আসসালামুআলাইকুম, আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
আমি এর আগে কোন Movie Review করিনি.. এটাই প্রথম করছি.. তাই হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবোনা.. কোন ভুল হলে ক্ষমা করে দিবেন..
Bridge to Terabithia
Genres: Adventure | Drama | Family | Fantasy
Directed by: Gábor Csupó
Produced by: David L. Paterson, Lauren Levine, Hal Lieberman
Based on: Bridge to Terabithia
by Katherine Paterson
Starring: Josh Hutcherson, AnnaSophia Robb, Robert Patrick, Bailee Madison, Zooey Deschanel
Production companies: Walt Disney Pictures, Walden Media
Release date: February 16, 2007
Running time: 95 minutes
Country: United States
Language: English (Hindi Dubbed)
IMDb Rating: 7.2/10
Bridge to Terabithia
এই ফ্যান্টাসি মুভিটির মূল চরিত্র Jess Aarons এবং Leslie Burke.. জেস মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে.. স্কুলে তাকে সবাই উত্যক্ত করে বাড়িতেও কেউ তেমন মনোযোগ দেয় না.. সে একা একাই থাকে বেশিরভাগ সময়.. তার কোন বন্ধু নেই.. শুরুর ঘটনাটা এরকমই.. এরপর তাদের ক্লাসে একটি নতুন মেয়ে আসে.. তার নাম লেসলি.. জেস দের স্কুলে কোন মেয়ে দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করতোনা কিন্তু লেসলি অংশগ্রহণ করে..
জেস দৌড় প্রতিযোগীতায় বরাবর জিতে যায় কিন্তু এবার সে লেসলির কাছে হেরে যায়.. দৌড় প্রতিযোগীতা শেষে লেসলি তার সাথে কথা বলতে আসে কিন্তু সে কথা বলেনা.. স্কুল বাসে বাড়ি ফেরার সময় বাস থেকে নামার পরে জানতে পারে মেয়েটি তাদের প্রতিবেশী.. ওহ হ্যা বলতে ভুলে গিয়েছিলাম জেস এর সাথে তার ছোট বোন জেনিস স্কুলে যাওয়া আসা করে.. এরপরে জেস এবং লেসলি এর মধ্যে বন্ধুত্ব হয়.. তারা একদিন রেস করতে করতে একটি জঙ্গলে গিয়ে পৌঁছায়..
সেখানে তারা তাদের একটি কাল্পনিক রাজ্য বানিয়ে ফেলে নাম দেয় টেরাবিথিয়া.. জেস রাজা এবং লেসলি রাণি হিসে কল্পনার রাজ্যে রাজত্ব শুরু করে.. তাদের কল্পণা অনুসারে টেরাবিথিয়া তে ম্যাজিকাল প্রানিরা বসবাস করে..
ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়.. স্কুলে তাদের সমস্যা দিন দিন বাড়তে থাকে..লেসলিরা ধনী হলেও তাদের বাসায় টিভি নেই এটা নিয়ে সবাই তার সাথে মজা করতো এবং তাদেরকে উত্যক্ত করতো.. তারা সমস্যাগুলো সমাধানের জন্য প্ল্যান করে এবং সফলও হয়.. তাদের আনন্দেই দিন কাটতে থাকে.. লেসলির বাবা-মাও আনেক হাসি-খুশী মানুষ ছিলেন..তারাও জেসকে পছন্দ করতেন.. কিন্তু শেষে মুভিটিতে ট্রাজেডির আগমন ঘটে.. তাদের একজনের সাথে একটি দূর্ঘটনা ঘটে.. এরপরে কি হয় এবং কি সেই দূর্ঘটনা জানতে হলে অবশ্যই মুভিটি দেখবেন..
ছবিটি অনেকদিন আগের হলেও আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে আসা করি.. আমি হয়তো ছবির ঘটনা ভালোভাবে উপস্থাাপন করতে পারিনি কিন্তু আপনারা ছবিটি দেখলে অবশ্যই পছন্দ করবেন.. এটা আমার প্রিয় ছবিগুলোর একটি.. আমি সাধারণত ছবি Youtube এই দেখি.. তাই ছবিটির Youtube লিংক দিলাম এবং এখানে Embed করে দিলাম.. আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখতে পারেন অথবা Youtube থেকে যেকোন ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারেন..
https://youtu.be/uWn–VJ-jBA
https://youtu.be/uWn–VJ-jBA
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ
আর হ্যা বাংলা ডায়াবিং করা মুভি kon link a pado (onno movies)
ধন্যবাদ, ভাইয়া।
পাওয়া যাবে..