সবাইকে পবিত্র রমজানুল কারীমের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
## Google Camera এর সম্পর্কে কে না জানেন! গুগল কোম্পানি একমাত্র তাদের নির্মিত Google Pixel ফোনগুলোতে এই ক্যামেরা অ্যাপটি দিয়ে থাকে যা কিনা আর কোনো এন্ড্রইড ফোনে নেই। অসাধারণ ও দূর্দান্ত সব ফিচারস রয়েছে এই ## Google Camera অ্যাপটিতে। যেমন বহুল আলোচিত একটি ফিচার হল Portrait মোড। Portrait মোড কী জিনিস এটা আশা করি আর বলতে হবে না। এই মোডটি ব্যবহার করে ছবি তোলার জন্য বা ছবিতে Portrait এফেক্ট পাওয়ার জন্য মানুষ কত রকমের ক্যামেরা অ্যাপ যে ব্যবহার করে তা বলার অপেক্ষা রাখে না। তবে কথা হল দুধের সাধ যেমন ঘোলে মেটে না তেমনি আসল ## Google Camera এর মজা অন্য কোনো ক্যামেরা অ্যাপে পাওয়া যায় না। আর তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি ## Google Camera এর ported ভার্সন বা মোড ভার্সন যেটা আমাদের ফোনে ব্যবহার করা যাবে। তবে দুঃখের বিষয় হল এই ported বা মোড করা ## Google Camera অ্যাপটি শুধুমাত্র এন্ড্রইড ভার্সন ৭ ও ৮ অর্থাৎ নোগাট ও ওরিও-তে চলবে। নোগাট ও ওরিও এর নিচের ভার্সনে কাজ করবে না। তো চলুন শুরু করা যাক।
##
Google Camera Mod সম্পর্কে
যেহেতু এটি Port করা তাই কিছু বাগ বা ত্রুটি রয়েছে। সকল ফাংশন সকল ফোনে কাজ নাও করতে পারে। তবে যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে অ্যাপটি যাতে ভাল পারফর্মেন্স দেয়। নিচে অ্যাপটির সুবিধা ও এর কিছু সীমাবদ্ধতা উল্লেখ করছি।
##
Google Camera mod এর সুবিধা
★ Portrait মোডে ছবি তুলতে পারবেন Rear ও Front দুই ক্যামেরাতেই।
★ HDR এফেক্ট পাবেন। শুধু HDR নয় বরং HDR+ এবং HDR+ Enhanced এফেক্ট।
★ Panorama ফিচারস পাবেন।
★ Photo Sphere ফিচারস পাবেন।
★ কম আলোতেও ছবির কোয়ালিটি ভাল পাবেন।
★ Settings থেকে অতিরিক্ত কিছু কাস্টমাইজেশন সুবিধাও পাবেন।
##
Google Camera mod এর অসুবিধা/সীমাবদ্ধতা
★ দুঃখজনক হলেও আপনি এটা দিয়ে ভিডিও করতে পারবেন না। ভিডিও আইকনে টাচ করলেই অ্যাপটি Force close করবে।
★ ক্যামেরার মেগাপিক্সেল আপনার ফোনের মেগাপিক্সেল অনুরুপ পাবেন না। যেমন আমার নকিয়া ৫ এ Rear Camera 13 MP হওয়া সত্ত্বেও আমি ৮.৩ MP এর বেশি পাই না। তবে সেলফি ক্যামেরা ৮ MP পাই। উল্লেখ্য যে Rear Camera ৮.৩ MP এ ছবির কোয়ালিটি ফোনের Default ক্যামেরা দিয়ে ১৩ MP এ তোলা ছবির কোয়ালিটি থেকে অনেক অনেক ভাল পাই।
★ Portrait মোড শুধুমাত্র মানুষের ছবিতে কাজ করে। জীব-জন্তু বা জড় পদার্থের ক্ষেত্রে কাজ করে না।
অনেক কথা হল। উপরিউক্ত সুবিধা-অসুবিধা মাথায় রেখে যদি ডাউনলোড করতে মন চায় তবে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
Google Camera Mod-38 mb
যাদের ফোনে উপরের অ্যাপটা কাজ করছে না তারা নিচের লিংকে গিয়ে একটু দেখে-শুনে নিজের ফোন অনুযায়ী ডাউনলোড করে নিন
এই লিংকে যান
কেমন ছবি ওঠে তার কিছু নমুনা দেখে নিন
নিচের ছবি দুটো লক্ষ্য করুন। একটি নরমাল মোড অন্যটি Portrait মোড
নিচের ছবিটি HDR+ নরমাল মোডে তোলা সেলফি
নিচের ছবি দুটো HDR+ Enhanced নরমাল মোডে Rear ক্যামেরায় তোলা
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। রমজান মাসে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।
amar blutooth headphone jekono foner sathe connect korle khub kase thakle kaaj hoy r ektu dure dhorlei atke jai.
ami ekhon ki korte pari?
egula ki maker thik kore?
r kmn tk lagve plz keu janle bolben
https://www.celsoazevedo.com/files/android/google-camera/f/MGCamera_5.1.0.18_R4X_v.5.1.4.apk
colena?
এই লিঙ্ক ফলো করুন।
https://www.celsoazevedo.com/files/android/google-camera/
https://androidfilebox.com/download/2390/
Phone Root korle hobe ki…..?
Janaben….