আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন , আশা করি ভালোই আছেন । কারন ট্রিকবিডির সাথে যারা থাকে তারা সবসময় ভালো থাকে।

সবার আগে আপনাদের আমি একটাই কথা বলতে চাই তা হলোঃ আমার এই পুরো পোষ্টটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন।

আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলেদেশী একটি এপ্স, যার মধ্যে আপনারা সকল প্রকার ঔষধ সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। এই পৃথিবীতে বাংলাদেশ ঔষধ তৈরি ও রপ্তানি এই দুটি দিকেই ভালো ভাবে এগিয়ে আছে। তাই এদেশের এক এপ্স ডেবেলোপাররা এই এপ্স টি বানিয়েছে আমারদের উপকারের জন্য ।সেই এপ্স ডেবেলোপার কম্পানির নাম হলো IT medicus
এই এপ্স আপনারা অনেক প্রকার ডাক্তারির বিষয়ে ধারনা পাবেন। নানা ঔষধের নাম জানতে পারবেন। সেটা খেলে কী কাজ করে তাও জানতে পারবেন। এক কথায় এপ্সটি আমাদের জীবনের চলার পথে অনেক কাজে লাগে থাকবে।

যা যা থাকছে এই এপ্সটিতেঃ
১. ঔষধ নির্দেশিকাঃ বাংলা বা ইংরেজিতে একটি ক্লিকে ঔষধের বিস্তারিত তথ্য খুঁজে বের করতে পারবেন।
২. ঔষধ খাওয়ার অ্যালার্মঃ আর কখনো ভুলতে হবে ঔষধ খাওয়ার সময়।
৩. কোন ডাক্তার দেখাবেনঃ রোগের লক্ষণ অনুসারে ডাক্তার খুঁজে পেতে সাহায্য করতে।
৪. চেম্বারের বিস্তারিত তথ্যঃ আপনার এলাকার বিশেষজ্ঞ ডাক্তার ও তার চেম্বারের সকল তথ্য যানতে পারবেন।
৫. স্বাথ্য পরামর্শঃ সুস্থ জীবনধরার জন্য দৈনন্দিন ও বিশেষ স্বাস্থ্য সচেতনামূলক তথ্য পাবেন এখানে।
৬. ঔষধের মূল্য ক্যালকুলেটরঃ দৈনিক,সাপ্তাহিক বা মাসিক বিভিন্ন ঔষধের ব্যায় খুব সহজেই নিরূপন করতে পারবেন এই ক্যালকুলেটরের সাহায্য।

বৈশিষ্ট্য সমুহঃ

– নির্দিষ্ট সময় ঔষধ খাওয়ার এলার্ম
– বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সকল ঔষধের তালিকা
– ঔষধ নির্দেশিকা যেখানে রয়েছে ঔষধের বিস্তারিত তথ্য
– শারীরিক লক্ষণের ভিত্তিতে সম্ভাব্য বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা
– নিজের এলাকার বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারের বিস্তারিত তথ্য ও সাথে সাথে ফোন করে এপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা
– ক্যালকুলেটরের সাহায্যে ঔষধের সাপ্তাহিক, মাসিক মূল্য নির্ধারণ
– চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এ্যাম্বুলেন্স, ফার্মেসী, ব্লাড ব্যাংক ইত্যাদির ডিরেক্টরি যাতে রয়েছে সহজ ও বিশেষায়িত সার্চ অপশান

– সুস্থ জীবন ধারার জন্য দৈনন্দিন ও বিশেষ স্বাস্থ্য সচেতনতামুলক তথ্য যেমন খাদ্য ও পুষ্টি, ব্যায়াম, রোগ ব্যাধি, মা ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি
– প্রয়োজনীয় বিভিন্ন ক্যালকুলেটর, খাদ্য, টীকা ও আদর্শ ওজনের তালিকা
– খুব সহজেই আপনার পকেটে পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিশাল তথ্য ভাণ্ডার ।

App Details

name : patient aid
size : 18.7 MB
version :1.5
Download Link : ↓↓↓


[Apkpure link]

Patient Aid (পেশেন্ট এইড) বাংলাদেশের প্রথম, পূর্ণাঙ্গ অফলাইন, স্বাস্থ্যসেবামুলক এন্ড্রোয়েড মোবাইল অ্যাপ । অ্যাপটিতে রয়েছে বাংলা ও ইংরেজিতে সাধারণ জনগণের জন্য বিশ্বস্ত, নির্ভুল এবং সর্বশেষ বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির সকল ঔষধের তালিকা ও নির্দেশিকা, স্বাস্থ্যসেবামুলক টিপস ও বিভিন্ন রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ ব্যাবস্থা এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বৃহত্তম তথ্য ভাণ্ডার ।

কিছু স্কিনসট দেখে নিন।

.

.

.

.

.

.

.

.

……

এটি আপনাদের অনেক কাজে লাগবে আশা করি। সকল প্রকার Health tips সহজেই পেয়ে যাবেন। আর এপ্সটি অফলাইন ও অনলাই দুই উপায়েই ব্যবহার করতে পারবেন।
আজকের মতো এ পর্যন্তই পরবর্তী পোষ্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন। পুরো পোষ্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

আমার নতুন channel টি সবাই subscribe করে আমার উপকার করুন।

23 thoughts on "[Hot Post] এখন জরুলি সময়ে ডাক্তারের কাজ আপনি নিজেই করুন , একটি এপ্সের মাধ্যমে (সবাই দেখুন)"

  1. Ferdous Ahmed Author says:
    শুরুটা নিজে করলেন আর শেষ করলেন কপি পেস্ট দিয়ে!!https://free.facebook.com/search/?refid=7&search=Search&search_source=top_nav&query=পেশেন্ট+এইড
    1. ɪғᴛᴇᴋʜᴀʀ ʀᴀʜɪ Contributor says:
      ঠিকই আছে। অ্যাপসটার বৈশিষ্ট কি বানাই লিখবে নাকি?!
      #সুন্দর_পোষ্ট।
    2. Mostak Ahmed Author Post Creator says:
      ɪғᴛᴇᴋʜᴀʀ ʀᴀʜɪ আপনাকে ধন্যবাদ
    3. Mostak Ahmed Author Post Creator says:
      না , এটি এপ্সের অফিশিয়াল description box থেকে নেওয়া ।
      আপনি যেই লিংক দিছেন সেটা নয়।
    4. Mostak Ahmed Author Post Creator says:
      না , এটি এপ্সের অফিশিয়াল description box
      থেকে নেওয়া ।
      আপনি যেই লিংক দিছেন সেটা নয়।
  2. Md Jahid Contributor says:
    খুব খুব এবং খুবই উপকারী এপ্স…
    1. Mostak Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ভালো কমেন্ট এর জন্য
    1. Mostak Ahmed Author Post Creator says:
      Thanks
  3. Trickbd Support Moderator says:
    সাজানো সুন্দর হয়েছে।
    তবে কপি পেস্ট যথাসম্ভব পরিহার করবেন।
    1. Mostak Ahmed Author Post Creator says:
      ঠিকাছে, এর পর থেকে তাই
      করব
      মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
  4. rajudhunatbogra Author says:
    খুব ভালো হলো।সবারই কাজে আসবে।
  5. Hacker Boy Contributor says:
    এপ্সটি অনেক কাজে লাগবে।
    1. Mostak Ahmed Author Post Creator says:
      মতামতের জন্য ধন্যবাদ
  6. Ahmed SahriaR Contributor says:
    বানানে অতিরিক্ত ভুল দেখা যাচ্ছে।
    সব গ্রাম্য ভাষা
    1. Mostak Ahmed Author Post Creator says:
      গ্রামে থেকে কী শহরের ভাষা লেখবো নাকি?
      আর যেভাবে বলছেন , তা শুনে মনে হচ্ছে না জানি কত বানান ভুল হয়েছে। অন্য অথরদের দেখেন তো তারা সবাই কী খুব শুদ্ধ লিখেছে?
  7. MD Alamin hossen Contributor says:
    vai online naki offline?
    1. Mostak Ahmed Author Post Creator says:
      online & offline এই দুইবাবেই এটা চালানো যায়।
  8. limon Contributor says:
    100% offline ? naki net connection lage?
    1. Mostak Ahmed Author Post Creator says:
      জ্বি ভাই ১০০% অফলাইন। তবে ২-১ টা ক্ষেত্রে online এর ব্যবহার করতে হয়। যদি প্রয়োজন না মনে করেন তাহলে দরকার নেই ।
      অফলাইনে আপনি বেশির ভাগ জিসিন দেখতে পাবেন।
  9. Md Shohug✅ Contributor says:
    অসাধারন
    1. Mostak Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ
  10. Ratulcb Contributor says:
    Important post.Good app.

Leave a Reply