কথা না বাড়িয়ে সোজা সুজি কাজের কথা বলি।

চেতন বা অবচেতন মনে রান্না কিংবা যে কোনোভাবেই আপনি আগুনে দগ্ধ হতে পারেন।

কিন্তু আগুনে শরীরের কোনো অংশ পুড়ে গেলে কী করা উচিত তা জানেন না অনেকেই।
আগুনে শরীরের কোনো অংশ পুড়ে গেলে ক্ষতের সৃষ্টি হয়। শরীরের পুড়ে যাওয়া অংশ দেহের সৌন্দর্য নষ্ট করে।
তবে আগুনে পুড়ে গেলে কী করতে হবে তা যদি আপনার জানা থাকে, তবে ক্ষত স্থানের যত্ন নিতে পারবেন নিজেই।

শরীরের কোনো অংশ পুড়ে গেলে যে পরিমাণ জ্বালাপোড়া সহ্য করতে হয়, সেটি অনেক কষ্টের।
তাই তাৎক্ষণিক জ্বালাপোড়া কমানোর জন্য শিখে নিন কিছু ঘরোয়া উপায়।

ঠাণ্ডা পানি  শরীরের কোনো অংশ পুড়ে গেলে সেখানে খুব ভালো করে ঠাণ্ডা পানি ঢালুন। মনে রাখবেন- কখনই বরফ ঘষা যাবে না।

অ্যালোভেরা পুড়ে যাওয়া স্থানে অ্যালোভেরার জল লাগান। জ্বালাপোড়া কমে যাবে এবং ঠাণ্ডা অনুভব হবে।
অ্যালোভেরার রস ক্ষত শুকাতে অসাধারণ কাজ করে।

দই ক্ষতের  জ্বালাপোড়া কমাতে দই বা কাঁচাদুধ বিশেষভাবে কাজ করে।পুড়ে যাওয়া অংশে ৩০-৪০ মিনিট দই দিয়ে রাখুন।
এতে জ্বালাপোড়া তো কমবেই, ফোসকা পড়বে না।

মধু পুড়ে  যাওয়ার অংশে মধু লাগাতে পারলে জ্বালাপোড়া অনেক কমে যাবে। সঙ্গে পোড়া দাগও হওয়ার সম্ভাবনা কমে যাবে।

টুথপেস্ট  টুথপেস্ট শুধু দাঁত মাজার ক্ষেত্রেই ব্যবহার হয় না। পুড়ে যাওয়া স্থানে টুথপেস্ট লাগালে উপকার পাবেন শতভাগ।
কলার খোসা কলার খোসা জ্বালাপোড়া কমাতে খুবই উপকারী। পুড়ে যাওয়া স্থানে কলার খোসা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।

সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

ধন্যবাদ সবাইকে আর সময় থাকলে আমাদের ছোট্ট সাইটে একটু ঘুরে আসবেন।

See Our Site: Click Here

11 thoughts on "আপনার শরীরে যেকোন জায়গা পুড়ে গেলে জ্বালাপোড়া কমাতে যা করবেন"

    1. Avatar photo Dibbo Author Post Creator says:
      Thanks
  1. Avatar photo Skp2 Contributor says:
    Valo post,,ডিম ও পুইশাঁকের পাতাও অনেক উপকারী,,,
  2. Avatar photo Rakibul Islam Shakib Author says:
    ডিম,আখেঁর রস,কলাগাছের রস ইত্যাদিও উপকারী।
  3. Avatar photo Neymar Jr Contributor says:
    ভালো লাগলো বাট কপির যথেষ্ট প্রমান রয়ে গেছে।
    1. Avatar photo Dibbo Author Post Creator says:
      vai copy holeo post ti onek proyojon tai korechi. apnar valo na lagle avoid korte paren.
  4. Avatar photo Mahdi Hasan Contributor says:
    Thanks for your sharing.
    1. Avatar photo Dibbo Author Post Creator says:
      Welcome bro
  5. Avatar photo YASIR-YCS Author says:
    ভাল লাগল

Leave a Reply