রানা ও নাসির ভাই পোস্টি নিজ হাতে লখলাম খুব কষ্ট করে তাও যদি আপনারা বলেন কপি পেস্ট করেছি তাহলে কিছু বলা নেই কিছু আবাল মানুষের কথা বিশ্বাস করেইন না তারা কিছু পারে না বরং হিংসা করে তাই যদি পোস্ট ভালো লাগে কমেন্ট করবেন

১. যে দিন হিমশৈলে টাইটানিক
ধাক্কা খেয়েছিল, সেই দিনই
লাইফবোটের একটি মহড়া ছিল
টাইটানিকে। ক্যাপ্টেন সেটি বাতিল
করেন।
২. সিনেমায় মনে আছে, কীভাবে
মিউজিশিয়ানরা ক্রমাগত বেহালা
বাজিয়ে গিয়েছিলেন জাহাজ
ডোবার সময়ে? বাস্তবেও
তেমনটাই ঘটেছিল।
৩. হারশে চকোলেট সংস্থার
মালিক, তৎকালীন ব্রিটিশ ধনীদের
অন্যতম, মিল্টন হারশের কাছে
টাইটানিকের টিকিট ছিল।
কিন্তুব্যস্ততার জন্য তিনি তা
বাতিল করেন।
৪. এক জাপানি যাত্রী প্রাণে
বেঁচেছিলেন। কোনওক্রমে তীরে
পৌঁছনোর পরে তিনি যত দ্রুত
সম্ভব দেশে ফিরে যান।
সহযাত্রীদের কথা ভাবেননি বলে
অভিযোগ।
৫. যে চারটি স্মোকস্ট্যাক (ধোঁয়া
বেরনোর বিশাল চিমনি) ছিল

জাহাজটির, তার তিনটি কাজ করত।
একটি ছিল স্রেফ জাহাজ
সাজানোর জন্য।
৬. সংবাদপত্রে প্রথম দিন খবর
প্রকাশিত হয়েছিল, ‘‘টাইটানিক
ডুবেছে। তবে কেউ মারা যাননি।’’

৭. দুর্ঘটনার এক সপ্তাহ পরে নিউ
ইয়র্ক টাইমস ৭৫ পাতা জুড়ে শুধু
টাইটানিকেরই খবর ছেপেছিল।
৮. ‘ক্যালিফোর্নিয়ান’ নামে একটি
জাহাজ টাইটানিকের খুব কাছেই
ছিল। কিন্তু তার ওয়্যারলেস
অপারেটর ছিলেন গভীর ঘুমে।
টাইটানিক থেকে আকাশে ছোড়া
সেই বিপদসংকেত তিনি দেখতেই
পাননি।
৯. টাইটানিকের ‘চিফ বেকার’,
অর্থাৎ বেকারির দায়িত্বে যিনি
ছিলেন, তিনি দু’ঘণ্টা ওই ঠান্ডা
জলে থাকার পরেও বেঁচে
গিয়েছিলেন। কারণ? অতিরিক্ত
মদ্যপানে তাঁর শরীর ছিল গরম।
১০. টাইটানিক-ই একমাত্র জাহাজ,
যা হিমশৈলে ধাক্কা লেগে ডুবেছে।
১১. বেশিরভাগ লাইফবোটেই
জায়গা ফাঁকা ছিল। কিন্তু কোনও
অজানা কারণে সেগুলিতে লোক
নেওয়া হয়নি।
১২. হিমশৈলের খবর ক্যাপ্টেনের
কাছে যখন এসেছিল, তার মাত্র৩০
সেকেন্ড আগে এলেই টাইটানিক-
কে বাঁচানো যেত।
১৩. ১,৫১৪ মানুষ মারা গিয়েছিলেন।
উদ্ধার করা হয়েছিল মাত্র৩৩৬টি
দেহ।
১৪. যে হিমশৈলে ধাক্কা লেগে
টাইটানিক ডুবেছিল, সেটির গঠন
হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব
১০০০ থেকে।
১৫. সবথেকে দামি টিকিটের মূল্য
কত ছিল জানেন? সেই সময়ে
৪,৩৫০ মার্কিন ডলার।
১৬. তৃতীয় শ্রেণিতে ৭০০-র বেশি
যাত্রী ছিলেন। তাঁদের জন্যবরাদ্দ
ছিল মাত্র দু’টি বাথটাব।
পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে

ধন্যবাদ রানা ওনাসির ভাই আপনাদের সালাম জানাই

3 thoughts on "টাইটানিক সম্পর্কে অবাক করা কিছু তথ্য"

  1. Rashed Khan Contributor says:
    জানা আছে, যাদের জানা নেই তারা জানবে ।
  2. Monir650 Contributor says:
    রানা ভাই আমি সব নতুন নতুন টিউন করে রাখছি টিউনার না হয়াতে পাবশিষ্ট হচ্ছে না। ভাই পরে দেখি ওগুলো অন্য টিউনাররা করতেছে। এতে খুব খারাপ লাগে ভাই, কারণ টিউনগুলো অনেক আগে আমি করে রাখছি।
    রানা ভাই আমাকে টিউনার করলে দেখবেন নিঃস্বর্থে আমার জানা বিষয় গুলো সবার মাঝে শেয়ার করবো।
  3. Rihan Author says:
    4 নাম্বারের লোকটির গালে জুতা মারেন।

Leave a Reply