আসসালামু আলাইকুম
কেমন আছেন ট্রিকবিডিবাসী? আশা করি টাইটেল দেখেই সবাই নড়েচড়ে উঠেছেন। মাস্টারকার্ড নাম শুনলেই যা হয় আরকি! আজকের পোস্টটি কিন্তু আপনাকে বৈধভাবে মাস্টারকার্ড পেতে সাহায্য করবে। আর যারা পোস্টের টপিক সম্পর্কে অলরেডি জানেন, তারা হয়তো রিপোর্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। :ডি
জোকিং ডিউড! তবে আমি চেক করেই পোস্টটি দিচ্ছি, আমার জানামতে আগে কেউ এই বিষয়ে পোস্ট করেনি।আশা করি, আজকের পোস্ট এর মাধ্যমে অনেকের মুখে বিশেষ করে দেশের রত্ন ফ্রিল্যান্সার ভাইদের মুখে হাসি ফোটাতে পারবো।
যাই হোক, এইবার মূল পোস্টে আসা যাক!
যারা এখনো মাস্টারকার্ড সম্পর্কে অবগত নয়, তারা একটু দয়া করে এই পোস্টটি দেখে নিন ( মাস্টারকার্ড কি? )
তবে আমি মনে করি, অধিকাংশ মানুষ বিশেষ করে ট্রিকবিডিবাসীরা মাস্টারকার্ড সম্পর্কে অবগত আছেন, তাই আর মাস্টারকার্ড নিয়ে কম্পোজিশন লিখতে যাচ্ছিনা।
আজকের আমাদের আলোচ্য বিষয় হলো, “স্বাধীন মাস্টারকার্ড কি, সুবিধাবলি এবং প্রাপ্তি”
আমরা প্রায় অনেকেই জানি, ব্যাংক এশিয়া কর্তৃক
এবং মাস্টারকার্ড কর্তৃক চালু করা ফ্রিল্যান্সার প্রি-পেইড কার্ড-“স্বাধীন কার্ড”, যেটি ফ্রিল্যান্সারদের কষ্টর্জিত অর্থ লেনদন সহজ করা ও স্বল্প সময়ে দেশে আনতে এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। আপনারা যারা পেওনার ইউজার বা পেওনারের কার্ড পাননি তারা খুশি হবেন জেনে যে এই প্রকল্পের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে জনপ্রিয় আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ার। সুতরাং যদি আপনার কাছে “স্বাধীন মাস্টারকার্ড” আর একটি পেওনার একাউন্ট থাকে, তবে আপনি ব্যাংক এশিয়ার অ্যাপলিকেশনের মাধ্যমে আপনার কার্ডটি পেওনিয়ারের সাথে লিংকড করে পেওনিয়ারের সুবিধা ভোগ করতে পারবেন। কি অদ্ভুত তাই না??? :ডি
এইবার আসুন, এক নজরে “স্বাধীন মাস্টারকার্ডের সুবিদাবলি সমূহ” দেখে নিই।
স্বাধীন কার্ডটিতে কি কি সুবিধা পাওয়া যাবে?
ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন।
এখানে একটা ব্যাপার উল্লেখ করা যায় যে আপনি ফরেন কারেন্সীতে কোনো লেনদেন করতে চাইলে প্রথমে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক এবং সেটা ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে তারপর ই আপনি “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন এর আগে না।
মাস্টারকার্ড লোগো সম্বলিত যেকোনো এটিএম বুথ/POS মেশিন থেকে থেকে আপনি অর্থ উঠাতে পারবেন।
তাছাড়া মার্কেটপ্লেস থেকে আপনার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করা অর্থ এই কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন। তবে আপনার আয়কৃত অর্থের ৭০% আপনি ফরেন পার্টে খরচ করতে পারবেন, আর বাকী ৩০% সরাসরি বাংলা টাকা হিসেবে ব্যবহার করতে পারবেন।
যেমন- ধরেন আপনি ফাইভারে কাজ করেন। সেখান থেকে আপনার আয় ১০০ ডলার। আপনি এই ১০০ডলার ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড এর মাধ্যমে বাংলাদেশে আনলেন। এখান থেকে আপনি সর্বোচ্চ ৭০ডলার USD পার্টে খরচ করতে পারবেন একং ৩০ডলার সমমূল্যের টাকা ১ ডলার = ৮০টাকা হিসেব করলে ২৪০০টাকা। যদিও এখন ডলার রেট ৮৩-৮৫টাকা) বাংলাদেশ থেকে তুলতে পারবেন।
তবে আপনি চাইলে পুরো টাকাই বাংলাদেশ থেকে তুলতে পারবেন। এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। কিন্ত USD কারেন্সী থেকে কেনাকাট করলে তা আযকৃত অর্থের ৭০% এর বেশি করা যাবে না।সব ধরনের ATM মেশিন থেকে টাকা উত্তোলন করা যাবে।দেশে এবং দেশের বাইরে ATM এবং POS মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন এবং পেমেন্ট দেয়া যাবে। ই-কর্মার্স এবং অনলাইনে সব ধরনের কেনাকাটা (বাংলাদেশ এবং আন্তর্জাতিক)কার্ডে মাইক্রোচিপ সংযুক্ত থাকবে যা, ডাটা এবং সিকিউরি এনশিওর করবে।টাকা জমা, পেমেন্ট আসা এবং টাকা উত্তোলন সহ প্রতিবার ট্রানজেকশনে SMS এলার্ট আসবো মেবাইলে।ইন্টারনের ব্যাংকিং সুবিধা।২৪ঘন্টা কল সেন্টার সার্ভিস।
কি করে পাবো এই কার্ড?
স্বাধীন কার্ড নেওার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
১) পূরণকৃত কার্ড আবেদন পত্র জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স
২) TIN সার্টিফিকেট/ ট্যাক্স রিটার্ন কপি
৩) দুই কপি রঙিন ছবি
৪) কাজের আদেশ/ মার্কেট প্লেস ID নম্বর/ পেমেন্ট রিসিভ কপি/ ফ্রীলান্সিং নিশ্চিত করা কাগজ পত্র
এইগুলা নিয়ে চলে যাবেন নিকস্থ কোনো ব্যাংক এশিয়ার কোনো ব্রাঞ্চে। ওখানের কার্ড ডিভিশনের দায়িত্বরত কোনো এজেন্টের সাথে যোগাযোগ করলে বাকী কাজটুকু তিনিই করবেন।
আর হ্যাঁ, কার্ড পেতে সাধারনত ৭ দিন লাগবে বললেও, আমার কার্ড এসেছে ২১ দিন পর। সো ধৈর্য্য মাস্ট ধরতেই হবে। পারসোনাল এক্সপেরিয়েন্স :ডি
হয়তো ভাবছেন টিন সার্টিফিকেট / ট্যাক্স রিটার্ণ কপি কই পাবো? তাই তো?
ভাই এই জিনিসটা হুদাই লিখছে!! ভাইবেন না, এটা লাগবেনা। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সার প্রুভ অবশ্যই লাগবে। এটা ছাড়া কার্ড ইস্যু করা যাবেনা। যেহেতু এই কার্ড মূলত ফ্রিল্যান্সার দের জন্য। তাই এই ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত লিখছিনা। লিখলে হয়তো আপনারা সবাই কার্ডের বাজার দেওয়া শুরু করবেন। ফলপ্রসূ, পেওনিয়ারের মতো অচীরেই এই কার্ড সোনার হরিনের মতো হইয়ে যাবে। আর ব্যাপারটা আমার ফ্রিল্যান্সার ভাইদের পেটে একপ্রকার লাথি মারা হয়ে যাবে। যা আমি কিছুতেই হতে দিবো না! কিছুতেই না!!!!!!
তাই জোড় গলায় বলছি, ভাই হুদাই ভাব মারার জন্য এই কার্ড আনায়েন না! কোনো লাভ হবেনা সাথে উপরি পাওনা হিসেবে দেশের ক্ষতি করবেন!
তবে হ্যা, আপনি ফ্রিল্যান্সার নন, তাও আপনার যদি আসলেই মাস্টারকার্ডের খুব প্রয়োজন হয়, তবে আমাকে নক দিয়েন। আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। তবে, ভাব মারার জন্য অবশ্যই না।
কার্ড ফিঃ
কার্ড এর প্রতি ট্রান্সজেকশনে ফি হিসেবে খুব সম্ভব ২.৬৫% করে ফি কাটবে। আর বাইরের দেশে ৩% কাটবে। (যা আমার কাছে একমাত্র অসুবিধা মনে হইয়েছে)
একটা ব্যাপার যা অবশ্যই জেনে রাখা প্রয়োজন- কার্ড এর বার্ষিক ফি ৳৫৭৫ টাকা (ভ্যাট সহ)। প্রথম বছর ফ্রী, কার্ড ইস্যু করতে কোনো প্রকার ফি প্রদান করতে হবেনা। কিন্তু পরবর্তী বছর থেকে ৳৫৭৫ টাকা বার্ষিক ফি প্রদান করতে হবে।
আমার মতে, পেওনিয়ার কার্ড এর থেকে এই কার্ড হাজারগুনে ভালো। কারণ আপনারা যারা পেওনিয়ার কার্ড ইস্যু করেছেন, তারা জানেন পেওনিয়ার কার্ডের বার্ষিক ফি ২৯ ডলার । অথচ পেওনিয়ার এর মাত্র ১ বছরের বার্ষিক ফি এর অর্থ দিয়ে নিমিষেই ৩-৪ বছর স্বাধীন কার্ডের ফি প্রদান করতে পারবেন। যা আমার আপনার মতো মানুষের জন্য খুবই খুশির কথা। আর পেওনিয়ার কার্ডের ব্যালেন্স চেক করার জন্য কিংবা কার্ডের অর্থ আটকে গেলেও আপনাকে $১ ডলার ফি দিতে হয়। কিন্তু স্বাধীন কার্ডে এই সমস্যা থাকছে না।
তাই আমি মত দিবো, পেওনিয়ার কার্ড এরচে স্বাধীন কার্ড ঢের গুণ ভালো! আর যেহেতু পেওনিয়ার স্বাধীন কার্ডের সাথে যুক্ত হয়েছে, সেহেতু পেওনিয়ার এর সকল সুবিধা আপনি এই কার্ডে ভোগ করতে পারছেন।
সুতরাং কি দরকার বার্ষিক $২৯ ডলার ফি দিয়ে পেওনিয়ার কার্ড রাখার? এরচে মাত্র ৳৫৭৫ টাকা খরচ করে স্বাধীন কার্ডে একই সুবিধা ভোগ করলে তো কিছু পয়সা পকেটে থেকে যায়। কি ভুল বললাম?.?
আমার স্বাধীন কার্ডঃ
গতমাসের ১৮ তারিখ (ফেব্রুয়ারী] কার্ড এর অ্যাপলিকেশন জমা দিয়েছিলাম। কার্ডটি হাতে পাই, ১০/০৩/২০১৯। কার্ড আপনি চাইলে হোম ডেলিভেরি নিতে পারেন, চাইলে আপনার নিকস্থ ব্যাংকের সাহায্যেও ডেলিভারি নিতে পারেন। আমি ব্যাংকের সাহায্যে নিয়েছিলাম। মোট ২০ দিন সময় লেগেছে কার্ড আসতে। তাও মন্দ কি???
আশাকরি আপনারা পুরো ব্যাপার টি সম্পর্কে পরিস্কার ধারনা পেয়েছেন। আরো কোনো তথ্য জানার থাকলে সরাসরি ব্যাংকে না গিয়ে আপনারা ব্যাংক এশিয়ার হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 16205 / 09617016205
আরো কোনো সাধারন প্রশ্ন থাকলে, ব্যাংক এশিয়ার স্বাধীন কার্ডের ওয়েবপেজটি দেখতে পারেন, সেজন্য এখানে যান
ধন্যবাদ!!
ফেসবুকে আমিঃ তুশান আফনান
চাইলে ঘুরে আসতে পারেন আমার ব্লগে
সমস্যা হলো আমাদের এখানে এসিয়া ব্যাংক নেই,
কি করা যায় বলেনতো ভাই
কিভাবে mastercard আনবো।
ভাই ! কিছু দরকার ছিল।
কিপ ইট আপ।
যদি তাও চাই, তাহলে ট্রিকবিডিতে এই সম্পর্কিত পোস্ট আছে। দেখে নিন। ওইটা প্রিন্ট আউট করে জমা দিলে হবে
Thanks Vai
অগ্রীম ধন্যবাদ…