ইদ মুবারক সবাইকে
সবাই আজকে অনেক খুশি কারন আজকে আনন্দের দিন। কেউ কেউ আজকে ঘুরতে বেড়িয়েছেন আবার কেউ কেউ নামাজ থেকে এসেই আমার মত লেখা শুরু করে দিয়েছেন। আজকে আপনাদের একটু বিনোদন দেওয়া যাক।
তাহলে চলুন মুল পোস্ট এ যাওয়া যাক —–
2019 এর সেরা এনিমেটেড মুভি -Alita: Battle Angel আলিটা নামের একটা হিউম্যানয়েড রোবট:
IMDB:7.8
১৯৯০ এ প্রথম বের হওয়া Manga উপন্যাস Battle Angel Alita এবং পরে এনিমেশনে রুপ দেয়া হয় ১৯৯৩ তে, এরপর CG (GUNNM) শর্ট ফিল্ম ও হয় আলিটা কে নিয়ে। স্মৃতি হারিয়ে ফেলা এক সাইবর্গ মেয়ে, সাইবার ক্রিমিনালদের প্রতিহত করতে করতে নিজের অতীত সম্পর্কে জানতে পারে।
এই সকল কিছু মিলিয়েই তৈরি করা হয়েছে ছবিটা। যদিও এই ছবিটা কে আসলে প্রথম পর্ব বলা যায় এবং নিশ্চিত থাকুন বাজেট পেলে এর দ্বিতীয় পর্বও বের হবে।
ছবিতে আবেগের প্রাধান্য দেখাতে গিয়ে আলিটার চরিত্র ঠিকমত দেখানো যায়নি বলেই আমার ধারনা। তারপরেও মনে রাখার মত একটা একশন সাই-ফাই মুভি।
বিগ বাজেটের ছবি। 20th Century Fox এর ব্যানারে করা Alita: Battle Angel বেশ ভালো মানের হার্ডকোর সাইফাই একশন মুভি। পুরো ১ ঘন্টা ৫৫ মিনিট এর বিনোদন।
যখনই শুনবেন মুভির পেছনে আছেন জেমস ক্যামেরুন, রবার্ট রড্রিগুয়েজ এবং স্ক্রিনে ভেসে উঠছে 20th Century Fox এর লোগো তখনই ধরে নিতে পারেন আপনার সময়টা দারুন ভালো কাটবে।
AVATAR এর পর অনেক দিন কেটে গিয়েছে, বস লোক জেমস ক্যামেরুন এর নতুন কোন মুভি পাচ্ছিলাম না আমরা। অপেক্ষার পালা ঘুচল, চলে এসেছে হার্ডকোর একশন সাইফাই আলিটাঃ ব্যাটাল এঞ্জেল (Alita: Battle Angle).
নাম শুনেই বোঝা যায় মুভির একশন কেমন হবে। তারপর রবার্ট রড্রিগুয়েজ (Sin City) ডিরেকশন আর জেমস ক্যামেরুন এর প্রোডাকাশন আমাদের আরো নিশ্চিন্ত করেছিল।
প্রায় ছয়মাস আগে এই মুভির ট্রেইলার দেখে অসাধারন লেগেছিল, এরপর দেখার পর প্রডিউসার এবং ডিরেক্টরের উপর আরো ভক্তি বেড়ে গেল।
অসাধারন গ্রাফিক্সের কাজ আর মিউজিক আছে পুরো Alita: Battle Angle মুভিটাতে।
কাহিনী সংক্ষেপঃ
বলা বাহুল্য, এই ছবিতে ভবিষ্যতের এক পৃথিবী দেখানো হয়েছে। আলিটা নামের একটা হিউম্যানয়েড রোবট বা সাইবর্গ কে স্ক্রাপইয়ার্ড থেকে খুঁজে নিয়ে আসেন ডক্টর ডাইসুকো ইডো।
আলিটা কে পুনরায় তিনি জীবন দান করেন আর এক্সস্কেলিটন এর দেহ বানিয়ে দেন তার জন্য। কিন্তু আলিটা তার অতীতের কোন কিছুই মনে করতে পারছিল না।
ইডো বুঝতে পারে এই সাইবর্গ মেয়েটার মেশিনের মাঝে লুকিয়ে থাকা মানব মস্তিষ্কে এক অসাধারন মন রয়েছে। হয়তবা তার অতীত অনেক রোমাঞ্চকর ছিল। ইডো তাকে সব ঝামেলা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে।
কিন্তু আলিটার যখন পরিচয় হয় হিউগোর সাথে, আলিটা আস্তে আস্তে মিশে যেতে থাকে আয়রন সিটির রাস্তায় এবং শহর চালানো মাফিয়াদের সাথে তার যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
আলিটা কি পারবে তার পরিবার, বন্ধু আর আইয়রন সিটি কে রক্ষা করতে। আলিটার অতীত আবার ফিরে আসে স্মৃতি হয়ে, এর আগেও সে একবার এই লড়াইয়ে নেমে বিফল হয়েছিল, কিন্তু এবার তাকে পারতেই হবে।
One of my favorite movie.