আরেকটি বিশ্বরেকর্ডের মালিক হলেন মুস্তাফিজুর
রহমান। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ইকোনমি রেটের
বোলার এখন তিনি।ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে
কমপক্ষে ৫০০ বল করা পেসারদের মধ্যে মুস্তাফিজুরই
সবচেয়ে মিতব্যয়ী। তাঁর ইকোনমি রেট মাত্র ৫ দশমিক ৯৪।
বিশ্বের আর কোনো পেসারের ইকোনমি রেট ছয়ের
নিচে নেই। পেসারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন
অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক। ক্লার্কের ইকোনমি রেট
৬ দশমিক ০৭। তবে ক্লার্ক ২০১১ সালে অবসর নিয়ে
ফেলেছেন। তাই এখন বাকিদের থেকে অনেকটাই এগিয়ে
রয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ছেন
বিস্ময় বালক।ভারতের বিপক্ষে অভিষেক সিরিজের
প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে
দিয়ে দ্বিতীয় ম্যাচে শিকার করেন আগের দিনের
চেয়েও একটি বেশি উইকেট। ছাড়িয়ে যান জিম্বাবুয়ের
ব্রায়ান ভিটোরিকে। ভিটোরি অভিষেকের প্রথম দুই
ম্যাচে নিয়েছিলেন ১০টি উইকেট। তার থেকে একটি

বেশি মুস্তাফিজুরের। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২
উইকেট শিকারের করে ৩ ম্যাচে দ্বিপক্ষীয় সিরিজে
এখন সর্বোচ্চ উইকেট শিকারি এই মুস্তাফিজই। এর আগে
তিন ম্যাচে ১৩ উইকেট ছিল অস্ট্রেলিয়ার রায়ান
হ্যারিসের। যদিও পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ
ছিল ৫ ম্যাচের। হ্যারিস খেলেছিলেন ৩ ম্যাচ।একই সঙ্গে
অভিষেক সিরিজে সবচেয়ে বেশিউইকেট নেয়ার বিশ্ব
রেকর্ডটাতেও লেখা আছে মুস্তাফিজের নাম। দক্ষিণ
আফ্রিকার শন পোলক আর নিউজিল্যান্ডের টিম
সাউদিও অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়েছিলেন।
দুটো কৃতিত্বই ইংল্যান্ডের বিপক্ষে। এখানে এ দুজনের
চেয়েও এগিয়ে মুস্তাফিজুর। ১৯৯৬ সালের সেই সিরিজে
পোলক খেলেছিলেন ৭ ম্যাচ, আর ২০০৮ সালের সিরিজে
সাউদি খেলেছিলেন ৫ ম্যাচ। মুস্তাফিজ ১৩ উইকেট
নিয়েছেন মাত্র ৩ ম্যাচেই।
এক নজরে মুস্তাফিজের রেকর্ডসমূহ
ওয়ানডে সিরিজে অভিষেকে সর্বোচ্চ উইকেট নেয়ার
যৌথ বিশ্ব রেকর্ড।
তিন ম্যাচ সিরিজে অভিষেকে সর্বোচ্চ উইকেট
নেয়ার একক বিশ্ব রেকর্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট
নেয়ার একক বিশ্ব রেকর্ড।
ব্রায়ান ভিটোরির পর ওয়ানডে ইতিহাসের দ্বিতীয়
বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই
ইনিংসে ৫ উইকেট।
প্রথম দুই ম্যাচে ১১ উইকেট। ক্যারিয়ারের প্রথম দুই
ওয়ানডেতে এটাই সর্বোচ্চ, ভিটোরির ছিল ১০
উইকেট।
এখন পর্যন্ত (২০ এপ্রিল, ২০১৬) টি-টোয়েন্টিতে
সবচেয়ে কম ইকনোমি রেটের বোলার।
 ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
_______________________________________________________
ফেছবুকে আমার আইডি

Leave a Reply