আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভাল আছেন।
আজ দেখাব চক্রীয় ফটোফসফোরাইলেশন এর প্রক্রিয়া খুব সহজেই মনে রাখার কৌশল। একাদশ দ্বাদশের বায়োলজিতে এসব কিছু ধাপ যেগুলি অত্যন্ত কঠিন মনে হয়। এগুলি সহজ করতেই আজকের এই প্রয়াস। এই প্রক্রিয়ার বর্ননা স্যার বা বইয়ের সহায়তায় শিখবেন( যেমন কোন অংশ কিভাবে কাজ করবে বা কোনটার কাজ কি) আমি শুধু প্রক্রিয়াটা মুখস্থ করতে সহায়তা করব।
তার আগে দেখে নেই এই ধাপে ব্যাবহৃত শব্দের পুর্নরুপ।

এবার চলুন একটা গল্প শোনাই।
মনে করেন প্যারিসের এক তরুন বিজ্ঞানী একটা অনেক সুন্দর কিছু আবিস্কার করেছেন। আর সেই দেশের নিয়ম হচ্ছে যে কোনও বিজ্ঞানী কিছু আবিস্কার করলে তাদেরকে অগাধ টাকা পয়সা দেয়া হয়। কিন্ত সমস্যা হচ্ছে উনি যে আবিস্কার করেছেন তা অত্যন্ত বড় পরিসরের হওয়ায় তা নিয়ে যাওয়া যাবেনা রানীর বাড়ীতে! তাই উনি উনার আবিস্কারের একটা ভিডিও তৈরী করলেন অর্থাৎ ফিল্ম বানাইলেন (তো তরুন বিজ্ঞানী হয়ে গেলেন Film Director বা সংক্ষেপে FD)
। এবার বিজ্ঞানী কি করলেন তার এই ফিল্ম নিয়ে পায়ে হেটে বাসস্টপে গেলেন। তারপর সেখান বাসের b6 নম্বর সীটে বসে রানীর বাড়ীতে গেলেন,,,,, তারপর রানীর নির্বাচিত বিজ্ঞানীরা তরুন বিজ্ঞানীর কাজ দেখে সাইন করে দিলেন। এতে বিজ্ঞানী অনেক টাকা পয়সা পেলেন। তারপর আর উনি বাসে যাবেন না যাবেন বিমানে। সেখানে বিমানের f নম্বর সীটে বইসা বিমানবন্দরে পৌঁছালেন। সেখানে তিনি আরো আশ্চর্য হলেন,, দেখেন তার জন্য একটা গাড়ী(Private Car)। তিনি সেই গাড়ীতে চড়ে বাড়ীতে পৌঁছালেন।

Attention

দেখুন আমরা cyt. কে সীট হিসেবে মনে রাখব, কিন্ত এর উচ্চারন হবে সাইটোক্রোম।
আর FD মানে Film Director(young scientist).
PC মানে Private Car….. PQ মানে queen of parris.
এবার নিচের চিত্রটা লক্ষ করুন।

এখানে আপনার কস্টকরে মনে রাখার বিষয় হচ্ছে p 700,,,,,& ps-I এটা। এবার চিত্র দেখে দেখে গল্পটার সারমর্মটা মনের ভেতর ঢুকিয়ে দিন।
সারমর্মঃ Film Director (young scientist) বাসা থেকে বেরহয়ে বাসস্টপে গেলেন, তারপর বাসের b6 নম্বর সীটে বইসা (cyt.b6) রানীর(PQ) বাসায় গেল। তারপর রানীর কাছ থেকে টাকা (ADP+Pi= ATP) নিয়ে বিমানের f নম্বর (cyt.f) এ চড়ে বিমান বন্দরে পৌছে সেখান থেকে Private Car এ চড়ে বাড়ীতে গেলেন।
এখন এইটুকু মাথায় ঢুকান,,,,,,আর নিচের চিত্রটা না দেখে আকার চেস্টা করুন। আকতে পারলেই সফল।

বিঃ দ্রঃ চিত্র আকার ক্ষেত্রে ATP তৈরীর প্রক্রিয়াতে বাকানো চিনহ যাতে দাগ স্পর্শ করে আর প্রবাহ চিত্র যেন ঠিক থাকে।
আশা করি ভাল লেগেছে।
যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হল।
Next: অচক্রীয় ফটোফসফোরাইলেশন।
Next: গ্লুকোজ এর লাইসিস থেকে পাইরুভিক এসিড তৈরীর প্রক্রিয়া।

সৌজন্যেঃ ANUSHORGO – অনুসর্গ
আল্লাহ হাফেজ

8 thoughts on "চক্রীয় ফটোফসফোরাইলেশন! মাথায় ঢুকেনা? তবেই দেখুন।"

    1. Omar Sharif Sharkar SK SHARIF Author Post Creator says:
      wc
    1. Omar Sharif Sharkar SK SHARIF Author Post Creator says:
      tnx
  1. Arafat Shahriar Contributor says:
    আপনি মাথা আরো আওলাইয়া দিলেন।তবে ভালো হইছে।
    1. Omar Sharif Sharkar SK SHARIF Author Post Creator says:
      ভাই বায়োলজিতে যদি ছন্দ বা এরকম গল্প দিয়ে মুখস্থ না হইলে তো আর কিছু করার নাই। যদি কেও ভালভাবে তাড়াতাড়ি করতে পারে তবে সে রোবট সমতুল্য। ধন্যবাদ।
  2. Avatar photo KFeroz Contributor says:
    Awesome…… josssss
    1. Omar Sharif Sharkar SK SHARIF Author Post Creator says:
      tnxxx

Leave a Reply