নিঃসঙ্গতা
…..নাঈম অভ্র……
আমি নেই আর সেই আগের মতন,
একাকিত্বের গ্রাসে হঠাৎ ছন্দপতন।
নিঃসঙ্গতা আমার নিত্যসঙ্গী,
ব্যর্থতাও পিছু লেগে আছে শুশুকের মতো।
মনটাও নেই আগের মত উৎফুল্ল,
নেই উৎসাহও।
হারিয়ে ফেলেছি যেন জীবনের গতিটাও।
……..
গ্রামের সেই হাসিখুশি ছেলেটা,
যেন সত্যিই আজ হয়েগেছে আলাদা।
.
রচনাকাল (৩০.৬.১৫)
© অভ্র
প্রথমে প্রকাশিত আমার ফেসবুক প্রোফাইলে