চলছে নবম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

এই আসরেই প্রথমবারের মতো আইপিএলের মিশন শুরু করলেন মুস্তাফিজুর রহমান। অভিষেকেই চমকে দেন ক্রিকেট দুনিয়াকে। জানান দেন, নিজেকে প্রমাণ করার জন্যই পা রেখেছেন ভারতের মাটিতে। নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের উইকেট দুটি তুলে নেন তিনি।

পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে যেভাবে পরাস্ত করলেন, তা চোখে পড়ার মতোই। দুর্দান্ত এক ইয়র্কারে স্টাম্প উপড়ে ফেললেন মুস্তাফিজ। মাটিতে লুটিয়ে পড়লেন রাসেল। তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের তারকা হার্দিক পান্ডিয়াকে সরাসরি বোল্ড করলেন মুস্তাফিজ। ওই ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ৩২ রান। প্রথম স্পেলে দুই ওভার বোলিং করে দিয়েছেন ২২ রান। দ্বিতীয় স্পেলের দুই ওভারে দিয়েছেন ১০ রান।

এমন অসাধারণ বোলিংয়ের প্রশংসা করলেন সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচটির ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি জানালেন, আইপিএলের নবম আসরে এখনো পর্যন্ত স্লোগ ওভারে সবার চেয়ে এগিয়ে মুস্তাফিজুর রহমান।

এবারের আসরে স্লোগ ওভারের সেরা বোলার নিয়ে বিশ্লেষণ হচ্ছে। আলোচনায় রয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজ। হায়দরাবাদ-মুম্বাইয়ের ম্যাচ চলাকালীন টিভিতে দর্শক জরিপের প্রশ্ন ছিল, স্লগ ওভারে কে সেরা, বুমরাহ নাকি মুস্তাফিজ? সেখানে ৫২ শতাংশ ভোট পেয়েছেন বুমরাহ, ৪৮ শতাংশ ভোট যায় মুস্তাফিজের দখলে। তার মানে মুস্তাফিজ নয়, সেরা বুমরাহ! কিন্তু হেইডেন সেই দলে নেই। বললেন, ‘স্লগ ওভারে মুস্তাফিজকেই এগিয়ে রাখব আমি।’

মুস্তাফিজের প্রশংসায় হেইডেন বলেন, ‘গত এশিয়া কাপেও আমি মুস্তাফিজের বোলিং দেখেছি। তার বোলিং অসাধারণ। নিষ্প্রাণ উইকেটেও

নিজেকে মেলে ধরতে পারে। মেধাবী বোলার সে। ব্যাটসম্যানের দুর্বলতা খুব

 ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
_______________________________________________________
ফেছবুকে আমার আইডি

Leave a Reply