***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যেখান থেকে নতুন ইংরেজি/কোরিয়ান/হিন্দি মুভিগুলো ডাউনলোড করতে পারবেন গুগল ড্রাইভের মাধ্যমে।
যারা জানেননা তাদের জন্য এই পোষ্টটি।
অন্যান্য ডাউনলোড সাইটগুলো যেমন : Indishare, BDupload, 9Xupload etc. সাইটগুলোর ডাউনলোড স্পিড সর্বোচ্চ ৫০০/৬০০ কেবি।
কিন্তু গুগল ড্রাইভের স্পিড হল ১/২ এম্বিপিএস+
তাই আমি আপনাদেরকে গুগল ড্রাইভটাই সাজেস্ট করবো।
প্রথমত আপনাদেরকে সাইটের সাথে পরিচয় করিয়ে দিই। সাইটের নাম Pahe.in। আমার পছন্দের অন্যতম সাইট। এই সাইটে নতুন মুভি রিলিজের সাথে সাথেই আসে। আর তাদের মুভিগুলো তারা নিজে ইনকোড করে। তাদের ইনকোড মোটেও খারাপ নয়। তাদের সাইটে আপনারা শুধু ইংরেজি ( Hollywood) এবং কোরিয়ান (Korean) মুভিগুলোই পাবেন। সাথে হিন্দি মুভি তো থাকছেই। সাইটে প্রতি মিনিটে ৪০০+ লাইভ চ্যাট হয়। তাহলে বুঝুন এর দৌড় কতদূর। নিচে কিছু স্ক্রিনশট।




এবার যেভাবে ডাউনলোড করবেন,
এই লিংকে ক্লিক করুন Pahe.in
আপনার মুভি সিলেক্ট করুন

এখানে মুভির বিবরণ পাবেন। ডাউনলোডের জন্য নিচে স্ক্রল করুন।

এবার গুগল ড্রাইভের লিংকের জন্য আপনার কোয়ালিটি পছন্দ করে GD এ ক্লিক করুন। SS দেখুন।

তারপর স্ক্রিনশট এর মতো কাজ করুন










মনে হয় স্পিড প্রুফ লাগবেনা। কারণ যারা গুগল ড্রাইভ সম্পর্কে জানেন তারা অবশ্যই জানবেন তাদের স্পিডের ব্যাপারে।
পরবর্তীতে মুভি ইনকোড এবং প্রিন্ট / রিপ নিয়ে আলোচনা করবো।
পুরো পোষ্টটি আমার হাতে লেখা। কোথাও থেকে কপি করা নয়।
আজ এ পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
প্রয়োজনে ম্যাসেঞ্জারে আমি

4 thoughts on "এবার সকল মুভি/টিভি সিরিজ ডাউনলোড করুন গুগল ড্রাইভের মাধ্যমে, Pahe.in থেকে যেভাবে ডাউনলোড করবেন"

  1. Shawon24 Contributor says:
    vai ata ki drive e save hobe naki memory te download hobe?
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      ভাইয়া, এটা আপনার ড্রাইভেও সেভ থাকবে। সাথে আপনি সরাসরি ডাউনলোড করে মেমোরিতেও সেভ করতে পারবেন।
  2. Sunil0.0.1 Contributor says:
    awosome post.???
    1. Razibul Hasan Badhon Author Post Creator says:
      ধন্যবাদ, ভাইয়া।

Leave a Reply