মানসিক চাপ এখন যেন মহামারী আকার
ধারণ করেছে। বহু মানুষই মানসিক চাপের
কারণে প্রচণ্ড অসুবিধার মধ্যে জীবনপাত
করছেন। আর বর্তমান নাগরিক জীবনে
নানা যান্ত্রিকতার কারণে এ সমস্যা
ক্রমে যেন বাড়ছে। তবে মানসিক চাপ
থেকে মুক্ত থাকার কয়েকটি সহজ উপায়
রয়েছে।
• এ লেখায় তুলে ধরা হলো তেমন
কয়েকটি উপায়…..

১. হাসুনঃ

আপনি যতবার হাসবেন ততবারই আপনার
দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ
বৃদ্ধি পাবে। আর এর পাশাপাশি
রক্তপ্রবাহও বাড়বে। ফলে দেহের বিভিন্ন
অঙ্গ নতুন করে পুষ্টি পাবে। আর মানসিক
চাপও কমে যাবে অনেকাংশে। বিভিন্ন
গবেষণাতে এ বিষয়টি প্রমাণিত হয়েছে।

২. পোষা প্রাণীর সঙ্গ নিনঃ

পোষা প্রাণীর সঙ্গে থাকলে বা তার
সঙ্গে খেলাধুলা করলে মানসিক চাপ
অনেকাংশে কমে যায়। আর এ কারণে
পোষা কুকুর, বিড়াল কিংবা অন্য কোনো
প্রাণী আমাদের শুধু আনন্দই দেয় না, তা
দেহে হরমোনের মাত্রাতেও পরিবর্তন

আনে। আর এতে সেরোটোনিন ও
প্রোলেকটিন হরমোন নিঃস্বরণ বৃদ্ধি
পায়। ফলে মানসিক চাপ কমে যায়।

৩. গোলমাল থেকে দূরে থাকুনঃ

সব সময় আপনি যদি গোলমালপূর্ণ স্থানে
থাকেন তাহলে তা স্বাভাবিকভাবেই
আপনার মনের চাপ অনেক বাড়িয়ে দেবে।
আর এ কারণে আপনার উদ্বেগও বেড়ে
যাবে। তাই আপনি যদি মানসিক চাপ
থেকে মুক্ত থাকতে চান তাহলে
নিরিবিলি স্থান বেছে নিন। এজন্য
কর্মক্ষেত্রে যেমন নিরব স্থানে বসতে
হবে তেমন বেডরুমে যেন বাইরের শব্দ না
আসে সেজন্য মনোযোগী হতে হবে।

৪. বাড়ির কাজ করুনঃ

আপনার বাড়ির বিভিন্ন ধরনের কাজে
নিজেকে ব্যস্ত রাখুন। এ কাজগুলো
আপনাকে বিমলান্দ দেবে। আর এ কারণে
মানসিক চাপও কমে যাবে।

৫. জুস পান করুনঃ

জুস পান করলে মানসিক চাপ কমবে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভিটামিন
সি আপনার মানসিক চাপ কমাতে ভূমিকা
রাখে। আর এ মানসিক চাপ কমানোর
পেছনে কাজ করবে কর্টিসল হরমোন।

৬. গানঃ

আপনার গলার স্মর ভালো কিংবা খারাপ
যাই হোক না কেন, গান গাইতে কোনো

লজ্জা পাবেন না। কারণ গলা খুলে গান
গাইলে তা আপনার মানসিক চাপ
অনেকাংশে কমিয়ে দেবে।

৭. হাঁটুনঃ

মানসিক চাপ কমানোর অন্যতম একটি
উপায় হলো হাঁটা। প্রকৃতির কাছাকাছি
হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া
যাবে।

৮. শরীরক্রিয়াঃ

যৌনতার মাধ্যমে মানসিক চাপ কমে। আর
এ কারণে এটি দম্পতিদের মানসিক চাপ
কমানোর অন্যতম সেরা উপায়।

৯. গভীর শ্বাস নিনঃ

মানসিক চাপ কমানোর একটি দারুণ উপায়
হলো গভীর করে শ্বাস নেওয়া। এটি
নিয়মিত করতে পারলে মানসিক চাপ
কমাতে ভূমিকা রাখে।

12 thoughts on "জেনে রাখুন→ মানসিক চাপ কমানোর ৯টি কার্যকর উপায় !"

  1. Reja BD Author says:
    সুন্দর পোষ্ট ভাই।
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ধন্যবাদ বন্ধু
  2. Rahman bd Contributor says:
    good post needed any people life
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      welcome bro
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      TnQ u
  3. mdrocky Contributor says:
    good post vai. Thanks
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      welcome vai
  4. sko Contributor says:
    ৮ নম্বর পয়েন্ট টা না দিলেই ভালো হইতো। আসলে বিয়ের পর মানসিক চিন্তা / টেনশন থাকে না বললেই চলে। ধন্যবাদ ভাই পোষ্টটা আমার অনেক হেল্প করবে ?????
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      wlc….Thanks for advice

Leave a Reply