আসসালামু আলাইকুম , কেমন আছেন
বন্ধুরা? আমি আল্লাহর রহমতে অনেক
ভালোই আছি 😀 , আজ আপনাদের
জন্য নিয়ে এসেছি বিভিন্ন রক্তের
গ্রুপের মানুষের স্বভাবের স্বভাবগত
বিশ্লেষণ

তো চলুন শুরু করি 😀
আপনি জানেন কি মানুষের রক্তের
গ্রুপ তার কিছু নিজস্ব সকীয়
বৈশিষ্ট্য বহন করে। তাহলে
ভালোই নাকি টিজে বন্ধুরা 😛 😀

“o + ”এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বচ্ছ
দৃষ্টি সম্পন্ন , গভীর মনোযোগী ,
উচ্চাকাঙ্খী, স্বাস্থ্যবান , বাকপটু ,
বাস্তববাদী , রোমান্টিক এবং
অত্যান্ত বুদ্ধিমান হয়ে থাকে।

“O – ”এই গ্রুপের মানুষেরা সাধারণত
অন্যের মতামতকে গ্রাহ্য করে না।
সমাজে মর্যাদা বাড়াতে আগ্রহী,
বড়লোকের সঙ্গপ্রিয় এবং বড় বেশি
বাচাল

“A + ”এই ব্লাডগ্রুপের মানুষেরা
গোছগাছ প্রিয় , দক্ষ চাকুরে এবং

খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এরা
আত্নকেন্দ্রিক, সুবিচারক , শান্ত ,
নিয়মতান্ত্রিক, বিশস্ত ,
নিয়মানুবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন।

“A – ”এই ব্লাড গ্রুপের মানুষেরা খুব
খুঁতখুঁতে স্বভাবের এবং কিছুটা
অমনোযোগী। কিন্তু অপ্রয়োজনীয়
বিষয়ে বেশি মনোযোগী। এদের
অন্যের বিরুদ্ধে অভিযোগ করার
প্রবণতা বেশি। এদের আছে
নিজেকে লুকানোর অভ্যাস এবং
একঘেয়েমি জীবন।

“B + ”এই ব্লাড গ্রুপের মানুষেরা
স্বাধীনচেতা, মেধাবী , নমনীয় ,
মনোযোগী, স্বাস্থ্যবান,সরল , দক্ষ ,
পরিকল্পনাবাদী,
বাস্তববাদী ,আবেগ প্রবণ এবং খুব
বেশি রোমান্টিক হয়ে থাকে।

“B – ”এই ব্লাড গ্রুপের মানুষেরা
অসংযমী, অপরিনামদর্শী,
দায়িত্বহীন, অলস , স্বার্থপর ,
অগোছালো, অবিবেচক এবং
স্বার্থান্বেষী হয়ে থাকে।
“AB +” এই ব্লাড গ্রুপের মানুষেরা
সাধারণত সুবিবেচক , বু্দ্ধি সম্পন্ন ,
হিসেবী, পরিকল্পনাবাদী, সৎ
কৌশলী সংবেদনশীল, নিরেট এবং

খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে।

“AB -” এই ব্লাড গ্রুপের মানুষেরা
দুর্বোধ্য, ক্ষমতাহীন, অন্যকে আঘাত
করার প্রবণতা বেশি , এনার্জি
স্বল্পতা, খুব বেশি রক্ষনশীল ও বড়
বেশি সংবেদনশীল হয়ে থাকেন।
সুত্র: ৯০এর দশকের মাঝামাঝি
প্রকাশিত “You and your Blood type” গ্রন্থ
যদি কেউ এতে আঘাত পান
আমাকে দয়া করে ক্ষমা করবেন , :

( এই পোস্ট কাউকে আঘাত করার
জন্য নয় : ) : D
শুনলেন তো এত কিছু এবার বলুন তো
আপনার রক্তের গ্রুপ কোনটা ?? সত্য
কথা বলবেন আশা করি 😛 😀

ভাইয়া> চোখ জুরানো একটা ফরাম সাইট দেখে যান> PostMaza.Com <<

5 thoughts on "জেনে নিন কোন রক্তের গ্রুপের মানুষ কেমন হয় ?"

  1. Naim Ahmed Contributor says:
    Nice…….
  2. এই গুলো কি আবিষ্কার করলেন ভাইয়া? দারুন এগিয়ে যান!!!
  3. Ayman Contributor says:
    Amar ta X+ .

Leave a Reply