সকলে কেমন আছেন,

আশা রাখি ভালো আছেন,

কোন বিষয়ে কিছু জানার অথবা খুঁজার প্রয়োজন পড়লেই সবার আগে আমাদের মনে পরে সার্চ জায়েন্ট গুগলের কথা।

এমন কোন জিনিস নেই যা নিয়ে জানতে চাইলে গুগলের কাছে উত্তর পাওয়া যাবে না। গান ডাউনলোড থেকে শুরু করে গান তৈরি করা পর্যন্ত কি নেই গুগলে।

তবে এই গুগল সার্চ ইঞ্জিন কেবল তথ্য খোঁজার জন্যই নয়, গুগলের আরো অনেক গুলো দারুণ ফিচারস রয়েছে।

সেই সব ফিচারস গুগল তৈরি করেছে ব্যবহার কারীদের কথা মথায় রেখেই।

তাহলে চলুন দেখে নেওয়া যাক এমন কিছু ফিচারস যা আপনার দৈনন্দিন কাজকে করবে সহজ।

ক্যালকুলেটর:

কোন হিসাব করতে ক্যালকুলেটর এর জুরিমেলা ভার। এই ক্যালকুলেটর দিয়ে যে কোন বড় বড় হিসাব করে ফেলা যায় মুহুর্তের মধ্যে।

আপনি গুগলে “calculator” লিখে সার্চ করলেই চলে আসবে চমৎকার একটি ক্যালকুলেটর।

স্টপ ওয়াচ:

বন্ধুদেন মধ্যে দৌড় প্রতিযোগিতা হোক অথবা রুবিক্স কিউব মেলানোর সময় কাউন্ট করতে স্টপ ওয়াচ দরকার হবেই।

আর এই স্টপ ওয়াচ আপনি গুগল সার্চ ব্যবহার করে ব্যবহার করতে পারেন।

গুগলে গিয়ে “stop watch” লিখে সার্চ করুন তাহলেই পেয়ে যাবেন। এবং “timer” সার্চ করলেও স্টপওয়াচ এবং টাইমার ব্যবহার করা যাবে গুগল থেকেই।

কনভার্টার:

ওজন পরিমাপে বাংলাদেশ সহ পৃথিবীর সিংহভাগ দেশে মেট্রিক সিস্টেম ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা KG তে পরিমাপ করি ওজন।

তবে যুক্তরাষ্ট্রে কিন্তু ব্যবহৃত হয় Pound। এই কেজি এবং পাউন্ড, সেলসিয়াস এবং ফারেনহাইট, ফিট এবং মিটার ইত্যাদি পরিমাপে আমরা প্রায়ই সমস্যায় পড়ে যাই।

তবে চিন্তার কিছু নেই, চট করে গুগল করলেই কেল্লা ফতে, মানে আপনার সমস্যার সমাধান!!!

যেমন: যদি কেউ জানতে চাই ৭১ কেজিকে পাউন্ডে কনভার্ট করলে কতো হবে?

তাহলে “71kg in pound” লিখে গুগল সার্চ করলেই চলে আসবে উত্তর।

এভাবে যে কোন কিছু কনভার্ট করতে চাইলে গুগলেই মিলবে সমাধান!

আশা করি নতুন কিছু দিতে পেরেছি আপনাদের। যদি পোষ্টি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন।

ধন্যবাদ

21 thoughts on "গুগল সার্চ ব্যবহার করেই সেরে ফেলুন চমৎকার কিছু কাজ। (বিস্তারিত ভিতরে)"

  1. রিয়াদ Author says:
    ইটস নো প্রব্লেম। আচ্চা আমি যদি ট্রেইনার রিকুয়েস্ট না দেই। তবে কি আমার কোন ভাল পোস্ট পাবলিশ করার কোন সম্ভাবনা আছে কি??
    নাকি পেন্ডিং এ সব পড়ে রইবে
    1. Êdùçãté ßøy (Sōjîß) Contributor says:
      আপনার পোষ্ট ভালো হলে এবং এডমিন দের চোখে পড়লে এমনিই পাবলিস করে দিবে
    2. SajibDas Author Post Creator says:
      হুমম,,ভালো হলে অবশ্যই পাবলিশ করবে।
  2. Labib Author says:
    আরো দেয়া যেত। আর আমারও’ত সেইম একটি পোষ্ট আছে।
    তবে নিজে থেকে লেখলে ভালো।
    1. SajibDas Author Post Creator says:
      ভাই সম্পূর্ন পোষ্ট নিজের লেখা,,, ধন্যবাদ।
    2. SajibDas Author Post Creator says:
      আর আপনার পোষ্ট আর এই পোষ্ট সম্পূর্ন ভিন্ন।
    3. Labib Author says:
      ok ?
    1. SajibDas Author Post Creator says:
    1. SajibDas Author Post Creator says:
      ♥♥
  3. Faisal Ahmed Rifen Author says:
    জানা জিনিষ সব। বাট থ্যানক্স ফর পোস্ট
    1. SajibDas Author Post Creator says:
      হুমম,,হয়ত আপনার কাছে জানা,,,
      বাট অনেকের কাছেই অজানা,
      ধন্যবাদ।
  4. Nashurollah Contributor says:
    নিশ্চয়ই দারুন…ধন্যবাদ
    1. SajibDas Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।
    1. SajibDas Author Post Creator says:
      ♥♥
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ
  5. Rjmister24 Subscriber says:
    আমার Gmail account ডিলেট হয়ে গেছে, রিকোভার করতে কেউ সাহায্য করুন?
    1. SajibDas Author Post Creator says:
      fb তে যোগাযোগ করুন ব্রো।

Leave a Reply