সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা রইলো সকলের জন্য। আমার মনে কয়েকদিন থেকেই কয়েকটা প্রশ্ন ঘুরাঘুরি করছে, আর সেগুলো হলো ছেলেদের দাড়ি উঠা সম্পর্কে। এখানে অনেক অভিজ্ঞ ভাই আছেন, তারা হয়তো আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ঠিক আছে আমি আমার প্রশ্ন গুলো নিচে একে একে তুলে ধরছি।
প্রশ্ন ১
ছেলেদের দাড়ি উঠে কেন? মেয়েদের উঠে না কেন?
প্রশ্ন ২
দাড়ি উঠার সঠিক বয়স কত?
প্রশ্ন ৩
কোন ছেলের যদি দাড়ি উঠার বয়স হয়, কিন্তু দাড়ি না উঠে তবে তার কি করনিয়?
প্রশ্ন ৪
দাড়ি উঠার সাথে কি বি*পাতের কোন সম্পর্ক আছে?
প্রশ্ন ৫
দাড়ি উঠার পরে কি করনিয়?
আমার এই প্রশ্ন গুলো হয়তো অনেকের কাছে বিরক্তিকর মনে হবে, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার মনে হয় আরো অনেকেরও এই প্রশ্ন গুলো থাকতে পারে। তো যারা যানেননা তারা যেনে নিবেন আর যারা জানেন তারা অনুগ্রহ করে প্রশ্নগুলোর উত্তর দিবেন।
*→ খারাপ শব্দ, হয়তো অনেকেই আমাকে গালি দিবেন তাই শব্দটা লিখিনি।
সবাই ভালো থাকবেন।
আমার একটা ছোট খাট ব্লগ আছে চাইলে দেখে আসতে পারেন।
Ft Web BD
ar dari utar sotik boyes hoto 19. Ar na utle kunu tenson nai. Emnite utbe.
Ar utle 1musti loba raka,
ar dari utar sotik boyes holo 19. Ar na utle kunu tenson nai. Emnite utbe.
Ar utle 1musti loba raka,
Q1: হরমোন জনিত পার্থক্যের কারনে ছেলেদের দাড়ি ওঠে মেয়েদের ওঠে না।
Q2: সর্বনিম্ন ১২ বছর থেকে ২১ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
Q3: যদি ২২-২৩ বছরেও দাড়ি না ওঠে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে।
Q4: না। কোনো সম্পর্ক নেই।
Q5: দাড়ি শেভ করা ঠিক না। ত্বকের ক্ষতি হয়।