সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন আমাদের সাথে থাকলে আর আমার দেয়া মুভি দেখলে ভাল থাকতেই হবে আসা করি। সিনেমাটির ভাল পরিমান রেটিং থাকায় ও পছন্দের একজন নায়ক বলে অনেকেই অনেক ভাল ভাবে রিভিউ দিয়ে দিয়েছেন,তাই ভাবলাম আমি যদি রিভিউ না দেই ফিল্মটা দেখে আমার অনুভূতি কি তা তো আপনাদের সাথে ভাগা ভাগি করে নিতে পারি তাই কিছু কথা লিখতে যাচ্ছি। আজকে ব্লকবাস্টার একটা মুভি নিয়ে অনেক অনেক কথা বলব আপনাদের মাঝে তাই ধৈর্য্য ধরে পড়বেন আশা করি। প্রথম রিভিউ টি প্রকাশ করা হয়েছে Southmovi.tk এর পরে Trickbd তে প্রকাশ করা হল।
Movie Name : Maharshi (2019)
176 min | Action, Drama | 08 May 2019
IMDb Ratings : 8.0/10 (2,637 votes)
Personal Rating 9.5
Rotten Tomatoes : N/A
Director : Vamshi Paidipally
Cast(s) : Mahesh Babu, Pooja Hegde, Allari Naresh, Rajsekhar Aningi
Language : Telegu+Bsub
Quality : WEB-DL
Resolution : 480P | 720P
Size : 400MB | 700MB | 1.4GB
….মুভি নিয়ে কিছু কথা…..
★এই মুভি শিউর আপনার মস্তিষ্কে একটা বড়সড় ঝাকুনি দিয়ে যাবে।। প্রতিটি জিনিসই ছিলো অসাধারণ, অনেক সাধারণ একটা কনসেপ্ট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও বটে।
★প্রথম থেকেই মহেশ বাবুর সাকসেসফুল হওয়ার গল্প এবং তার এটিটিউড আপনাকে বেধেঁ রাখবে,আর পুরা সিনেমা জুড়েই রয়েছে লোম দাড়ঁ করে দেওয়া অনেক সংলাপ।
★সিম্পল গল্প হওয়া সত্ত্বেও এই আবহাওয়া সংগিত এউ সিম্পলের মধ্যে গর্জিয়াস করে তুলেছে,আর শেষের ৩০ মিনিট মাস্টার ক্লাস,আর কৃষকদের প্রতি অদ্ভুদ ভালবাসার সৃষ্টি হতে পারে আপনাদের এই সিনেমাটি দেখে।
★অনেকেই সুন্দর সুন্দর মুভি গুলা হিন্দি ডাব এর আসায় বসে থাকে আমি ও থাকতাম অনেক আগে কিন্তু এখন bsub টিম আছে বলে আর আসায় বসে থাকতে হয় না। সকল হিট মুভির অই Bsub আছে আমাদের হাতে। আর আমি নিজে bsub এ মুভি দেখতে বেশি চয়েজ করি। তাই আপনারা ও হিন্দি ডাব এর আশায় বসে না থেকে Bsub থেকে দেখা শুরু করে দিন।
★মহেশ বাবুর অভিনয় নিয়ে বলার কিছুই নেই তবুও তার অভিনয় অনেক ভালো ছিলো। ইমোশনাল সিন গুলোতে পুরাই পারফেক্ট ছিলেন!
★আল্লারি নারেশ তার জায়গায় পুরোপুরি খাপে খাপ অভিনয় করেছেন! অভিনয়ে কোন ত্রুটি নেই বললেই চলে। পূজা হেগড়ের অভিনয় কম কিসে! স্টুডেন্ট লাইফের সময়টায় পুরো ফাটিয়ে দিছে ।
★ভিলেন হিসেবে ছিলেন জাগুপতি বাবু। বেশিক্ষন তাকে দেখানো হয়নি। তবে কর্পোরেট হিসেবে ভালোই লেগেছে। মোটকথা সবাই ভালো করেছে।
★তবে দিনশেষে এটি একটি অসাধারণ এন্টারটেইনিং ফিল্ম রানটাইম টা কিছুটা কমালে আর ভাল লাগত, ওকে যাদের কাছে ৩ ঘন্টা সময় আছে আর সুন্দর গল্পের সাথে সাউথ ইন্ডিয়ান মাসালা দেখতে চান তাহলে এখনি শুরু কিরে দিন মাহার্ষি
দেখা।
★সাবটাইটেলে ছিলো আমাদের বরাবরের মতোই অসাধারণ ছিলো । এত কম সময়ে ৩ ঘন্টা রান – টাইম এর মুভিটার সাব করেছেন সাথে গান গুলোর ও সাব করেছে!! Hates Off! ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনাদের জন্য সবসময়েই ভালোবাসা
অবিরাম । আশাকরি আগামীতে আরো ভালো সাব
আমাদের উপহার দিবেন।
★মুভিতে বন্ধুত্বের সম্পর্কটা অনেক ভাল লেগেছে। বন্ধুর জন্য বন্ধু কি না করতে পারে সেটাই ফুটে উঠেছে এই মুভি থেকে। সবথেকে বেশি ভাল লাগছে এই সম্পর্ক টা কে ।
★পুরা মুভিটাই অসাধারণ ছিল তবে এ অংশটা একটু বেশিই ভালো লেগেছে। “কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালের পরিমানও বেড়েই চলেছে। এভাবে যদি চলতে থাকে আপনার সম্পত্তি আপনার সন্তানের ভবিষ্যতের হসপিটাল খরচ মেটানোর জন্যও যথেষ্ট হবে না।”
★কৃষির দুরবস্থা নিয়ে বেশ ভালো ভাবেই কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে।। সত্যি বেশ দারুন হয়েছে।। আরো বেশি ভালো হয়েছে টিম WBMF এর বাংলা সাব।
★সত্যি তারা ইদানিং বেশ ভালো ভালো মুভি গুলোর সাব করছে এবং তা খুবই প্রশংসনীয় ভাবে।। এগিয়ে চলো WBMF.
★মহেশ বাবু প্রায় মুভিতেই সিম্পেল ভাবে পোশাক আশাক পরিধান করে থাকেন। অন্য সব নায়কদের মতো তার Six Pack নাই। আর না তিনি কাউকে Follow করেন। আর এই জন্যই আমার কাছে তারে সিম্পেল এর ভিতর অনেক ভাল লাগে।
সেশ কথা এটাই বলব মুভি টা দেখে মনে হল সিম্পেল এর ভিতর অনেক অনেক গর্জিয়াস।
★আমার বন্ধুরা ভাবে তামিল তেলগু মানে এই Action মুভি। আরে আমি ত তামিল তেলগু মালায়াম মুভি মানেই বুজি সুন্দর একটা গল্প। গল্প যদি ভাল না হয় আমার সেই মুভি ভাল লাগে না।
ডায়ালগে ভরপুর মুভি টি।
তাই কিছু ডায়ালগ নিচে দিলাম
……. মুভির ডায়লগ……
★ যে জয় এর সন্ধান করে সে মানুষ,
যে জয় ছড়িয়ে দেয় সে মহর্ষি।
★ যখন আমরা কিছু জানি তখন সেটা খবর
আর না জানলে সেটা ব্রেকিং নিউজ।
★যদি আমরা হেরে যাওয়ার ভয়ে না খেলি,
তাহলে কখনোই জিততে পারবো না।
★আমার একটা সমস্যা আছে স্যার।
যখন কেউ বলে আমি হেরে যাবো,
তাদের জিতে দেখানোটাই আমার অভ্যাস।
★তুই কি জানিস কেন এখানে অধিকাংশই ব্যার্থ হয়ে পিছিয়ে পড়ে? কারন তারা নিজেদের শক্তি খোঁজার পরিবর্তে,অন্যদের শক্তিকে ভয় পায়।
অন্যরা কি করছে তারা শুধু সেসব নিয়ে ভাবে,
আর এসব শুধু তাদের সাথেই কেন হয়,
তা ভেবে নিজেদের হারিয়ে ফেলে।
এখানে প্রত্যেকেই তাদের নিজের জীবনে হিরো।
★ সবারই নিজস্ব ক্ষমতা আছে
আমার বিশ্বাসই আমার ক্ষমতা।
নিজের বিশ্বাসের উপর অবিচল থাক
বিজয় নিজে থেকে তোমার পায়ে এসে পড়বে।
★অনেকে বলে বাড়ির মেয়ের কান্না শুভ কিছু নয়
তাহলে দেশের অসহায় গরীব কৃষক এর কান্না কি শুভ?
★পৃথিবীর প্রতিটি মানুষেরই কৃষিকাজের সাথে সম্পর্ক রয়েছে। একজন বিলিয়নিয়ার এর সকালের নাস্তা জ্যাম-পাউরুটি থেকে শুরু করে..গরীব লোকের খাওয়া জাউভাত… যাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার, তাদের প্রত্যেকেরই কৃষির সাথে সম্পর্ক আছে। কিন্তু আমরা সেই কৃষকের সাথে সম্পর্ক ছাড়াই বেঁচে আছি যারা কিনা আমাদের জন্য ফসল ফলাচ্ছেন।
★প্রতি দু’বছর অন্তর আমাদের বেতন বৃদ্ধি করা না হলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি। কিন্তু কৃষকরা,তার ফলানো ফসল থেকে বছরের পর বছর লাভের মুখ না দেখলেও, সে তার বপন করা
প্রতিটি বীজে সারাজীবন ধরে সফলতার আশা খুঁজতে থাকে। একজন কৃষকের মৃত্যুতে যে কী পরিমাণ ক্ষতি হয় আমরা সেটাও বুঝতে পারি না।
★ কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে, খাদ্যে ভেজালের পরিমাণও বেড়েই চলছে। এভাবে যদি চলতে থাকে, আপনার সম্পত্তি আপনার সন্তানের… ভবিষ্যতের হসপিটাল খরচ মেটানোর জন্যও যথেষ্ট হবে না।
★জমির দাম বাড়ছে আর কৃষকের দাম কমছে। এ কারণেই কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না। ভবিষ্যৎ প্রজন্ম কৃষিকাজ দেখতে পাবে শুধু ইতিহাস বইয়ের পাতায়।
★একই জিনিস মহাজনরা কেনা মূল্যের দশগুন দামে বাজারে বিক্রি করছে। যার ফলে, যে খাদ্য উৎপাদন করছে সে ক্ষতির সম্মুখীন হচ্ছে.আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ আমরা কৃষকদের সাথে সম্পর্ক ছাড়া বেঁচে আছি। কৃষকের সুরক্ষার দায়িত্ব শুধু সরকারের একার না…পৃথিবীতে বসবাসকারী সকলের, আমি সহ।
★কৃষকের আমাদের করুণার দরকার নেই, তাদের প্রয়োজন আমাদের সম্মান আর আমরা তাদের কে সম্মান দিতে বাধ্য।।
…….মুভি রিভিউ…….
প্রথমেই গল্প শুরু হয় ঋষির স্টুডেন্ট লাইফ নিয়ে। ঋষির স্বপ্ন হলো সে CEO হবে এবং পৃথিবীকে শাসন করবে! এই স্বপ্ন বাস্তবায়ন করতেই সে পড়ালেখা করতেছে। অবশেষে সে তার স্বপ্ন কে বাস্তবায়ন করেই ফেলে সে “Origin” কোম্পানির CEO
হয়! কিন্তু হঠাৎ একটা কথা শুনার পরে সে নিজেই বলে “আমি কী সফল হয়েছি?” একজন CEO হওয়ার পরেও ঠিক কোন কথাটা শুনার পরে সে এরকম কথা বললো? এটা না হয় আপনার জন্য থ্রিল হিসেবে রেখে দিলাম।
প্রথম দেড় ঘন্টা দেখার পর থেকেই মূল কাহিনী টা শুরু হয়। সেটা মুভি দেখলেই বুঝতে পারবেন।
মুভিতে স্ট্রং সোসিয়াল মেসেজ রয়েছে যেটা সবার ই জানার দরকার এবং বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়ন করা!
কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে ফসল ফলানোর পরেও কেনো প্রতিনিয়ত আত্মহত্যা করছে? ঠিক সেই জিনিস টাই মুভিতে তুলে ধরা হয়েছে। ফসল বিক্রি করার পরেও কেনো কৃষক
এর দু মুঠো ভাত জুটছে না?। ঠিক কোন কারনে এসব ঘটছে তা বুঝতে হলে দেখতে হবে #Maharshi
মুভিটির হিন্দি ডাব নেই তবে ইসাব ও বিসাব রিয়েছে। আর যারা সুন্দর একটি Bsb আমাদের উপহার দিয়েছেন তাদের নাম আমার বলতেই হবে।
অনুবাদক
ফ্ল্যামি তুহিন
রফিকুল রনি
আতিক আরাফাত
হাসান শুভ
লোকমান হোসেন বাবু
তানজীদ আহমেদ
নূরুল্লাহ মাশহুর
সোহেল রানা
মোহাম্মদ রিয়াদ হোসেন
শেখ রাসেল
মুসাফির মেহেদী
সম্পাদকঃ
#হাসান_শুভ
#নূরুল্লাহ_মাশহুর
গানের অনুবাদের জন্য স্পেশালি ধন্যবাদ “#মায়ায_ইসলাম_নাফিস”
এটি আমাদের টিমের ৮ম সাবটাইটেল। চেষ্টা করেছি দ্রুততম সময়ে দর্শকদের যথাসম্ভব bsub উপহার দেয়ার জন্য।
এবার প্রথমেই বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করে নিন।
Bangla Subtitle Downlod Link Click Here
এবার আসুন মুভি টি ডাওনলোন করি
700 MB Link
1.44 GB Link
400/250 MB Direct Website Link
Movie Link Direct Site Click Here
বিঃ দ্রঃ কিছু তথ্য আপনাদের দেয়ার জন্য কপি করা হয়েছে। কিছু মেম্বার আছে যারা লেখাগুলা না পরেই শুধু শুধু কমেন্ট বক্সে চিৎকার করে থাকে আর তাদেরকেই বলছি সবার আগে লেখাগুলা পড়ুন।
সাউথ সহ অন্যান্য নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে। আর এখন থেকে সকল মুভির লিংক আমাদের সাইটে ডাইরেক্ট অই পাবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের সাইটে।
South New Movie Website Link Clik Here প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।
প্রতিনিয়ত South মুভির সকল আপডেট পেতে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি। তাই Trickbd এর সাথেই থাকুন।
সাউথ ও অন্যান্য মুভির বিভিন্য নিউজ জানতে ও মুভি রিকুয়েস্ট থাকলে আমাদের গ্রুপে জয়েন করুন।
Movie Group Link Click Here
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
মুভিটা দেখার জন্য শুভ কামনা রইল
নাহলে এটাই পোস্ট করতেন যে,আমার সাইটে অমুক মুভির রিভিউ দেওয়া হয়েছে,ভাল লাগলে ডাউনলোড কইরা দেখে নিয়েন।
আপ্নারা যখন আর্নিং পোষ্ট করেন, তখন সেই পোষ্ট টা হয় রেফারের ধান্দায়।। সবাইকে জানানোর জন্য না।