ত্বক ফর্সা ও উজ্জল করার
সবচেয়ে কার্যকরি উপায়
হ্যাঁ, আপনি চাইলে কিন্তু মাত্র এক
রাতেই আপনার ত্বককে আগের
চাইতে অনেক উজ্জ্বল ও ফর্সা করে
ফেলতে পারবেন। আগামীকাল
কোথাও বেড়াতে যাবেন বা
প্রিয় মানুষটির সাথে দেখা হবে,
এদিকে আপনাকে দেখাচ্ছে
কালচে আর মলিন? একদম চিন্তা
করবেন না। আজ রাতেই সেরে
ফেলুন ছোট্ট এই রূপচর্চা আর সকাল
উঠে দেখুন কেমন ফর্সা, উজ্জ্বল ও
প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে। একই
সাথে ত্বক হয়ে উঠেছে একদম
শিশুদের মতই নরম ও কোমল!
ত্বক ফর্সা ও উজ্জল করার সবচেয়ে
কার্যকরি উপায়-
ত্বক ফর্সা ও উজ্জল
করার সবচেয়ে
কার্যকরি উপায়
যা যা লাগবে:
করে নিতে পারেন)
গরুর খাঁটি দুধ (কাঁচা)
যা করবেন
1. -প্রথমেই মুখটি ভালো করে
পরিষ্কার করে নিন। তুলোতে
ক্লিনজিং মিল্ক মেখে
তোকে বুলিয়ে নিন। তারপর
হালকা কুসুম গরম পানি ও ফেস
ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
ভালো করে পানির ঝাপটা
দেবেন। ত্বক পরিষ্কার না
হলে উপায়টি ভালো কাজ
করবে না।
2. -তোয়ালে দিয়ে আলতো
করে মুখ মুছে নিন। এরপর
বাতাসে শুকিয়ে যেতে
দিন।
3. -মুখে এখন আর কিছু মাখবেন
না। পানি শুকিয়ে যেতে
যেতে প্যাকটি তৈরি করে
নিন।
4. -সম পরিমাণ গোলাপ জল ও
কাঁচা দুধ একত্রে মিশিয়ে
নিন। এই মিশ্রণটি পরিষ্কার
হাত দিয়ে মুখে মাখুন।
যাওয়া পর্যন্ত। তারপর মুখ না
ধুয়েই ঘুমিয়ে পড়ুন।
6. -বালিশে মুখ চেপে
ঘুমাবেন না, এতে প্যাকটি
মুছে যাবে। একটু সাবধানে
ঘুমালেই ভালো।
7. -সকালে উঠে স্বাভাবিক
পানি দিয়ে মুখ ভালো করে
ধুয়ে মুছে নিন। আর নিজেকে
দেখুন আয়নায়। লাগছে না
আগের চাইতে অনেক বেশি
ফর্সা ও উজ্জ্বল?
এইরকম আরো পোস্ট পেতে ভিসিট
2 thoughts on "ত্বক ফর্সা ও উজ্জল করার সবচেয়ে কার্যকরি উপায়"