এটি কোন টিউটোরিয়ালমূলক পোস্ট না, এটি আপনাদের জন্য আগাম সতর্কবার্তা।

গত 7 তারিখ, আমি করোনার লাইভ আপডেট নিয়ে একটি পোস্ট করি,
তো তখন একটি স্ক্রিনশট তুলি, সেখানে মাএ 164 জন আক্রান্ত ছিলো।

zorexid corona virus

কিন্তু আজ হঠাৎ আপডেট চেক করতেই চমকে ওঠি। মাএ তিনদিনের ব্যবধানে প্রায় 300 এর কাছাকাছি লোক আক্রান্ত হয়ে গিয়েছে!

zorexid.cu.ma

অর্থাৎ ভাইরাসের প্রভাব খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। এরকম গতিতে বাড়তে থাকলে মাএ 10 দিনেই সংখ্যাটা 2 হাজারের বেশি হয়ে যাবে।

corona live update

কোন জেলাতে কতজন আক্রান্ত তা দেখতে এই লিংকে যান

http://zorexid.cu.ma/corona-live-update

করোনা ভাইরাসের ভয়াবহতা বেশি হওয়ার কারণ এর জীবাণু দেহে প্রবেশের পর 16 দিন পর্যন্ত রোগী কোন লক্ষণ টের পায় না।

তো এই 16 দিনে তার কাছাকাছি যারা

আছে তারাও আক্রান্ত হয়ে যায়।

এখন করোণীয় কি?
এখন একটা কাজই করা যেতে পারে,
সেটা হলো দূরত্ব বজায় রাখা। বাঙ্গালী মিশুক প্রকৃতির, তাই তারা না করলেও কাছে চলে আসে।

তাই যেভাবেই হোক, নিজের বাবা মা ভাই বোনের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখেন, নয়তো কিভাবে আক্রান্ত হবেন টেরও পাবেন না।

বাঙ্গালী গরীব জাতি, চিকিৎসা করা তো দূরের কথা, খাবারের টাকাও এখন কমে আসতে শুরু করেছে।

তাই সতর্ক না থাকলে সপরিবারে শহীদ হওয়া ছাড়া গতি থাকবে না।
আর আল্লাহর কাছে সময় থাকতে তওবা করে নিন, কারণ মৃত্যু নিশ্চিত হয়ে গেলে আর তওবা কবুল হবে না।

Update of 20 May, 2020

সাইটের লিংকে সমস্যা, নতুন লিংক http://host-master.shop

আপনার করোনা হয়েছে কিনা বুঝবেন কিভাবে?
এটা বোঝার জন্য এই ওয়েবসাইটে যান এবং প্রশ্নগুলোর উওর দিন, তাহলেই বুঝে যাবেন।

https://corona.gov.bd/covid19Test

Corona Google Map

https://google.com/covid19-map

 

যারা নিজেদের WordPress/Blogger/Wapka এসব সাইটে Javascript দিয়ে লাইভ আপডেট দেখাতে চান তারা এই গ্রুপে Join করলেই পিন পোস্টে Script পেয়ে যাবেন

Group Link: https://m.facebook.com/groups/zorexzone

Demo: http://zorextune.ga/corona-live-update

Post By: Zorex Zisa

 

7 thoughts on "বাংলাদেশে করোনা ভাইরাসের পরিস্হিতি ভয়াবহ হতে চলেছে"

  1. ভাই,একটি হেল্প করবেন,,,
    আমার ওয়েবসাইটে থিম এ নোটিফিকেশন কোড আছে,কিন্তু নোটিফিকেশন অ্যাক্টিভ করবো কিভাবে।এর জন্য কোন প্লাগিন আছে কি প্লিজ ভাইয়া বলবেন।
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Frontent notification plugin use korun.
    2. vaiya,ami Frontent notification plugin ta net a khujhe pelam na…plz Frontent notification plugin er link ta deben vai..
    3. Md Baijit Bustami Author Post Creator says:
      http://www.mediafire.com/file/o2tfpcuq0uztsvv/Frontent_Notification.zip
      ডাউনলোড করুন এরপর একটিভ কোড TwiceBD.Com দিন!
  2. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share ?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      tnx
    2. thanks vai notification active hoyece..kintu kew comment ta show korce na vaiya.

Leave a Reply