সাধারণত খুব হাস্যকর কোনও পরিস্থিতির উপযুক্ত অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় ছবিটি। কিন্তু এই ছবিটি কার? কোনও বাস্তব মানুষের মুখ কি এটি, নাকি কাল্পনিক কোনও চেহারা? আসুন, জেনে নেওয়া যাক উত্তর।কে আছে এই মুখের নেপথ্যে?

এই ছবিটি ফেসবুক, ইন্সটাগ্রাম, বা টুইটারে অজস্রবার দেখেছেন। চলতি কথায় এই ধরনের ছবিকে বলা হয় মেমে। ইউরোপ, আমেরিকায় এই ছবিটি পরিচিত ‘ফাক দ্যাট গাই’ বা ‘ডাম্ব বিচ’নামে। বর্তমানে ফেসবুকের বিভিন্ন বাংলা পেজের পোস্টগুলিও এই ছবিটি ব্যবহার করে তৈরি করা হয়। সাধারণত খুব হাস্যকর কোনও পরিস্থিতির উপযুক্ত অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় ছবিটি। কিন্তু এই ছবিটি কার? কোনও বাস্তব মানুষের মুখ কি এটি, নাকি কাল্পনিক কোনও চেহারা? আসুন, জেনে নেওয়া যাক উত্তর।

খেলার মাঠে ইয়াও মিং

আসলে এই মানুষটির নাম ইয়াও মিং। পেশায় তি‌নি একজন বাস্কেটবল প্লেয়ার, আদপে চীনের বাসিন্দা। বর্তমানে আমেরিকায় এনবিএ বাস্কেটবল খেলছেন তিনি। ইয়াও এনবিএ-র সবচেয়ে লম্বা প্লেয়ার। উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এই ছবিটি তৈরি করা হয় ইয়াও-এর এক বিশেষ মুহূর্তের অভিব্যক্তি অবলম্বনে। ২০০৯ সালে একটা বাস্কেটবল ম্যাচের পরে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে তাঁর কথোপকথনের যে ভিডিও রেকর্ডিং করা হয় তারই একটি অংশে ইয়াও-এর মুখে ফুটে ওঠে এই অভিব্যক্তি। ২০১০ সালে‘রেজ কমিকস’ ক্যাম্পেনের মাধ্যমে ‘ডাম্ব বিচ’ নামে ইয়াও-এর সেই অভিব্যক্তির আদলে তৈরি মেমেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর মেমেটির জনপ্রিয়তা অর্জন করতে সময় লাগেনি।

সাংবাদিক সম্মেলনের সেই বিশেষ মুহূর্ত

কেমন লাগলো জানাবেন কিন্তু

আমাদের Piyarbd.Com সাইট

6 thoughts on "ছবিটি তো দেখেছেন? এবার জেনে নিন এই মানুষটির আসল পরিচয়"

  1. Azizul Author Post Creator says:
    tnx… bro
  2. shakil656555 Contributor says:
    rana vai please tuner koren
  3. RONY Contributor says:
    nc vai
  4. Asif 420 Contributor says:
    nice post

Leave a Reply