একটি শব্দহীন আর্তনাদ

…… নাঈম অভ্র ……

আহ্!
কণ্ঠনালী থেকে নিঃসৃত
একটি নিষ্পাপ ধ্বনি।

.
আচ্ছা!
এটি কি কেবলই একটি শব্দ?
কর্কশ কিছু আওয়াজ!
কিংবা মুখ নিঃসৃত বাণী!

.
নাকি
একটি হৃদয়ের আর্তনাদ!

না পাওয়ার কিছু ব্যাকুলতা।
কিংবা একটুখানি বাঁচার আকুতি!

.
আহ্!
যেনো হৃদয় চূর্ণ হওয়া শব্দ,
কিছু না বলা অভিব্যক্তি!
যেনো ঝরে পড়া শুকনো পাতার
কিছু ঝরে যাওয়া স্মৃতি!

.
শোনো,
একটু চোখ বুজো
একটা দীর্ঘ শ্বাস নাও
একটু অনুভব করো গভীর থেকে!

.
দেখো,
শব্দটি দু’বর্ণের
অথচ কত ভারী, কত গহীন!
যেনো ওতে চাপা পরে আছে

না বলা কত সহস্র শব্দ!
লুকিয়ে থাকা কিছু শব্দহীন আর্তনাদ!!
.
রচনাকাল (১৫.১০.১৭)
© অভ্র

প্রথমে প্রকাশিত আমার ফেসবুক প্রোফাইলে

Leave a Reply