সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
## আপনারা যারা আমার মত প্রকৃতিকে ভালবাসেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাধের স্মার্টফোনের সাহায্যে তাদের জন্য শেয়ার করছি একটি অসাধারণ লাইভ ওয়ালপেপার Beach Wave Live Wallpaper

## আপনার ফোনের হোম স্ক্রিনের শোভা বর্ধনকারী এই Beach wave Live Wallpaper টি আপনাকে নিয়ে যাবে সমুদ্র সৈকতে। শুধু তাই নয়, আপনাকে শ্রবণ করাবে বাতাসের শো শো গর্জন, পাখির কিচির-মিচির কলকাকলি। এক কথায় সমুদ্র সৈকতকে নিয়ে আসবে আপনার হাতের নাগালে। মনকে চাঙ্গা করতে প্রাকৃতিক ছোয়ার বিকল্প আর কী হতে পারে! তো চলুন শুরু করা যাক।

ওয়ালপেপার রিভিউ

## HD কোয়ালিটি ভিডিও ব্যবহার করা হয়েছে এই অ্যাপটিতে যা Potrait এবং Landscape উভয় মোডে কার্যকরী। সমুদ্রতীরে আছড়ে পড়া ঢেউ, সূর্যকিরণে চিক-চিক করা বালুকণা দেখতে খুবই সুন্দর ও প্রাণবন্ত লাগে।
## Realistic সাউন্ড ব্যবস্থা যা অ্যাপটিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। তিন ধরণের সাউন্ড ব্যবস্থা রয়েছে যথা- waves, waves & birds, waves, birds & seagulls.

## আপনি চাইলে সাউন্ড ভলিউম কম-বেশি বা বন্ধ করে দিতে পারবেন।

## আপনি ইচ্ছামত ওয়ালপেপারের Brightness, Contrast, Saturation পরিবর্তন করতে পারবেন

## আপনি চাইলে ওয়ালপেপারে বিভিন্ন এফেক্ট দিতে পারবেন যেমন- Specia, Grayscale বা Night vision

## এমনকি আপনি চাইলে দিনের সময় পরিবর্তনের সাথে মিল রেখে ওয়ালপেপারের এফেক্ট পরিবর্তন হবে এমন সেটিংও করতে পারবেন

নিচের স্ক্রিনশটগুলো দেখুন





## আপনি চাইলে সেটিং থেকে ওয়ালপেপারের Theme পরিবর্তন করতেও পারবেন

## ওয়ালপেপারটি বেশি Ram খরচ করে না তবে ইনস্টল করে সেট করার পর অনেক Ram ব্যবহার করছে এটা শো করবে। ভয়ের কিছু নাই। আস্তে আস্তে Ram খরচ একদমই কমে যাবে। আমার ফোনে প্রথমে ১৬৩ mb Ram ব্যবহার করছিল। এরপর আস্তে আস্তে ১১২ mb তারপর ৮০ mb তারপর ৫০ mb গতকাল দেখি ২৭ mb আর আজ যখন পোস্ট লিখছি তখন দেখি মাত্র ৭ mb Ram ব্যবহার করছে। বিশ্বাস না হলে নিচে দেখেন।

আমি সাজেস্ট করব বেশি কাস্টমাইজ করবেন না। সাউন্ড ভাল না লাগলে Mute করে দিবেন।

## ওয়ালপেপারটির রিভিউ ভাল লাগলে নিচ থেকে ডাউনলোড করে নিতে পারেন
প্লে-স্টোর লিংক

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।

27 thoughts on "[Live Wallpaper] Beach Wave Live Wallpaper সৌন্দর্য প্রেমিরা দেখে নিন একটি অসাধারণ ওয়ালপেপার রিভিউ (বিস্তারিত পোস্টে)"

    1. Anik Contributor Post Creator says:
      ধন্যবাদ
  1. firoz kabir Author says:
    nice..but size ta ektu beshi
    1. Anik Contributor Post Creator says:
      হ্যাঁ তা ঠিক। ওরা যদি শুধু portrait মোড দিত তবে সাইজ ১০ এমবি কম হত
  2. Ex Programmer Contributor says:
    নাইস,মুডগুলো দিও?
    1. Anik Contributor Post Creator says:
      কিসের মুড? এই ওয়ালপেপারে সব ফিচারই আনলক করা। মোড কেনো লাগবে। আর এটার কোনো মোড নাই
    2. Ex Programmer Contributor says:
      gta san
    3. Anik Contributor Post Creator says:
      আপনির তো নাকি মোড চলে না। মোড দিয়ে করবেন কি? ট্রিকবিডির বেশির ভাগ লোক লাইর ভার্সন চালায়। মোড তো লাইট ভার্সনে ক্রাশ করে।
  3. SajibDas Author says:
    but size ta onek beshi.
    1. Anik Contributor Post Creator says:
      তা ঠিক। আমি তো ভাবছিলাম পিক্সেল ২ এর লাইভ ওয়ালপেপার শেয়ার করব ১৬৩ mb. ?
    2. SajibDas Author says:
      করে বাট মনে হয় না কেউ তেমন ব্যবহার করবে।
    3. Anik Contributor Post Creator says:
      হুম ফোন লাগবে। ৬৪ বিটের
    4. SajibDas Author says:
      হুমম,,যা খুব রেয়ার।
    5. Anik Contributor Post Creator says:
      rare na vai. dami phone lagbe r ki
    6. SajibDas Author says:
      হুমম,,সেটাই তো বললাম
    7. Anik Contributor Post Creator says:
      জ্বি
    1. Anik Contributor Post Creator says:
      ধন্যবাদ
  4. mdirfan Author says:
    baloi but size ta ekto big…..
    1. Anik Contributor Post Creator says:
      ধন্যবাদ
  5. mohammad parvez Author says:
    bah valoi to…nice post
    1. Anik Contributor Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply