প্রিয় গ্রাহক,
আপনার এই পোস্টটিতে ক্লিক করার জন্য ধন্যবাদ।
আপনি আপনার রাগ নিয়োন্ত্রন করার জন্য পোস্টটির টাইটেল দেখে ছুটে আসেন,এতে বুঝা যাচ্ছে আপনি নিজেকে নিয়ে সচেতন, বিষয়টি খুবই ইতিবাচক। আপনার এ পদক্ষেপইই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
রাগ আমাদের আবেগের একটি স্বাভাবিক অংশ। কিন্তু এটি যখন নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তখন তা আর কোন স্বাভাবিক ব্যাপার থাকে না। সে সময় প্রয়োজন পরে একে নিয়ন্ত্রণের। নয়তো এটি আপনার ব্যক্তিগত, পারিবারিক, ক্যারিয়ার ও সামাজিক জীবনকেও করতে পারে ক্ষতিগ্রস্থ।

রাগ নিয়ন্ত্রণে অনুসরণ করতে পারেন বেশ কিছু সহজ উপায়-

১) উলটো সংখ্যা গুনুনঃ

সাধারনত আমরা বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় এই উপায়টা অবলম্বন করতে বলি। কিন্তু আপনি কি জানেন, যখন আপনি খুব রেগে আছেন ১০০ থেকে ১পর্যন্ত উলটো করে গুণলে আপনার রাগ কমে যাবে অনেকটাই! বিশ্বাস না হলে একবার চেষ্টা করেই দেখুন না!

২) রাগ ঝেড়ে ফেলুনঃ

অনেক সময় আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হই কিছু সময়ের জন্য। কিন্তু সেটা ভেতরে চাপা থেকেই যায়। এবং এই অবদমিত রাগ দেহ ও মনের উপর প্রভাব ফেলে। তাই আপনি যখন উত্তেজিত অবস্থা পেরিয়ে কিছুটা শান্ত বোধ করছেন, তখন রাগটা ঝেরে ফেলুন শান্তভাবে। যার উপর, যে বিষয় নিয়ে রাগ করেছেন তাকে বুঝিয়ে বলুন। তবে খেয়াল রাখবেন সেই ব্যক্তির উপর নিয়ন্ত্রন আরোপ বা তাকে কোনভাবে মানসিক আঘাত করে নয়।

৩) ব্যায়াম করুনঃ

যখন কোন কারণে খুব রাগ লাগছে তখন সেই স্থান ত্যাগ করুন ও চেষ্টা করুন একটু হেঁটে, দৌড়ে বা প্রিয় কোন দৈহিক ব্যায়াম ৫-১০ মিনিটের জন্য করার। এটা আপনার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে সচলতা বাড়াবে এবং আপনাকে রিলাক্স করতে সাহায্য করবে।

৪) কিছু বলার আগে ভাবুনঃ

সাধারনত রাগের মাথায় আমরা সামনের মানুষটিকে এমন অনেক কিছু বলে ফেলি যার জন্য পরে আমাদের আফসোস করতে হয়। অথবা অযথাই সামনের মানুষটিকে আমরা এমন কিছু বলে আঘাত করি যা আসলে সত্য নয় বলে আমরাও জানি। তাই রাগের মাথায় কিছু বলার আগে একবার ভাবুন। কারন বলে ফেলা কথাটি আপনি আর চাইলেও ফিরিয়ে নিতে পারবেন না। কিছু বলার আগে ৫ মিনিট সময় নিন। নিজের চিন্তা ভাবনাগুলোকে জড়ো করুন এবং শেষবারের জন্য নিজেকে প্রশ্ন করুন আসলেই আপনি কথাটা বলবেন কিনা!

৫) সম্ভাব্য সমাধানগুলো ভাবুনঃ

রাগ আসলে আমাদের ভয়াবহ একটা পরিস্থিতি ছাড়া আর কোন কিছুরই মুখোমুখি করে না। রাগের মাথায় নেয়া সিদ্ধান্তগুলোও অনেক সময় পরে আমাদের ভোগায়। তাই ভাবুন চিৎকার চেঁচামেচির বদলে সম্ভাব্য সমাধান কী হতে পারে। যেমন, আপনার স্বামী প্রায়ই রাতে খাবার সময় ফেরেন না। এর কারন হতে পারে তিনি অফিসের কাজে ব্যস্ত থাকেন এবং চাইলেও পারছেন না। এক্ষেত্রে আপনার রাগ করা স্বাভাবিক। কিন্তু তার সাথে চিৎকার করে কি সমাধান সম্ভব? বরং সম্ভাব্য সমাধান হতে পারে সপ্তাহের কয়েকটা দিন আপনি একা খাবার অভ্যাস করুন, আর বাকি কয়েক দিন তার সাথে এবং সপ্তাহে একদিন বিশেষভাবে বাইরে কোথাও দুজন একান্তে ডিনার করতে পারেন। এভাবে সমাধান চিন্তা করুন। কাজে দেবে।

৬) কথাগুলো বলুন, একটু অন্যভাবেঃ

রাগ প্রকাশ করুন, চেপে রাখবেন না। কিন্তু একটু অন্যভাবে। যেমন আপনার সঙ্গী যদি ভীষণ অগোছালো হয়ে থাকেন এবং ঘরের কোন কাজে আপনাকে সহযোগিতা না করেন। তাহলে আপনি রাগ করে দুটো কথা তো তাকে শোনাতেই পারেন। “ঘরের সব কাজ তো আমিই করি, তুমি তো কিছু করো না” এভাবে বললে আপনার সঙ্গী কষ্ট পেতে পারেন। তাই বরং এভাবে বলতে পারেন, “আমার খুবই মন খারাপ হয় যখন তুমি আমাকে সহযোগিতা করো না এবং আমাকে একা একাই কষ্ট করে ঘর গোছাতে হয় ” এভাবে বললে তিনি তার ভুল বুঝতে পারবেন ও আপনার কষ্ট তার মনেও সহমর্মিতা জাগাবে।

৭) ক্ষমা করে দিনঃ

বিষয়টা তত সহজ নয় যদিও, তবু একবার ভাবুন তো, আশপাশের সবাই ঠিক আপনার মনের মত হবে না। আপনি কারো ক্ষতি করেননি বলেই যে কেউ আপনার ক্ষতি করবে না তা ভাবাটা বোকামী। কারো অপরাধের শাস্তি নিজে না দিয়ে প্রকৃতির হাতেই ছেড়ে দিন। ক্ষমা করে দিন। একদিন রাগ করে চেঁচিয়ে দেখুন আর আরেকদিন ক্ষমা করে দিয়ে দেখুন, কোনটায় বেশী তৃপ্তি পাচ্ছেন আপনি?

৮) নিজেকে পরামর্শ দিনঃ

যখন খুব রেগে আছেন নিজেকে কয়েকবার নিজেই বলুন, ‘শান্ত হও’, ‘সব ঠিক হয়ে যাবে’, ‘এগুলো জীবনের অংশ’… নিজেকে নিজেই নিয়ন্ত্রনের চেষ্টা করুন। এই অটোসাজেশন আপনার রাগ নিয়ন্ত্রনে আনতে সাহায্য করবে অনেকটাই।

৯) বিশেষজ্ঞের পরামর্শ নিনঃ

যদি উপরের কোন উপায়ই আপনার কাজে না লাগে তবে পরামর্শ নিন একজন মনোরোগ বিশেষজ্ঞের। তার পরামর্শ আপনাকে সহযোগিতা করবে এই অবস্থা থেকে উত্তরণের।

রাগ করুন, কিন্তু তা যেন চলে না যায় আপনার নিয়ন্ত্রণের বাইরে।আবেগের সুস্থ প্রকাশ ঘটান, সুস্থ থাকুন।
আশা করি পোস্টটি করে আপনার একটু হলেও উপকার করতে পেরেছি।

আর কোন প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন,

রয়েছে পাশে সবসময়, ইমরান
পোস্টটি ভাল লাগলে এবং শিক্ষামূলক হয়ে থাকলে শেয়ার করতে পারেন।

আর আপনি যদি এমনই আনকমন, এবং ইন্টারেস্টিং পোস্ট ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

আজকের মতো এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো চমক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
যেকোনো ধরনের dollar exchange করুন
ওয়েবসাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে যোগাযোগ করুন: ০১৯৫৭৬৪৭৭১৭

22 thoughts on "প্রচন্ড রাগ হলে নিয়ন্ত্রণ করবেন যেভাবে??"

  1. Avatar photo jahid71 Contributor says:
    অনেক শিক্ষনীয়
    1. Avatar photo Imran Author Post Creator says:
      ধন্যবাদ।?
  2. Md Abir36 Contributor says:
    Just awesome
    1. Avatar photo Imran Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  3. Avatar photo Esrafil Islam Emon Contributor says:
    Onek sundor post thanks
    1. Avatar photo Imran Author Post Creator says:
      আপনাকেও অনেক ধন্যবাদ।
      পোস্টটি সম্পূর্ণ পড়ে তারপর সুন্দর একটি মন্তব্য করার জন্য।
  4. Avatar photo HABIB99 Contributor says:
    ভাই আমার রাগ কিন্ত অনেক বেশি পোস্ট টা পড়ে অনেক কিচুই জানলাম আসলে বেশি রাগ ভালো না
    1. Avatar photo Imran Author Post Creator says:
      আপনি যে বুঝতে পেরেছেন,এতে খুশি হলাম।
      ধন্যবাদ….?
  5. Avatar photo HABIB99 Contributor says:
    ভাই আমার রাগ কিন্ত অনেক বেশি পোস্ট টা পড়ে অনেক কিচুই জানলাম আসলে বেশি রাগ ভালো না
    1. Avatar photo Imran Author Post Creator says:
      আপনার যে ভালো লেগেছে,
      এটা আমাকে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ☺
    1. Avatar photo Imran Author Post Creator says:
      সত্যি???
      জেনে খুশি হলাম অনেক ধন্যবাদ।
      ?
  6. Avatar photo asmasagor Contributor says:
    এরকম আরো পোষ্ট চাই,আপ্নাকেও ধন্যবাদ!!
  7. Avatar photo AF Rafi Contributor says:
    vai,,
    amk ek2 knock den, apnar id khuje pelam nah
    ami 1 ta app banabo
    plz
    my fb id: http://facebook.com/af.rafi/391
    1. Avatar photo Imran Author Post Creator says:
      ঠিক আছে ভাই আমি নক দিব।
    2. Avatar photo AF Rafi Contributor says:
      thank you vai
    3. Avatar photo Imran Author Post Creator says:
      ওয়েলকাম।
      আপনি একটু আপনার ইনবক্সটা চেক করে দেখবেন।
  8. Avatar photo AF Rafi Contributor says:
    hmm vaia,
    korci
    1. Avatar photo Imran Author Post Creator says:
      ভাই আপনি ফেসবুকে আসেন।

Leave a Reply