সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে ভাল নেই হয়ত, সকলেই আমার মতো করোনার আতঙ্কে আছেন। এ থেকে মুক্তি পেতে সকলে অনেক অনেক শতর্ক থাকতে হবে। আর এই সময় বাড়ি তে থাকতে থাকতে বড়িং হয়ে গেলে তখন এই মুভি দেখুন। আসা করি ভাল লাগবে। বেশি কথা বলব না। মুভি নিয়ে কিছু বলি
Movie Name : Asur (2020)
Country: India
Genre: Drama
Director: Pavel
Actors: Jeet, Abir Chatterjee, Nusrat Jahan, Biswajit Chakraborty.
Duration: 2h 19min
IMDB: 7.6/10
Personal Rating :5/10
…..মুভি নিয়ে কিছু কথা…..
★দেশপ্রীয় পার্ক এর পুজা পেন্ডেল নিয়ে মুভির মুল গল্প। আসলে অই Park এর অবস্থাটাও ঠিক এরকমই হয়েছিল ৩ বছর আগে এটা সত্তি। প্রথম দেখে একটু ভেবেছিলাম সত্য ঘটনা অবলম্বনে হয়ত মুভি টা হয়েছে। আসলে অর্ধেক ঘটনা সত্ত সেটা আমি নিজে জানি ও দেখিছি তখন অই পেন্ডেলের আশেপাশে ছিলাম পুজার সময়ে।
★এই দেশপ্রীয় পার্ক এর পুজার জন্য bengali মুভি অসুর দেখার আগ্রহ জমেছে আমার।
★সংগীত সত্যি বলতে ছবির গান ভাল, মানানসই আবহও। এই একটা জিনিস ই সবচেয়ে ভালো লেগেছে।
★সবার পছন্দ এক না সেটা মাথায় রেখেই আপনারা দেখতে পারেন যেটা আমার ভালো লাগে না হয়ত আপনাদের কাছে ভালো লাগতে পারে। তাই যে মুভি টা একবার দেখার ইচ্ছে করবেন সেটা দেখেই শেষ করবেন। আমি নিজেই এরকম করি। কার ও রিভিউ যদি খারাপ ও হয় তারপরে সেটা দেখার আগ্রহ আমার মদ্ধে থাকে।
★সাধারণত অসুর মানেই অশুভ/ মন্দ/ অনিষ্টকারী কাউকে বুঝি আমরা। অসুর ঠিক কাদের বলে? যারা সৃষ্টি ধ্বংস করে, তাদের?
★‘অসুর’-এর সংজ্ঞা ওলোটপালোট করে দিয়ে ছকভাঙা পথে আরও একবার হাঁটতে চেয়েছিলেন পরিচালক।
★মুভির ভিতরে ২ টা ডায়লগ খুব ভাল লেগেছে।সেটা কি দেখলেই শুনতে পারবেন।
★শুভ-অশুভের যুদ্ধে যারা অশুভ, তাদের? নাকি যারা ‘ন কে ন আর হ কে হ’ বলে, তারাই অসুরের জাত?
★শেষ দৃষ্যটা দিয়েই প্রমান করল অসুর এর মুল কথা টা তা না হলে মুভি টা জমতো না।
★আমি এই মুভির নাম টা শুনে যেরকম ভেবেছিলাম
আসলে সেরকম কিছুই না। যাই হউক তার পরে মোটামোটা ভাল লেগেছে।
……মুভি রিভিউ…….
কাহিনী সংক্ষেপঃ কিগান মান্ডি (জিৎ) আর্ট কলেজের শিক্ষক। শিল্পীস্বত্ত্বাই তাঁর অস্তিত্ব, ধ্যানজ্ঞান। উস্কোখুস্কো চুল। ছাত্রছাত্রীদের সঙ্গে বসেই নেশা করা, অর্ধেক পোশাকে ক্লাসে চলে আসা কিংবা রিকশাচালককে পাকড়াও করে ছাত্রীর সঙ্গে ন্যুড অভিনয় করাতে চেয়ে চাকরিও খোয়াতে পারেন। অন্যদিকে বান্ধবী অদিতি (নুসরাত) ও বন্ধু বধিস্বত্ত্ব (আবির)। ঘটনাক্রমে দুর্গাপূজার সবচেয়ে বড় প্রতিমা বানানোর প্রস্তুতি নেয় কিগান।
এরমধ্যেই বেরিয়ে আসে নানা অতীত ও অনাগত ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা। এভাবেই এগিয়ে যায় সিনেমা।
বিঃদ্রঃ আপনাদের কিছু তথ্য দেয়ার জন্য কিছু অংশ কপি করা হয়েছে।
এবার আসুন মুভি টি ডাওনলোড করি।
700 MB Direct Link Google Drived
Movie Download Link Click Here
400 MB Direct Website Link Google Drived
Movie Downlod Link Click Here Website
কিভাবে ডাওনলোড করবেন তার ভিডিও এইখানে দেখুন।
দক্ষিন ভারত সহ বিশ্বের যেকোনো ইন্ডাস্ট্রির মুভি পেতে ঘুরে আসুন আমাদের মুভি ওয়েবসাইটে।আর ভাল লাগলে সাইট টি Bokmarks করে রাখুন।
South New Movie Website Link Clik Here প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।
দক্ষিন ভারত সহ বিশ্বের যেকোনো ইন্ডাস্ট্রির মুভি সম্পর্কে জানতে ও জানাতে ভিজিট করতে পারেন আমাদের ফেইচবুক গ্রুপ।
Movie Group Link Click Here
আমাদের ছোট্ট একটি ফেইসবুক Funny Page সকল ভাইরাল ভিডিও পাবেন। ভাল লাগলে ঘুরে আসতে পারেন যদি আনলিমিটেড হাসতে চান।
Click Here Facebook Page
পেইজ টি ভাল লাগলে like দিয়ে রাখুন ও প্রতিনিয়ত আপডেট পেতে Follow বাটন ক্লিক করে see Fast করে রাখুন।
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
দেরি না করে ঝটপট দেখে ফেলুন মুভিটি। আশাকরি আমার
মতও আপনারও ভালো লাগবে।
Just Awesome