্টের সাথে থাকলে কেউ আবার
খারাপ থাকে নাকি।আজকে আমার পোস্টের বিষয় হচ্ছে….
কিভাবে ফর্সা হওয়া যায় এবং ব্রণ থেকে মুক্তি লাভ ক্করা যায়।
তো চলুন শুরু করা যাক। আসলে ব্রণ একটা বয়সগত সমস্যা।
বয়স বেড়ে গেলে এটা হওয়া স্বাভাবিক ব্যাপার।
তাই কোন চিন্তার কারন নেই।
আমি কিছু টিপস দেব যেগুলো ১ মাসের মতো মেনে চললে ব্রণ থেকে
রেহাই পাবেন।
তো চলুন দেখি নেই কিছু নিয়ম কানুনঃ
১। সব সময় মুখ পরিষ্কার রাখুন। এর জন্য পরিষ্কার ও ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুন।
২। অন্যের রুমাল গামছা ব্যাভার করবেন না।
৩। যা তা ক্রিম মাখবেন না।
৪। অবশ্যই একটা ভালো ক্রিম যা আপনার মুখে সেট হয় এমন
একটা ক্রিম ব্যভহার করবেন। ছেলেদের জন্য Fair Handsome মুটামুটি সবারি জন্য ভালো বলে আমি মনে করি।
৫। মুখে ক্রিম দেয়ার আগে অবশ্যই একটা ভালো ফেস ওয়াস ব্যবহার করুন।
৬। মুখ কখনো ঘামতে দেবেন না ।
৮। আপনার ত্বকে মাখা সকল দ্রব আপনি নিজে আর যেন আর অন্য কেউ ব্যবহার না করে।
৯।রোজ রাতে গুমানোর আগে মুখ পরিষ্কার করে নেন।যেন মুখ তেলযুক্ত না থাকে।
১০।মুখ সর্বদা শুকনো ও কোমল রাখার চেষ্টা করুন।
গুম থেকে উঠে মুখ পরিষ্কার করুন।
১১। সর্বদা পরিষ্কার ও ঠাণ্ডা পানি পান করুন।
১২। রাত জেগে মোবাইল চালাবেন না। যদি চালান অবশ্যই ঘরের লাইটটা জালিয়ে রাখবেন।
১৩। মাঝে মাঝে ফিটকিরি ব্যবহার করুন।
ব্যাস আশা করি ব্রণ কমবে। এবার ফর্সা হবার উপায় দেখুন।
আসলে আপনি যদি উপরের নিয়ম গুলো মানেন তাহলে ফর্সা হয়ে যাবেন
আমি আশা করি।
তবে যাদের হাত গলা মুখ বেশি কাল তারা RON’S নামের ক্রিমটা ব্যবহার করুন।
দাম মাত্র ৩৫ টাকা তবে হ্যা এই ক্রিম টা রোজ ব্যবহার করবেন না।
কারন এটা কিছুটা তবকের ক্ষতি করে।
মাসে তিনবার মুখে ও প্রতি সপ্তাই ৩ বার হাতে অ গলায় ব্যভার করুন।
ব্যাবহার বিধিঃ
কিছুই না কেবল মুখ ধুয়ে ক্রিম টা মুখে লাগিয়ে ২০ মিনিট
অপেক্ষা করুন। তারপর মুখ ডলে ডলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
১ম দিনেই আপনি আপনার পরিবর্তন দেখতে পারবেন।
চাইলে মুখে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন।
আজকে এই পর্যন্ত আগামিতে আরো ভালো পোস্ট আসছে।
সকল আপদেট পেতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
++++বিজ্ঞাপন++++
আমার
Trickrun.CoM
সাইটের জন্য একজন এডমিন নেব
কোন অবিজ্ঞ ব্যক্তি হতে চাইলে এখনি কল করুন।
+8801955463927
One thought on "ফর্সা হওয়ার ও ব্রণ দূর করার কিছু কার্যকরি উপায়।"