জানি অনেকেই ভূলে গেছেন যে আজ বন্ধু দিবস।
হয়তো একটু পর মনে হতো যে আজ বন্ধু দিবস।
এমনো হতে পারতো যে আজ মনেই হত না আজ বন্ধু দিবস।
আসলে বন্ধু ছাড়া সত্তিই জীবন টা অচল।
তাই আজ সব বন্ধুকে জানিয়ে দিন আপনি যে তাকে কতটুকু ভালোবাসেন।
বন্ধু!
– সে এমন একজন মানুষ, যে কি না কোনো প্রকার ধর্মীয়, আইনগত ও সামাজিক এগ্রিমেন্ট ছাড়াই পাশাপাশি পথ চলতে চায়।
– যে মানুষটার সাথে মনের কথা বিশ্বাসের সাথে শেয়ার করা যায়।
– যে মানুষটা সবসময় অনুপ্রেরণা যোগায় জীবনের পথে সামনে এগিয়ে চলার জন্যে।
– যে মানুষটা বন্ধুর ভুল মমতা দিয়ে শনাক্ত করে ও সেই ভুল সংশোধনে সাহায্য করে।
– যে মানুষটা বন্ধুর অনেক অন্যায় আবদার হাসিমুখে মেনে নেয়।
– যে মানুষটা কখনো এটা হিসেব করে না, আমি আমার অপর পাশের বন্ধুর কাছ থেকে কতটুকু পেলাম। বরং এটাই চিন্তা করে যে, আমি কতটুকু দিলাম।
– যে মানুষটা বন্ধুর দ্বারা অন্যায় ঘটতে দেখলে তাকে শাসন করে, সাময়িক শাস্তি দেয়, কিন্তু তাকে ফেলে রেখে চলে যায় না।
– যে মানুষটা সবসময় এই অনুভূতিকে আরও জাগ্রত করে যে, “বন্ধু! তুমি যেমন, আমি তোমাকে সেভাবেই ভালবাসি। তোমাকে খুব বেশি বদলাতে হবে না”।
– যে মানুষটাকে তার ভালবাসা প্রকাশের জন্যে প্রতি মুহূর্তে “আমি তোমাকে ভালবাসি”- বলতে হয় না।
– যে মানুষটার সাথে পাশাপাশি পথ চললে মনে হয়, “আমি পৃথিবীটা জয় করে ফেলবো”।
সর্বোপরি, যে মানুষটা কোনো প্রকার শর্ত ছাড়াই অপর পাশের বন্ধুকে ভালবাসে।
সবাইকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা।
“Happy friendship day”
*5000*116# duibar dial koro