টাইটেল দেখেই বুজেছেন আজ কিছু স্পেশাল এবং ফ্রি প্রোডাক্ট কেনার টিপস সেয়ার করব।তাই এটুকু বলব পুরোটা পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।
এবার শুরু করে দেই।
মার্চ মাস স্বাধীনতার মাস উপলক্ষে Perfee অ্যাপ নিয়ে এল ফ্রিতে কোনো টাকা খরচ না করে শপিং করার দারুন অফার।
প্রথমে প্লেস্টোর থেকে Perfee অ্যাপ ইন্সটল করে নিবেন।
তারপর অ্যাপ ওপেন করুন।অ্যাপ প্রথমবার চালু করলে নিচের মতো আসবে।এবার স্ক্রিনশট এ দেখানো account অপশনে ক্লিক করুন।
এবার আসবে রেজিস্ট্রেশন এর ধাপ।রেজিস্ট্রেশন একদম সহজ।এর জন্য ছবিতে দেখানো phone এর অপশনে আপনার নাম্বার দিবেন এবং পাশে থাকা send অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি OTP আসবে যা আমি স্ক্রিনশট এ দেখিয়েছি।মেসেজের পিন টি নিচে দেখানো বক্সে বসিয়ে Sing in বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
এবার আপনার থেকে একটি invitation কোড চাইবে।আপনি চাইলে আমার কোড ব্যবহার করতে পারবেন।এতে করে আপনি সাইন আপ এ এক্সট্রা ২০ পয়েন্ট পাবেন।যা মূল্য ২০ টাকা।কারন অ্যাপ এ ১ পয়েন্ট=১ টাকা।
invitation কোড:K9EFSH
আশা করি আমার কোড ব্যবহার করবেন।

এবার সকল ধাপ শেষ।দেখুন রেজিস্ট্রেশন এর সময় ইনভাইটেশন কোড ব্যবহার করায় ২০ কয়েন এক্সট্রা পেয়েছি।

এবার দেখুন এই Perfee কয়েন কি এটি কিভাবে ব্যবহার করবেন যা ইংরেজিতে দেওয়া আছি।এটার স্ক্রিনশট আমি নিচে দিলাম।মূলত এখানে লেখা এই কয়েনের মূল্য ১ টাকার সমান এবং এটি আপনি মোবাইলে বা বিকাশ এ নিতে পারবেন না এর বদলে আপনি তা দিয়ে সেই অ্যাপ থেকে প্রোডাক্ট ফ্রিতে আনাতে পারবেন।

এবার আপনি আপনার প্রোফাইলে চলে যান।এবং সেখানে স্ক্রিনশটের মতো একটি কোড পাবেন যা হলো আপনার ইনভাইটেশন কোড।
যা আপনি আপনার বন্ধুদের সেয়ার করে প্রতি রেজিস্টার এ আপনি পাবেন ১০ পয়েন্ট মানে ১০ টাকা এবং আপনার বন্ধু পাবে ২০ পয়েন্ট মানে ২০ টাকা।যা দিয়ে সেও পন্য ফ্রিতে নিতে পারবে।

তাছাড়া ডেইলি সাইন ইন করে এক্সট্রা কয়েন পাওয়া যাবে।তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে নিন অফার থাকতে থাকতে।
আজ এটুকু।আগামী পর্বে দেখাব কিভাবে এই পয়েন্ট দিয়ে প্রোডাক্ট অডার করবেন।
যেকোনো সমস্যায় মেইল করুন:domail2n0t@gmail.com
na poirai suru kore dilen.post er moddhe dui bar lekhlam per point 1 taka.r point diye buy korar post next a korbo.so dekhu comment korun.
এটাতো আগে থেকে পারফি অ্যাপে ছিলো।
স্বাধীনতার কথা উল্লেখ করার কি দরকার ছিলো।