[মজার কিছু] দেখে নিন যে অদ্ভুত কাজ গুলো শুধু মাত্র ইন্ডিয়াতেই সম্ভব।। [With ScreenShot]

বিভিন্ন অপ্রতিম কাজ, মজাদার ঘটনার জন্মদাতা এবং রসিক মানুষের বসবাস ভারতে। দেশটির এরকম কিছু বিস্ময়কর এবং হাস্যোজ্বল মুহূর্তের ছবি নিয়ে আজকের টিউন শুরু করলাম।
,,

১) কোনো ধরণের দুর্যোগেই সিরিয়াল দেখা বন্ধ করতে পারবো না।
,

২)যেকোনো ধরণের টাকা লেনদেনের জন্য রিস্ক ফ্রি জায়গা নয় ভারত। প্রত্যেকটি এটিএম বুথেই রয়েছে গার্ড। বুথের ভিতরে গার্ডের কোনো কাজ থাকে না। সুতরাং অলস সময় কাটাতে হয় তাকে। এই ব্যক্তি তাই এটিএম বুথে সেলাই মেশিনে কাজ করে সময় পার করছেন।

৩) কোনো ধরনের যানবহনেই তোমাকে ছেড়ে উঠব না। তোমাকে খুব ভালোবাসি তাই আমার মোটরসাইকেলে জায়গা নেই তাতে কী হয়েছে আমার কোলে বসো।

৪) কোথায় তুমি? শাহরুখখান আর কাজলের ছবি দেখাতে নিয়ে যাব তোমাকে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে- খুবই সুন্দর ছবি। আমি যতদ্রুত সম্ভব আসছি।

৫)দেখে প্রথমে কেএফসি মনে করলেও এটা কেএফসি নয়, এটা এসএফসি আর এর মানে হচ্ছে সরদার ফিশ এন্ড চিকেন। এখান সকল ধরণের ভারতীয় মাছ এবং মুরগি পাবেন আপনি।

৬)ছবি তোলার প্রয়োজন সুতরাং এটা কোনো ব্যাপারই না।

৭) কুকুর হল ট্রাফিক পুলিশ!

৮) নাউক্রি.কমের ক্রিয়েটিভ মার্কেটিং।

৯) সাগরে নামলেও ডুবে যাওয়ার নেই কোনো সম্ভাবনা।

১০) সম্পূর্ণভাবে বাকহীন করে দেওয়ার মতো কাজ।

তথ্য সুত্রঃ ভাইরাল ভাষ্ট

8 thoughts on "[মজার কিছু] দেখে নিন যে অদ্ভুত কাজ গুলো শুধু মাত্র ইন্ডিয়াতেই সম্ভব।। [With ScreenShot]"

    1. Avatar photo Fahim Contributor Post Creator says:
      thanks
    1. Avatar photo Fahim Contributor Post Creator says:
      tnxzzz
  1. Avatar photo Hridoy ahmed Contributor says:
    ইন্ডিয়ান বিগার্স…
    1. Avatar photo Fahim Contributor Post Creator says:
      hmmm
      ↓↑
  2. Avatar photo Masibur Contributor says:
    আমি একজন ভারতীও এগুলি দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ
    1. Avatar photo Fahim Contributor Post Creator says:
      আপনাকে স্বসগতম।

Leave a Reply