আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

কিছু কথা
এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ভিডিও ভিডিও ইডিট করে পারবেন।তাছাড়া ডাউনলোড করলেই বুজতে পারবেন অ্যাপটা কেমন।তাই আমি আপনাদের সুবিধার্থে সুন্দর করে রিভিউ দিয়েছি।কেউ বলতে পারেন ভাই পোস্টটা করা হয়েছে। তাহলে সেই পোস্ট শুধুমাত্র ডাউনলোডের লিঙ্ক দেয়া আছে বাট কিছু দেয়া নাই।তাছাড়া যেটা দেওয়া আছে সেটাতে সেরকম ফিচার নেই।পোস্টটি দেখলেই বুঝতে পারবেন [দেখুন]।আমি আপনাদের সুন্দর ভাবে বুঝিয়েছি সম্পূর্ণ পোস্টটা পড়লেই বুজতে পারবেন।

অ্যাপটার বিবরণঃ

নামঃAndroVid pro

সাইজঃ17.76 MB

কাজঃভিডিও ইডিটিং।

ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)

দেখে নিন রিভিউ ও কিভাবে করবেন

Trim
Trim অর্থ কাটা। এক্ষেএে ভিডিও অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে হয়।তাছাড়া. gif ফটো তৈরী করতে পারবেন।

প্রথমে Trim এ ক্লিক করুন।

আপনি যে ভিডিওটা কাটতে চান সেটাতে ক্লিক করুন।

আপনার ইচ্ছামত কাটার পর ডানদিকের তিনটা ডট এ ক্লিক করুন।এখানে convert লেখা আছে ঐখানে ক্লিক করুন।

Resolution এ ইচ্ছামতো দিন।Format 3gp ও Quality Medium দিলে এমবির সাইজটা কম হয়।আপনি ইচ্ছামত দিতে পারেন।


দেখুন Convert শুরু হয়ে গেছে।

Merge
Merge অর্থ যোগ করা।এটার সাহায্যে আপনি অনেকগুলো ভিডিও কে অ্যাড করতে পারবেন।ফলে দুই জায়গার ভিডিও একজায়গায় Add করতে পারবেন Movie এর মতো।

প্রথমে Merge তে ক্লিক করুন।

আপনার পছন্দ মতো ভিডিও সিলেক্ট করেন।

যইটা অ্যাড করতে চান তার পাশের (+) আইকনে ক্লিক করুন।

টিক চিন্হতে ক্লিক করে আপনার ভিডিও তৈরী করে নিন।

Add Music
এটার মাধ্যমে আপনি একটি ভিডিও গানের ভয়েস অফ করে অন্য একটি গান সেট করতে পারবেন।ধরুন,,একটি ভিডিও দেখতে ভালো লাগছে কিন্তু ভয়েস টা ভালো না,, তখন আপনি অন্য একটি গান ভিডিও টি দিয়ে শুনতে পারবেন।

প্রথমে Add Music এ ক্লিক করুন।

তারপর আপনার পছন্দের গানটি সিলেক্ট করে নিয়ে আসুন।

টিক চিন্হতে ক্লিক করে আপনার ভিডিও তৈরী করে নিন

Add Text
একটি ভিডিও তে খুব সহজেই আপনি আপনার নাম,ওয়েব সাইটের নাম,বা অন্য কোনো কিছুরির Text লেখতে পারবেন।ফলে আপনারর পরিচিতি বাড়তে সাহায্য করবে।Youtube কেউ ভিডিও কপি করতে পারবেনা।ফলে একদিক দিয়ে এটা দারুন একটা ফিচার।

প্রথমে Add text এ ক্লিক করুন।

কলমের মতো আইকন টাতে ক্লিক করুন।

ইচ্ছামতো বানিয়ে নিন।

টিক চিন্হতে ক্লিক করে আপনার ভিডিও তৈরী করে নিন।

Convert
Convert মানে পরিবর্তন করা।Converting এর মাধ্যমে একটি ভিডিও কে খুব কম এমবি তে পরিণত করা যায়।আমরা আমাদের ফোন ক্যামেরা দিয়ে যখন কোনো কিছু ভিডিও করি তখন তা 500-600 এমবি হয়ে যায়।কিন্তু এটি ব্যবহার করে আপনি মাএ 20 এমবি তে নিয়ে আসতে পারবেন কিন্তু ফরমেট অতটা খারাপ হবে না।

প্রথমে Convert এ ক্লিক করুন।

আপনার পছন্দের ফিচার গুলো সিলেক্ট করে টিক চিন্হতে ক্লিক করে আপনার ভিডিও তৈরী করে নিন।

Effects
সাধারণত ভিডিও কে আকর্ষনীয় করে তুলার জন্য ভিডিওতে Effects ব্যবহার করা হয়।ফলে ভিডিও টি সবার কাছে আকর্ষনীয় হয়ে উঠে।নানা ধরনের Effects আছে এই অ্যাপটিতে।
প্রথমে Effects এ ক্লিক করুন।


টিক চিন্হতে ক্লিক করে আপনার ভিডিও তৈরী করে নিন।

আরো চমক
তাছাড়া অ্যাপ টিতে আরো পাচ্ছেন Reverse,Frame Grab,shooter,Tool box সহ অনেকগুলো অসাধারন Effects।তাই দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

29 thoughts on "[Hot]খুব সুন্দরভাবে ভিডিও Edit,Convert,অসাধারণ Effect,ভিডিও Add,ভিডিওতে Text,Video cut করুন–।প্রিমিয়াম ভার্সনসহ সব ফিচার আনলক।।"

  1. RiFen Ahmedz Author says:
    নাইস অ্যাপ ব্রুহ
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  2. learner Contributor says:
    অসাধারন
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  3. MD Mizanur Author says:
    ভালো পোষ্ট
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  4. Example BD Contributor says:
    ভাই app নিয়ে অনেক post আছে
    1. Md. Mahfuz Author Post Creator says:
      শুধু ডাউনলোড লিঙ্ক দেয়া আছে।একটা স্কিনসর্ট নাই।পুরো ফুল টিউটোরিয়াল লিখেছি।যা পোস্টের শুরুতে বলে দিয়েছি।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  5. বন্ধু Contributor says:
    Tutorial deyar jonno thanks…
    1. Md. Mahfuz Author Post Creator says:
      wlc
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Tarek Hasan Contributor says:
      ✌✌✌
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thx bro
  6. Biplop Contributor says:
    অসাধারণ ভাই।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thx
  7. muhammad shuvo Contributor says:
    nice but subtitle video fixed text edit ke kora jabe
    1. Md. Mahfuz Author Post Creator says:
      jete pare onek options ache try koren
    2. Md. Mahfuz Author Post Creator says:
      যেকোন কোনার অংশ কাটা যাবে।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thx
  8. tawfiquebd Contributor says:
    Dhonnobad post ti korar jonno.
    1. Md. Mahfuz Author Post Creator says:
      wlc
  9. muhammad shuvo Contributor says:
    ok try kore daki

Leave a Reply