কয়েকটি বিষয় যখন আপনার হাতের রক্ত মাথায় চলে আসেঃ

১. প্রচন্ড গরমে বাহির থেকে বাসায় এসে যখন দেখলেন কারেন্ট নেই।

২. গোসল করতে গেছেন এমন সময় যদি দেখেন পানি নাই।

৩. কোথাও যাচ্ছেন এমন সময় জুতা ছিড়ে গেলে।

৪. মোবাইল হাতে নিয়ে দেখলেন, ব্যাটারি বাবাজি অনেকক্ষন আগেই ইন্তেকাল করেছে।

৫. গুরুত্বপুর্ন কল করবেন, এমন সময় যদি মহিলা সুকন্ঠে বলে উঠে “দুঃখিত, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নেই…”।

৬. কম্পিউটারে গুরুত্বপুর্ন কাজ করছেন এমন সময় কারেন্ট চলে গেলে।

৭. সর্বশেষ যখন দেখলেন আমার দেওয়া উপরের ৬ টি বিষয়ের একটিতেও আপনার মাথায় রক্ত উঠে না তখন।

*** কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ***

পূর্বে প্রকাশিতঃ এখানে

ফেসবুকে আমিঃ Ft Farhad

আমার সাইটঃ আমার টিউন্স বিডি

আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প

4 thoughts on "কয়েকটি বিষয় যখন আপনার হাতের রক্ত মাথায় চলে আসে"

  1. Avatar photo Ft Farhad Subscriber Post Creator says:
    হ্যুউউউ
  2. Avatar photo Ft Farhad Subscriber Post Creator says:
    :O

Leave a Reply