আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আসাকরি ভালোই আছেন trickbd এর সাথে থাকলে ভালই থাকার কথা

নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন বাংলায়

প্রতিটি মানুষয়ী চাই আমি যদি একটু মোটা হতাম তাহলে ভাল
হত আমিও চাই তারপর আমি নেট এ খোজ নিতে থাকলাম
কিন্তু কোনো উপাই খুজে পেলাম না তারপর নিজেই একটা টিপস বার করলাম এবং সফল হলাম তারপর আপনাদের জন্য ভিডিও বানালাম

চলুন শুরু করা জাক

ফিনফিনে পাতলা শরীর কারোই কাম্য নয়। দেখতেও মানানসই নয়। বেশী মোটা কিংবা শুকনা কোনোটাই ভাল নয়; মাঝামাঝি থাকাটাই মঙ্গলময়। স্বাস্থ্য প্রকৃতিগত ভাবে পাওয়া। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে ইচ্ছেমত সবাই শরীরটাকে বদলে দিত, তবে হ্যা চর্চার মাধ্যমে সব অসম্ভবকে সম্ভব করা যায়।নিয়মিত অনুশীলন, চেষ্টা ধৈর্য আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করবে। যারা খুব শুকনা তারা মোটা হওয়ার উপায়গুলো জেনে

নিন। যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। একটা নিদিষ্ট সময় ধরে খাবেন। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। সকালে প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারেন। হ্যাম বার্গার, ভাজা খাবার, চিকেন ব্রেস্ট খেলেও ক্ষতি নেই। সফ্ট ড্রিংকস্ এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়। এতে হাই-ইন্সুলিন থাকে। ইন্সুলিন হরমোন তৈরি করে। যার সাহায্যে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জমে। যখন ফ্যাটি ফুডস্ খাবেন তখন পানি পান করুন; সফ্ট ড্রিংকস্ নয়। এমনকি ডায়েট সফ্ট ড্রিংকস্ও নয়। এটা খেলে আপনি ফ্যাটি ফুড খেতে পারবেন না। এনার্জি ফুড খেলেও আপনি মোটা হবেন। শরীরে যদি এনার্জি ফুড না থাকে তাহলে শরীরে শক্তিই থাকে না মোটা হওয়া তো দূরের কথা। আপনি কখনো ব্যাটারিতে ল্যাপটপ কম্পিউটার চালাতে পারবেন না যদি প্লাগ না দেন। শরীরও তার ব্যতিক্রম নয়। টেনশনমুক্ত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম
করলে ক্ষুধা বেড়ে যায় টেনশন দূরে করে। প্রচুর ফল খান। ফল পুষ্টিকর খাবার এতে প্রচুর ক্যালরি পাওয়া যায়। প্রতিদিন ফল এবং ফলের রস খান। ফলের তৈরি বিভিন্ন সিরাপ, কুবিথ, গাম,
জ্যাম, জ্যালি খান এতে ফ্যাট আছে যা আপনার
স্বাস্থ্য মোটা করবে। এ্যালকোহল পান করলে শরীর মোটা হয়। এটা আপনার মাংশপেশীতে হরমোন তৈরি করে। এ্যালকোহলে প্রচুর ক্যালরি পাওয়া যায়। রাতে তাড়াতাড়ি খাবার সেরে ঘুমিয়ে পড়ুন। ( তবে মনে রাখবেন ইসলামের বিধি বিধান অনুসারে এ্যালকোহল পান করা ঠিক নয় । এটা করা পাপ। আপনি খুব দ্রুত মোটা হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এত দ্রুত মোটা হওয়া সম্ভব।

যারা হাজার চেষ্টা করেও মোটা হতে পাচ্ছেন না
যাদের যাদের মোটা হওয়ার শখ আছে
তারা আমার ভিডিও টা দেখে মোটা হয়ে যান ১০০% মোটা হবেন

মোটা হওয়ার সহজ উপায় আমার দেখা bangla Motivational video

যাইহোক অনেক সময় নষ্ট করলাম আশা করি অল্প কিছু হলেও শিখাতে বা জানাতে সক্ষম হয়েছি।
দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।
আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন।

আসা করি সবাই এই টিউটোরিয়াল টা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবে না।
বুঝতে কনো পবলেম হলে নিচে comment করুন
আশা করি বুঝতে পারবেন।ধন্যবাদ সবাইকে

18 thoughts on "মোটা হওয়ার সহজ উপায় আমার দেখা পোস্ট টা পরলে আপনি মোটা হতে পারবেন ১০০%"

  1. Ex Programmer Contributor says:
    আপনি মোটা দেখে সবাইকে মোটা বানাতে চান
    ?LOL!?একেবারে লেজকাটা শিয়েলের গল্পর মতো।
  2. WapmasterArif Contributor says:
    এলকোহলটা কী?
  3. AMBITIOUS Contributor says:
    কাজের পোস্ট..
    1. AMBITIOUS Contributor says:
      ঠিক
  4. Alim Khan Author says:
    rana bro আমার পোস্টগুলো plz রিভিউ করেন,
    আমি কারো পোস্ট কপি করি না,
    কপি করা আমি hate করি,
    আমি ৪টা মতো পোষ্ট করসি একটাও কপি না, পোস্ট গুলো আপনার ভালো লাগলে তবেই আমাকে tunner করুন,,
    ইনশাআল্লাহ tunner হওয়ার সুযগ দিলে নিওমিত মানসম্মত পোস্ট করার চেষ্টা করবো
    1. MJ Mehedi Hasan Contributor says:
      ????????
  5. HD Mohan Contributor says:
    ভাই চিকন হওয়ার বুদি দাও
    1. HD Mohan Contributor says:
      thanks
  6. Biplop420 Contributor says:
    try korbo
  7. AnDroid Author says:
    Tnx vai…..Amar jonno onk kajer
    1. aminulhaqueshahin87 Contributor says:
      সফট ড্রিংকস কখন খাব ও কোথায় পাব
  8. Fc Shiyam Contributor says:
    vai gym korle ki asole chikon houa jay …..ar kotodin lagte pare chikon hote…?
  9. nayem1994 Contributor says:
    ধন্যবাদ ভাই….
  10. @ishan Subscriber says:
    আমি মিডিয়াম আছি”মোটা মানুষদের অনেক ঝামেলা”কোনো কাজ করতে বললে অন্যজনকে করতে বলে”একটু কাজ করলেই পুরা শরীর ঘামে গোসল করে”চ্যাংটা গনধ তো থাকেই সবসময়”যেকোনো জায়গায় গেলে মানুষ দাম দেয় না সবাই এড়িয়ে যায় আরোো কত কি
  11. aminulhaqueshahin87 Contributor says:
    সফ্ট ড্রিংকস কখন খাব এটি কোথায় পাব
    1. Abdul Mukit Contributor says:
      Soft drinks হচ্ছে পরিষ্কার পানীয়।
    2. Abdul Mukit Contributor says:
      Soft drinks হচ্ছে বিশুদ্ধ ও পরিষ্কার পানীয়।

Leave a Reply